★গ্লিটার আর্ট পেপার দিয়ে ক্রিসমাস অর্নামেন্টস তৈরি★
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজ আমি আবার আপনাদের সামনে গ্লিটার আর্ট পেপার দিয়ে তৈরি একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। গ্লিটার আর্ট পেপার দিয়ে যেকোনো জিনিস তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আমি গ্লিটার আর্ট পেপার দিয়ে একটি ক্রিসমাস অরনামেন্টস তৈরি করেছি। ক্রিসমাস অরনামেন্টস গুলো দেখতে আসলেই অনেক ভালো লাগে। বিভিন্ন ধরনের এই অর্নামেন্টস দিয়ে ক্রিসমাস ট্রিকে সাজানো হয় যা দেখলেই অনেক বেশি আকর্ষণীয় লাগে। তার ভিতরে আজকে আমি খুব সুন্দর একটি ক্রিসমাস অর্নামেন্টস বানানোর চেষ্টা করেছি। তবে যতটা পারফেক্ট বানাতে চেয়েছিলাম ততটা পারিনি। যেটুকু পেরেছি সেটুকু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।
প্রয়োজনীয় উপকরণ
কাঁচি
স্কেল
গ্লু
কার্যপ্রণালী
প্রথমে চিকন চিকন করে দুই কালারের দুটো গ্লিটার আর্ট পেপার কেটে নিয়েছি। তারপর গোল গোল করে একটার উপর আরেকটা রেখে পেঁচিয়ে লাগিয়ে দিয়েছি। তারপর চিকন চিকন করে আরো কয়েকটি গ্লিটার আর্ট পেপার কেটে নিয়েছি।
তারপর প্রত্যেকটা ছোট ছোট আর্ট পেপার ভাঁজ করে উপরের ছবিতে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেরকম ভাবে বানিয়ে নিচ্ছি।
আস্তে আস্তে আমার সবগুলো ছোট ছোট টুকরো দিয়ে যেটুকু আমি বানাতে চেয়েছিলাম সেগুলো বানানো হয়ে গিয়েছে এবং গ্লু দিয়ে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি।
একই রকম ভাবে আমি দুইটা বানিয়ে নিয়েছি এবং একটার সাথে একটা গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি। তারপর আগে থেকে বানিয়ে দেখা গোলটার মাঝখানে ফুল দুটি বসিয়ে দিয়েছি ।এরপর আরো লম্বা এক টুকরো গ্লিটার আর্ট পেপার নিয়েছি।
তারপর সেই লম্বা দুইটা আর্ট পেপার পেঁচিয়ে পেঁচিয়ে গোল করে গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি। তারপর আগে থেকে বানিয়ে রাখা ওটার মাথার উপরে বসিয়ে দিয়েছি। এরপর আরো ছোট ছোট দুইটা আর্ট পেপার নিয়ে দুই পাশে দুইটা পাতার মতো বানিয়ে নিয়ে গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি। এভাবেই তৈরি হয়ে গিয়েছে আমার গ্লিটার আর্ট পেপার দিয়ে বানানো খুব সুন্দর একটি ক্রিসমাস অরনামেন্টস।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ফটোগ্রাফার | @tauhida |
---|---|
ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
---|
@tipu curate
Upvoted 👌 (Mana: 4/9) Get profit votes with @tipU :)
ঠিক বলেছেন আপু, ক্রিসমাস অর্নামেন্ট গুলো আসলেই খুব ভালো লাগে দেখতে। আর আপনি গ্লিটার পেপার দিয়ে তৈরি করেছেন যার কারণে অনেক বেশি আকর্ষণীয় লাগছে। খুব সুন্দর ভাবে আপনি তৈরি করেছেন। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।
সত্যিই আমি রীতিমত মুগ্ধ হয়ে গেলাম আপনার এই ক্রিসমাস অর্নামেন্টস দেখে। যদিও আপনি বলেছেন এটা আপনি পারফেক্ট ভাবে তৈরি করতে পারেননি যতোটুকু পেয়েছেন সেভাবেই তৈরি করেছেন তবে আমি বলতে চাই এটা সত্যিই আপনি দারুন ভাবে তৈরি করতে পেরেছেন বলে আমার মনে হচ্ছে। গ্লিটার আর্ট পেপার দিয়েও যে এরকমভাবে ক্রিসমাস অরনামেন্টস তৈরি করা যায় সেটা জানা ছিল না। চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।
আসলেই আপু ক্রিসমাস অর্নামেন্টস গুলো খুব সুন্দর লাগে বিশেষ করে গ্লিটার আর্ট পেপার দিয়ে যেগুলো তৈরি করা হয় সেগুলো দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগে আপনার আজকের ক্রিসমাস অর্নামেন্টসটি খুব সুন্দর হয়েছে। আপনি উপরে যদি একটু ঝুলানোর মত দিতেন তাহলে মনে হয় আরো বেশি চমৎকার লাগতো। অনেক নিখুঁতভাবে তৈরি করেছেন জন্য এত সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ আপু।
আপু আপনি ঠিকই বলেছেন গ্লিটার আর্ট পেপার দিয়ে যেকোন জিনিস তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। আর আপনি গ্লিটার আর্ট পেপার দিয়ে দারুন একটি ক্রিসমাস অরনামেন্টস তৈরি করেছেন। দেখতে বেশ ভালো লাগছে। গ্লিটার আর্ট পেপারের তৈরি জিনিসগুলো বানাতে এবং দেখতে দুটোই আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার টিও বেশ উপভোগ করলাম । ধন্যবাদ আপনাকে।