★চিকেন পাকোড়া তৈরি★

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



PhotoEditorPro_1667491954607.jpg


আজ আমি আপনাদের সামনে মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজ আমি আপনাদেরকে চিকেন পাকোড়া তৈরি করে দেখাবো। চিকেন দিয়ে যেকোনো জিনিস খেতে আমার কাছে খুবই ভালো লাগে। এজন্য আমি চিকেন দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস তৈরি করে খেয়ে থাকি। ইদানিং দেখছি আমার ছেলেটাও চিকেন জাতীয় জিনিস খেতে পছন্দ করছে, এজন্য আমি বেশি করে চিকেন কিনে রেখে দেই সবসময় যাতে চাইলে ভেজে দিতে পারি। আর আমার কাছে তো ভালোই লাগে। চিকেন দিয়ে এরকম পপকর্ন তৈরি করে খেতে আসলেই অনেক ভালো লাগে। আপনারা চাইলে এভাবে তৈরি করে দেখতে পারেন। এখন মূল পর্বে চলে যাচ্ছি।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

চিকেন
আদা বাটা
রসুন বাটা
মরিচের গুঁড়া
লবন
তেল
ভিনেগার
সয়া সস
ময়দা
ডিম

PhotoEditorPro_1667491992080.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20221103_221151.jpg20221103_221124.jpg
20221103_221111.jpg20221103_221052.jpg

প্রথমে চিকেন গুলো ছোট ছোট পিস পিস করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে চিকেনের ভিতরে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া,সয়া সস, ভিনেগার ও লবণ দিয়ে দিয়েছি।

20221103_221039.jpg20221103_220952.jpg
20221103_220934.jpg20221103_220917.jpg

সবকিছু দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর একটি ডিম ভেঙে দিয়েছি, তারপর আবার মাখিয়ে নিয়েছি তারপর কিছু ময়দা দিয়ে দিয়েছি।

20221103_220859.jpg20221103_220839.jpg
20221103_220820.jpg20221103_213343.jpg

তারপর ভালোমতো মাখিয়ে মেরিনেট হতে রেখে দিয়েছি এক ঘন্টার জন্য। এক ঘন্টা পরে ফিরে এসে দেখি আমার চিকেনগুলো কেমন মাখামাখা হয়ে গিয়েছে। তারপর চুলায় একটি করাই বসিয়ে তার ভেতরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি।

20221103_213321.jpg20221103_213301.jpg
20221103_213240.jpg20221103_213159.jpg

তেল গরম হয়ে গেলে একটা একটা করে চিকেন গুলো তেলের ভিতর দিয়ে দিয়েছি। তারপরে হালকা জাল দিয়ে একটু একটু করে ভেজে ভেজে একেবারে ব্রাউন করে নিয়েছি। যখন পুরাপুরি ব্রাউন হয়ে যাবে তখন তেল ঝরিয়ে একটা টিস্যুতে তুলে নিয়েছি।

20221103_213138.jpg

ব্যাস এভাবেই খুব সহজেই তৈরি হয়ে গিয়েছে আমার চিকেন পাকোড়া। এই মুচমুচে চিকেন পাকোড়া খেতে খুবই মজা। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে নিশ্চয়ই।

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 2 years ago 

চিকেনের আইটেম গুলো আমার কাছে খুব ভালো লাগে।আমার বাচ্চারাও চিকেন ফ্রাই বলতে খুবই পছন্দ করে।আপনি খুব সুন্দর করে মজাদার একটি চিকেন পাকোড়া তৈরি করেছেন। যা দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু চিকেন জাতীয় যে কোন জিনিস আমার অনেক ভালো লাগে। আর বাচ্চারা তো পছন্দ করেই। ধন্যবাদ আপনাকে আমার রেসিপিটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 2 years ago 
বাহ্ দেখতে বেশ অসাধারণ লাগছে আপনার চিকেন পাকোড়া রেসিপিটি।আর হা আপু এটা ঠিক, ইদানীং বাচ্চারা মুরগি জাতীয় খাবার খেতে খুবই পছন্দ করে। তবে আমরা বড়রাও কিন্তু কম করি না। এত সুস্বাদু রেসিপি দেখলে তো বড় ছোট সকলেই খাওয়ার জন্য ছটফট করবে।আর ভাজা জিনিসের প্রতি সকলেরই একটা খাওয়ার জন্য আকর্ষন থাকে।অসংখ্য ধন্যবাদ আপু, এত সুস্বাদু ও মজাদার চিকেন পাকোড়া রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল আপু।
 2 years ago 

বাচ্চারা কেন আমার কাছেও মুরগি জাতীয় যেকোনো জিনিস অনেক ভালো লাগে খেতে। অনেক ধন্যবাদ সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপু এত সুন্দর ও সুস্বাদু করে বানালে খাওয়ার জন্য লোভ সামলানো মুসকিল হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ আপু, আমার মন্তব্যের ফিডব্যাক দেওয়ার জন্য।

 2 years ago 

চিকেন পাকোড়া তৈরি করেছেন দারুন হয়েছে। এভাবে চিকেন ভেজে পকোড়া তৈরি করলে খেতে ভীষণ মজা লাগে। ইউনিক রেসিপি শেয়ার করেছেন। আপনার রেসিপি পোস্ট গুলো সব সময়ই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

একদম তাই এভাবে করে চিকেন ভেজে পাকোড়া তৈরি করলে খেতে অসাধারণ টেস্ট হয়। ধন্যবাদ আপনাকে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

ইস আপু তৈরি করার আগে এই ভাইকে তো একবার একটা খবর দিতে পারতেন ☹️,,!! এমন মজার রেসিপি বানিয়ে একা একা কেউ খায় বুঝি!!! কষ্ট পেলুম ☹️
চিকেন ফ্রাই এর থেকে এই পকোড়া টাই বেশি লোভনীয় লাগছে আমার কাছে। ছোট ছোট পিস করার জন্য সব ধরণের মসলাই হয়তো ভালো ভাবে ঢুকে গেছে। আর খেতে আরো বেশি মজা লাগবে। খুব একটা কঠিন লাগলো না। বেশ সহজ। কিন্তু একা একা তো বানিয়ে খেতে ইচ্ছে করে না ☹️☹️☹️।

 2 years ago 

আহারে আপনি যদি আগে থেকে বলে রাখতেন তাহলে নিশ্চয়ই খবর দিতাম। কি আর করা তাকিয়ে তাকিয়ে শুধু দেখেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

নিজেদের জন্য না হলেও বাচ্চাদের জন্য চিকেনের বিভিন্ন ধরনের আইটেম বানাতে হয়। কারণ বাচ্চারা চিকেন ছাড়া অন্য কিছু বোঝেইনা। আমার ছেলেও চিকেন খুব পছন্দ করে। আপনার এই চিকেন পপকন এর রেসিপিটি শিখে নিলাম। এরপরে আমার ছেলেকে বানিয়ে দেব। খুবই সুস্বাদু হয়েছে মনে হচ্ছে। দেখতে তো বেশ লোভনীয় লাগছে।

 2 years ago 

আসলেই তাই এইসব খাবার বাচ্চাদের জন্যই বেশি বানানো হয়। আর আমাদের কাছেও ভালো লাগে খেতে। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

আপু চিকেন পাকোড়া দেখেই খেতে ইচ্ছা করছে।একদিন বাসায় ট্রাই করে দেখবো।আপনার পোস্টের ধাপগুলো অনুসরণ করে ।ধন্যবাদ সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

অবশ্যই আপু আমার রেসিপিটি দেখে ট্রাই করে খেয়ে দেখবেন খুবই মজা। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার ছেলের খুব পছন্দের একটি খাবার,আমার কাছে ও খুব ভালো লাগ খেতে।চিকেন পাকোড়া খুব লোভনীয় একটি খাবার । একবার খেতে শুরু করলে খেতেই মন চায়।খুব সুন্দর হয়েছে আপনার রেসিপিটি।ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

চিকেন পাকোড়া এমন একটি খাবার যে এটি ছোট বড় সবারই পছন্দ আর দেখলেই খেতে মন চায়। আর নিজেরা তৈরি করে খেতে তো আরো ভালো লাগে। ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

আপু এসব রেসিপি দেখলে তো আমাদের ভিতরের খাদক অনুভূতি গুলো অমাদের ভিতরে আন্দোলন শুরু করে দেয়। সেই আন্দোলন থামাতে গিয়ে তেলে ভাজা জিনিষ খেতে না চাইলেও আমাদেরকে রেস্টেুরেন্টে গিয়ে খেতে হয়। তবে যায় বলেন খেতে কিন্তুু ভালেই লাগে। আপনার ছেলের ভাগ্য অনেক ভাল যে আপনার মত মা পেয়েছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

তেলে ভাজা জিনিসই তো আমাদের বেশি পছন্দ। আর রেস্টুরেন্টে গিয়ে এসব খাবার খেতেই হবে তা না হলে তো চলবে না। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 64116.01
ETH 2758.41
USDT 1.00
SBD 2.65