আপু এসব রেসিপি দেখলে তো আমাদের ভিতরের খাদক অনুভূতি গুলো অমাদের ভিতরে আন্দোলন শুরু করে দেয়। সেই আন্দোলন থামাতে গিয়ে তেলে ভাজা জিনিষ খেতে না চাইলেও আমাদেরকে রেস্টেুরেন্টে গিয়ে খেতে হয়। তবে যায় বলেন খেতে কিন্তুু ভালেই লাগে। আপনার ছেলের ভাগ্য অনেক ভাল যে আপনার মত মা পেয়েছে। ধন্যবাদ আপু।
তেলে ভাজা জিনিসই তো আমাদের বেশি পছন্দ। আর রেস্টুরেন্টে গিয়ে এসব খাবার খেতেই হবে তা না হলে তো চলবে না। ধন্যবাদ আপনাকে।