You are viewing a single comment's thread from:
RE: ভালোবাসা রং বদলায় || বাস্তব ঘটনা অবলম্বনে গল্প ||
জীবনে আর এর থেকে বেশি কষ্ট কি হতে পারে। ভালোবাসার মানুষ যদি ঠকায় তাহলে সবকিছুই যেন অন্যরকম হয়ে যায়। বাস্তবে কিন্তু এরকমটা অনেক বেশি হয়ে থাকে। সাগর নিজের ভালোবাসার মানুষকে এরকম ভাবে ঠকিয়েছে, এটা তো ভাবতেই অনেক বেশি খারাপ লাগতেছে। রানী শেষ পর্যায়ে সাগরকে বাড়ি থেকে বের করে দিয়ে একেবারে ভালো কাজ করেছে। সে যদি এরকম একটা অবস্থায় ভেঙে পড়তো, তাহলে ভালো কিছু করতে পারতো না হয়তো। আর নিজের সন্তানদেরকে ও বড় করে তুলতে পারত না। এখন সে নিজের দায়িত্বে কঠোর হয়ে, একাই নিজের সন্তানদেরকে দেখাশোনা করছে এই বিষয়টা ভালো লেগেছে।
জ্বি আপু যেহেতু বাড়িটা রানীর নামে ছিল এবং রানী নিজেও স্বাবলম্বী চাকরি করে তাই সে একদমই ভেঙ্গে পড়েনি বরং শক্ত হয়ে সবকিছু সামলে নিয়েছে। এমনটাই হওয়া উচিত। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।