এই ধরনের নাটক গুলো অনেক ভালো লাগে আমার কাছে দেখতে। শেষমেশ নাটকটা বেশ কয়েকদিন আগে আমি দেখেছিলাম। মায়ের প্রতি ছেলের এরকম অডিল ভালোবাসা দেখে সত্যি অসম্ভব ভালো লেগেছিল। আর শেষেরটা ছিল অনেক বেশি কষ্টের। যেটা দেখেতো আমার চোখে জল চলে এসেছিল। নায়ক নায়িকাকে অভিনয় করে বিয়ে করলেও তার মা তো ভেবেছিল সত্যিকারের বিয়ে হয়েছে। আর নিজের ছেলের বউকে সবকিছুই বুঝিয়ে দিয়েছিল। নায়িকা প্রথমে অভিনয় করলেও মায়ের এরকম ভালোবাসা দেখে সে নিজেও ইমোশনাল হয়ে গিয়েছিল। আসলে সবারই উচিত বাবা মায়ের সেবা যত্ন করা।
সুন্দর মতামতের জন্য ধন্যবাদ 🌿