RE: ভালো লাগার থেকে তোলা কিছু আলোকচিত্র
দাদা আপনার তোলা ফটোগ্রাফি গুলো আমি যত দেখি আমার কাছে ততই ভালো লাগে সবসময়। তবে টিকটিকির ফটোগ্রাফিটা কিন্তু একেবারে অন্যগুলোর থেকে আলাদা ছিল। অনেক কিউট লাগছে কিন্তু এই টিকটিকি টা দেখতে। আর পাশেই টিকটিকির ছায়া দেখা যাওয়ার কারণে অনেক সুন্দর হয়েছে ফটোগ্রাফি টা। আপনি নিজেকে অনেক স্ত্রীর রেখে এই টিকটিকির ফটোগ্রাফি টা করেছিলেন আমার মনে হয়। অন্যান্য উদ্ভিজ্জ গাছগুলোর এবং ফুলের ফটোগ্রাফিও খুবই চমৎকার হয়েছে। আমার তো মনে হচ্ছে টিকটিকিটার লেজ কাটা গিয়েছিল আরো অনেক আগে, এখন নতুন করে লেজ হয়েছে। ফুলের ফটোগ্রাফিটি ও অনেক সুন্দর হয়েছে যদিও এই ফুলটির নাম আমারও জানা নেই। দাদা আপনি ফটোগ্রাফির নিচে সব সময় বর্ণনা শেয়ার করেন দেখে অনেক কিছুই জানতে পারি। তারপরে ফলের ফটোগ্রাফি দেখে আমার মনে হয় না এটা আমি আগে কখনো দেখেছিলাম বলে। এটা হলুদ কালারের ও হয় জেনে ভালো লাগলো। অনেক সুন্দর করে সব মিলিয়ে শেয়ার করেছেন দেখে ভালো লেগেছে।