আসলে মায়েরা আমাদের থেকে যত দূরেই থাকুক না কেন, আমাদের জন্য তারা অবশ্যই পাঠাবে আম,জাম, কাঁঠাল। আপনার আম্মু দেখছি আপনার জন্য বেশ স্বাস্থ্যকর কিছু খাবার পাঠিয়েছে। এই খাবারগুলো আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। আর এগুলো খেলে স্বাস্থ্যও ভালো থাকে। লিচু, আম, কাঁঠাল, জাম, কাঁঠালের বিচি, মাছ, ডুমুর, কচুর মুখী অনেক কিছুই পাঠিয়েছে। এসব কিছু আপনারা বেশ মজা করে খেতে পারবেন।
ধন্যবাদ আপু। হ্যা আপু বেশ স্বাস্থ্যকর খাবার গুলো পাঠিয়েছে। আম,জাম,কাঠাল,লিচু সব ফলই ছিলো। এটা ছিলো মধুর মাসের ফল। এগুলো দেখে আমিও অনেক অবাক হয়েছি। এতো কিছু পাঠিয়েছে। আমি জানতাম আম আর কাঠাল পাঠাবে। যাই হক সব গুলো পেয়ে অনেক ভালো লেগেছে।