মায়ের পাঠানো ভালবাসা

in আমার বাংলা ব্লগlast year

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি।

আজ আমি এমন মানুষের ভালবাসার কথা বলতে যাচ্ছি যার ভালবাসার কখনো তুলনা হয় না। পৃথিবীর শ্রেষ্ঠ ভালবাসা দিতে পারে শুধু একজন মানুষই। তিনি হলেন "মা"।

IMG_20230628_003114.jpg

মায়ের পাঠানো ভালবাসা

অনেক দিন থেকে বাড়ি যাওয়া হয় না ব্যস্ততার কারণে। ছুটিও নিতে পারছি না কারণ সামনে ঈদ এর ছুটি শুরু হয়ে যাবে। অনেক দিন থেকে মা বাড়ি যেতে বলছে কিন্তু সময় হয়ে উঠছে না।

একদিন মা ফোন দিয়ে বললো যে গাছের আম, কাঠাল পাঠিয়ে দিবো। আমি বললাম কি দরকার এখন এসব পাঠানোর কিন্তু কে শোনে কার কথা।

হঠাৎ একদিন ফোন দিয়ে বললো যে, গাড়িতে ব্যাগ পাঠাই দিছি, নিয়ে নিস। আমি একটু হেসে মা কে বললাম যে তোমরা পারোও।

আসলে মায়ের ভালবাসা সব ভালবাসার চেয়ে মূল্যবান।
পরে সন্ধ্যায় বের হবো কিন্তু এতো পরিমান এ বৃষ্টি হয়েছে যে বাসার সামনের রাস্তা পানিতে তলিয়ে গেছে।

অপেক্ষা করে কিছুক্ষণ পর বের হলাম গাবতলী যাওয়ার উদ্দ্যেশ্যে। পানি পার হয়ে সিএনজি ঠিক করে নিলাম গাবতলী পর্যন্ত।

গাবতলী থেকে ব্যাগ বাসায় আসলাম। এসে তারাতাড়ি করে ব্যাগ/বস্তা খুকে দেখে আমি অবাক হয়ে গেলাম।

IMG_20230628_003326.jpg

লিচু

অনেক পছন্দেত একটা ফল এটা। লিচু অনেক সুস্বাদু ফল।
লিচু কিন্তু বাজারে খুব বেশি দিন। খুব অল্প দিনের ফল এটা। দিনাজপুরের লিচু নামকরা। দিনাজপুরেই লিচু চাষ বেশি হয়।

IMG_20230628_003310.jpg

আম

আম এমন একটা ফল যেটা সবাই খেতে পছন্দ করে। আম সব চেয়ে বেশি ফলন হয় রাজশাহী ও চাপায়। এই আম এর নাম আম্রপালি। এই গাছ টা বাবা লাগিয়েছিলো। অনেক আম ধরে গাছে এবং অনেক মিষ্টি।

IMG_20230628_003233.jpg

কাঠাল

কাঠাল আমাদের (বাংলাদেশ) জাতীয় ফল। এটাও অনেক মজার ফল। কিন্তু সবাই খেতে পারে না যেমন আমি। এটা কিন্তু আমার লাগানো গাছের ফল।

IMG_20230628_003256.jpg

জাম।

জাম সিজেনাল ফল। কিন্তু অনেক টেষ্টি। জাম খাওয়ার অনেক উপকারিতা আছে।

IMG_20230628_003222.jpg

কাঠালের বিচি।

এটাও কিন্তু অনেক টেস্টি। কাঠালের বিচি দিয়ে অনেক কিছু রান্না করা যায়। যেমন কাঠালের বিচি দিয়ে ভর্তা, ভাজি, সবজি, এমন অনেক কিছুই রান্না করা যায়।

IMG_20230628_003213.jpg

কাঠুয়া ডাঠা।

এটাও কিন্তু অনেক পছন্দের খাবার সবার। এটাও রাজশাহী তে পাওয়া যাই। অনেক মজার সবজি এটা। এটা খেতে কিছুটা মিষ্টি।

IMG_20230628_003150.jpg

মাছ

বিভিন্ন ধরনের মাছ ও পাঠিয়েছে মা।

IMG_20230628_003202.jpg

ডুমুর

অনেক উপকারি গুনের সবজি এটা। ডুমুর খেলে অনেক ধরনের রোগ থেকে দূরে থাকা যায়।

IMG_20230628_003130.jpg

কচু/মুখি

এটাকে এলাকা ভেদে যে কোন নাম এ ডাকা হয়ে থাকে। যেমন আমরা বগুরা বাসি ডাকি মুখি নাম এ। তবে কচু অনেক উপকারি। কারণ কচুতে প্রচুর পরিমাণ আইরন থাকে।

আসলে মায়ের ভালবাসা পৃথিবীর অন্যতম ভালোবাসা। বছরের প্রথম ফল ছেলেকে ছাড়া খাবে না যার জন্য এত কিছুর আয়োজন। আসলে খাবার যা পাঠাইছে সব টাই আমার বউ এর পছন্দের। ডুমুর খেতে চাইছিল আমার বউ যার জন্য বাবা ২ দিন বাজারে গেছে। আশেপাশের সব গাছ এ খুজছে কিন্তু পায় নি। পরে অন্য এক আন্টির কাছ থেকে নিয়ে পাঠিয়েছে।

খাবার গুলো পেয়ে অনেক ভাললাগা কাজ করছিল আমার।

সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

বিষয়মায়ের পাঠানো ভালবাসা
ফটো ক্রেডিট@amitroy
ডিভাইসরেডমি নোট ৮প্রো
লোকেশনমিরপুর - ১২, ঢাকা
Sort:  

কি আর বলবো ভাই মায়ের কোন সন্তান যদি বাহিরে থাকে তাহলে মা সন্তানকে রেখে কোন কিছুই খেতে পারে না। আর আপনার জন্য দেখছি অনেক জিনিস পাঠিয়েছে আপনার মা। ভাই মা জাতি এমন। আমরা মায়ের মূল্য দিতে পারি না তাই আজ অনেক মা বাবা বৃদ্ধাশ্রমে। মায়ের মূল্য দিতে পারলে এমন বৃদ্ধাশ্রম তৈরি হতো না। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক ভালো লাগলো।

 last year 

জি ভাই একদম ঠিক বলেছেন। আমাদের অনেক ভুল আছে। যে বাবা মা ছোট থেকে আমাদের এতো স্নেহ দিয়ে আগলে রাখে আমরা তাদের মুল্য দিতে পারি না। দোয়া করবেন যেন বাবা মায়ের পাশে সব থাকতে পারি। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর করে মনের কথা বলার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আসলে মায়েরা আমাদের থেকে যত দূরেই থাকুক না কেন, আমাদের জন্য তারা অবশ্যই পাঠাবে আম,জাম, কাঁঠাল। আপনার আম্মু দেখছি আপনার জন্য বেশ স্বাস্থ্যকর কিছু খাবার পাঠিয়েছে। এই খাবারগুলো আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। আর এগুলো খেলে স্বাস্থ্যও ভালো থাকে। লিচু, আম, কাঁঠাল, জাম, কাঁঠালের বিচি, মাছ, ডুমুর, কচুর মুখী অনেক কিছুই পাঠিয়েছে। এসব কিছু আপনারা বেশ মজা করে খেতে পারবেন।

 last year 

ধন্যবাদ আপু। হ্যা আপু বেশ স্বাস্থ্যকর খাবার গুলো পাঠিয়েছে। আম,জাম,কাঠাল,লিচু সব ফলই ছিলো। এটা ছিলো মধুর মাসের ফল। এগুলো দেখে আমিও অনেক অবাক হয়েছি। এতো কিছু পাঠিয়েছে। আমি জানতাম আম আর কাঠাল পাঠাবে। যাই হক সব গুলো পেয়ে অনেক ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 last year 

মায়ের ভালোবাসা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালোবাসা। মায়ের উপহার হাতে পেয়ে সেই অনুভূতি বর্ননা করা বেশ কঠিন। কারন অদ্ভুত ভালোলাগা কাজ করে। তবুও আপনি চমৎকার গুছিয়ে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো। খাবারগুলো সত্যিই দারুন লাগলো দেখে।

Posted using SteemPro Mobile

 last year 

হ্যা ভাই এই অনুভূতি বর্ণনা করা বেশ কঠিন। আমি আসলেই উপহার পেয়ে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এইটা উপহার না এইটা মায়ের ভালবাসা। ধন্যবাদ ভাই সুন্দর করে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

পৃথিবীতে একটি ভালোবাসা আছে যেটির মধ্যে কোন ঝামেলা নেই ।সেটি হচ্ছে মায়ের ভালোবাসা। আসলে ভাইয়া মায়ের সাথে কারো তুলনা হয় না। যাক দীর্ঘদিন সময়ের কারণে বাড়িতে যাইতেছেন না। এ কারণে মায়ের মন মানতেছে না। তাই বিভিন্ন ধরনের ফল এবং সবজি আপনার জন্য পাঠিয়েছে। সব মাকে ধন্যবাদ জানাই তাদের ভালোবাসার কাছে আমরা সবাই ঋণী।

 last year 

হ্যা জামাল ভাই অনেক দিন বাড়িতে যাওয়া হয়না তায় মৌসুমি ফল আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। ধন্যবাদ জামাল ভাই আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ আপু সুন্দর করে গুছিয়ে বলার জন্য। আসলেই আমরা সকলেই এক জন মানুষের কাছে ঋণী সে হলেন মমতাময়ী "মা"। যে ঋণ কখনো শোধ করা যাবে না।

Posted using SteemPro Mobile

 last year 

পৃথিবীতে যত রকম ভালোবাসা আছে সব রকম ভালবাসার উর্ধ্বে হচ্ছে মায়ের ভালোবাসা। মায়ের প্রতি সন্তানের যে ভালোবাসা সেটা হয়তোবা কখনো বলে বোঝানো সম্ভব নয় এটা আমরা সকলেই জানি এবং বুঝি। অনেক রকম খাবার এবং ফল ফ্রুটস পাঠিয়েছে দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনার অনুভূতি আমাদের মাঝে ব্যক্ত করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

মায়ের ভালোবাসার কাছেও অন্য কোনো ভালোবাসা নেই। মায়েরা জীবন দিও সন্তানকে ভালোবাসে। মায়ের ভালোবাসার জন্য আজকে আপনি খুব তাজা কিছু ফল এবং সবজি পেয়েছেন। কারণ মায়ের সন্তানটি বেশ কিছুদিন যাবৎ বাড়িতে আসতেছে না। এই কারণে এসব ফল এবং খাওয়ার জিনিস গুলো আপনার জন্য পাঠিয়েছেন। এগুলো বড় নয় কিন্তু মায়ের ভালোবাসা বড়। মায়েরা সবসময় চিন্তা করে সন্তান কি খায় কি পড়ে কেমন চলে। সব মায়ের জন্য রইল অবিরাম ভালোবাসা আমারও।

 last year 

ধন্যবাদ আপু। একদম ঠিক বলেছেন মায়ের ভালোবাসা সব চেয়ে বড়। একমাত্র মা ই জানেন তার সন্তান কি পছন্দ করে না কি করে না। অনেক বেশি মিস করি মা কে। বিশেষ করে আমরা যারা বাহিরে থাকি।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66560.03
ETH 3447.91
USDT 1.00
SBD 2.64