এখন কিছু কিছু মানুষ রয়েছে ফেসবুক ইউটিউব যেটাতেই বলুক না কেন, নেগেটিভ ব্যাপারগুলো ভাইরাল করার অনেক চেষ্টা করে এবং নেগেটিভ গুলোই অনেক বেশি ভাইরাল হয়। এইজন্য আমাদের সবারই উচিত পজেটিভ চিন্তা-ভাবনা করা এবং ভালো কিছু করার চেষ্টা করা। রিফাতের এই বিষয়টা আমিও দেখেছিলাম, এটা আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছিল। ঠিকই বলেছেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় ছাত্র শিক্ষকের সম্পর্ক এরকমই হওয়া উচিত। ছাত্র-ছাত্রী না পারলে শিক্ষক তা বুঝিয়ে দিবে এটাই তো নিয়ম। আমিও প্রত্যাশা করি যেন সবার মনে প্রজেটিভ চিন্তাভাবনা আসে।
আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো আপু! আশা করি সবার মাঝে পজিটিভনেস ছড়িয়ে পড়বে।