RE: শিমের বিচি দিয়ে রুই মাছের সুস্বাদু রেসিপি
আজকে তাহলে শেষবারের মতোই খাওয়া হলো শিমের বিচি আপনার। যেহেতু একসাথে অনেকগুলো শিমের বিচি কিনে রেখেছিলেন অবশেষে আজকে শেষ হয়ে গিয়েছে। বিভিন্ন পদের রেজিপি রান্না করেছেন শিমের বিচি দিয়ে আজকের রেসিপিটির মাধ্যমে শেষ হয়েছে দেখছি। যাইহোক আজকে তো দেখছি শিমের বিচি দিয়ে রুই মাছের বেশ মজাদার একটা রেসিপি তৈরি করেছেন আপনি। এভাবে শিমের বিচি রুই মাছ দিয়ে বা যেকোনো মাছ দিয়ে রান্না করলে খেতে একটু বেশি ভালো লাগে এবং খুবই সুস্বাদু হয়। বেশ লোভনীয় মনে হচ্ছে আপনার রেসিপিটি। আমিও এবারে প্রায় অনেকদিন সিমের বিচি রান্না করেছি। তবে আমার সিমের বিচি গুলো নিজেদের গাছের সিমের ছিল। এইজন্য বেশি মজা লেগেছিল। তবে আপনার মত আমাদেরও শেষ হয়ে গেছে। আপনার রেসিপির কালার দেখেই বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। পরিবেশনটা ও আপনি খুবই সুন্দর ভাবে করেছেন দেখছি। আপনার রেসিপিগুলো আমার কাছে সব সময় ভালো লাগে। উপস্থাপনা দেখে কিন্তু যে কেউ খুব সহজে রেসিপিটি তৈরি করতে পারবে।