ছোটবেলার একটি মজার ঘটনার মধ্যে একটি হল সাঁতার কাটা। বৃষ্টির দিনে আমরা অনেকক্ষণ পর্যন্ত ভিজতাম তারপরে পুকুরে গিয়ে সবাই মিলে একসাথে গোসল করতাম। সমবয়সী সবার সাথে একসাথে এরকম ভাবে সাঁতার কাটার মজাটাই ছিল আলাদা। আমরা কেউ একজন যদি একটি মাছ কোথাও দেখতে পেতাম সবাই মিলে একসাথে ধরতে চলে যেতাম। ছোটবেলাটাই ছিল খুবই মজার যার স্মৃতি গুলো মনে পড়লে এখনো ভীষণ ভালো লাগে। আপনার গল্পটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। পড়ে ভীষণ ভালোই লাগলো।