You are viewing a single comment's thread from:
RE: বাইকের প্রথম ফ্রি সার্ভিস ||১০% লাজুক খ্যাকের জন্য by @kazi-raihan
আমিও শুনেছি নতুন বাইক কেনার পর একমাস পরে সার্ভিসিং করানো হয়। আপনার বাইকটা কিন্তু সত্যিই ভীষণ সুন্দর। আর আপনি একমাস হওয়ার সাথে সাথে সার্ভিসিং করাতে নিয়ে গেছেন এটা বেশ ভালো লাগলো। বিশেষ করে গাড়িটা নিয়ে এগিয়ে সমস্ত নিয়মকানুন মেনে সার্ভিসিং করিয়েছেন। দেখলাম আবার বেশি সময়ও লাগলো না এক ঘন্টা শেষ। আবার তো তিন মাস পরে আসতে বলল। আর লোকটিকে ১০০ টাকা বকশিস দিয়েছেন এটা সবথেকে বেশি ভালো লেগেছে। লোফার এর দামটা অনেক বেশি দেখছি। আর টি শার্ট সত্যিই সুন্দর ছিল আপনার বন্ধু নিয়েছে বেশ ভালো লাগলো। সব মিলিয়ে বেশ সুন্দর একটা দিন কাটিয়েছেন।
পোস্ট পড়ে সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু মনি 🥰