সাতটি ফুলের রেনডম ফটোগ্রাফি ১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

1661237464676.jpg

device : Redme note 9

লোকেশন



✋ হ্যালো বন্ধুরা, ✋

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।

এখানে আমি আলাদা আলাদা কিছু ফুল নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

💓 ফটোগ্রাফি - ১ : 💓

1661236931812.jpg

device : Redme note 9

লোকেশন

বাংলা নাম : অপরাজিতা ফুল
বৈজ্ঞানিক নাম : Clitoria ternatea

সাধারণত আমরা সবাই অপরাজিতা ফুল সম্পর্কে জানি। অপরাজিতা ফুলের মধ্যেও কয়েকটা জাত রয়েছে। এখানে আমি বেগুনি কালারের অপরাজিতা ফুলের ফটোগ্রাফি করেছি। এছাড়াও আমি সাদা কালারের অপরাজিতা ফুল দেখেছিলাম। অপরাজিতা ফুল গুলো দেখতে ময়ূরের পালকের মত। এই ফুলের গাছ সাধারণত অনেকটা ছড়ানো হয়ে থাকে। দূর থেকে দেখতে বেশ আকর্ষণীয় লাগে। কয়েকদিন আগে একটা জায়গায় অপরাজিতা ফুল দেখে সেখান থেকে ফটোগ্রাফি করেছিলাম। অনেকগুলো ফটোগ্রাফি থেকে এই ফটোগ্রাফি টা বেছে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।


💓 ফটোগ্রাফি - ২ : 💓

1661236931678.jpg

device : Redme note 9

লোকেশন

বাংলা নাম : ডেইজি ফুল
বৈজ্ঞানিক নাম : Gerbera jamesonii

ডেইজি ফুল আমার কাছে দেখতে সবথেকে বেশি ভালো লাগে। ডেইজি ফুলের মধ্যেও অনেকগুলো জাত রয়েছে। ডেইলি ফুলের পাপড়ি গুলো চিকন চিকন অনেকগুলো পাপড়িতে ভরা। এজন্য ফুলগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি ডেইজি ফুলের মধ্যে কয়েকটা কালারের ডেজিফুল দেখেছিলাম। কিন্তু এই ফুলটা দেখতেও ভীষণ সুন্দর। ডেইজি ফুলের গাছ আকৃতিতে ছোট হয়ে থাকে। আমার তোলা অনেকগুলো ফটোগ্রাফি থেকে এই ফুলটি সিলেক্ট করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।


💓 ফটোগ্রাফি - ৩ : 💓

1661236931851.jpg

device : Redme note 9

লোকেশন

বাংলা নাম : গোলাপ ফুল
বৈজ্ঞানিক নাম : Garden roses

গোলাপ ফুল নিশ্চয়ই সবার পরিচিত। গোলাপকে ফুলের রানী বলা হয়। আমাদের দেশে প্রায় অনেক ধরনের গোলাপ ফুল রয়েছে। এটাকে আমরা সাধারণত বাগানের গোলাপ ফুল বলি। এই গোলাপগুলো প্রায় অধিকাংশ জায়গায় পাওয়া যায়। আমার কাছে আবার লাল গোলাপ সব থেকে বেশি ভালো লাগে। সাদা গোলাপ ও কিন্তু ভীষণ সুন্দর। আমি আজকে অনেক সুন্দর একটি লাল গোলাপের ফটোগ্রাফি করেছি। যদিও এখনকার সময় গোলাপ ে তেমন একটা এভেলেবেল না। কিন্তু তারপরেও ফটোগ্রাফি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।


💓 ফটোগ্রাফি - ৪ : 💓

1661236931728.jpg

device : Redme note 9

লোকেশন

বাংলা নাম : রঙন
বৈজ্ঞানিক নাম : Ixora chinensis

রঙন ফুল ভীষণ পরিচিত একটি ফুল। রঙন ফুলের মধ্যে প্রায় অনেকগুলো ফুলের জাত রয়েছে। এর মধ্যে আমি লাল, হলুদ এমনকি গোলাপি কালারের রঙন ফুল দেখেছি। আজকে আমি লাল কালারের রঙ্গন ফুলের ফটোগ্রাফি করেছি। রঙন ফুলের পাপড়ি গুলো চিকন চিকন দেখতে ভীষণ ভালো লাগে। রংন ফুল গুলো প্রায় এক ঝাঁক হয়ে থাকে এজন্য দেখতে বেশি ভালো লাগে। আমার কাছে বিশেষ করে লাল রঙন ফুল দেখতে বেশি ভালো লাগে। চট্টগ্রামের অনেক বড় একটা নার্সারি থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।


💓 ফটোগ্রাফি - ৫ : 💓

1661236931891.jpg

device : Redme note 9

লোকেশন

বাংলা নাম :
বৈজ্ঞানিক নাম : Dalechampia

এই ফুলের বাংলা নামটা আমার সঠিক জানা নেই। আমি গুগল থেকে এর বৈজ্ঞানিক নাম বের করেছি। কিন্তু ফুলটা দেখতে ভীষণই সুন্দর। বিশেষ করে ফুলের কালার টা রানী গোলাপি কালার হওয়াতে বেশি ভালো লাগে। এই ফুলের গাছ আকৃতিতে অনেক বড় হয়ে থাকে। আমি একবার একটা বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। বাড়িটা ছিল প্রায় অনেক বড়। বাড়ির সামনে বিভিন্ন রকমের ফুলগাছ লাগানো হয়েছিল। তার মধ্যে আমি এই ফুলটা খুঁজে পেলাম। আশা করি আমার আজকের ফুলের ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।


💓 ফটোগ্রাফি - ৬ : 💓

1661236931931.jpg

device : Redme note 9

লোকেশন

বাংলা নাম :
বৈজ্ঞানিক নাম : Melastoma malabathricum


এই ফুলের সঠিক বাংলা নামটাও আমার জানা নেই। আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্টে লিখবেন। কিন্তু ফুলটা এত সুন্দর এবং আকর্ষণীয় আমার কাছে দেখে বেশ ভালো লাগলো। বেগুনি রঙের ফুল গুলো দেখতে বেশি ভালো লাগে। এই ফুলটা আমি বাগানের বন্য ফুলের মধ্যে দেখতে পাই। যদিও এই ফুলের গাছ গুলো দেখতে একদম বন্যা গাছের মত। কিন্তু ফুলগুলো আমার কাছে বেশ ভালো লেগেছিল। বিকেলে হাঁটতে বেরিয়ে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আমার কাছে তো বেশ ভালই লাগলো। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে।

💓 ফটোগ্রাফি - ৭ : 💓

1661236931771.jpg

device : Redme note 9

লোকেশন

বাংলা নাম : টগরফুল
বৈজ্ঞানিক নাম : Tabernaemontana divaricata

টগর ফুল নিশ্চয়ই আপনাদের পরিচিত। এখন তো প্রায় বিভিন্ন জায়গায় টগর ফুল পাওয়া যায়। টগর ফুলগুলো পাঁচ পাপড়ি যুক্ত হয়ে থাকে। পাঁচ পাপড়ি যুক্ত এই সাদা ফুলটা দেখতে কিন্তু অসাধারণ। আমি প্রায় অনেক জায়গায় টগর ফুল দেখেছি। বিশেষ করে রাস্তার ধারেও এইরকম টগর ফুল গুলো দেখা যায়। আমার কাছে এই ফুলের ফটোগ্রাফি করতে বেশ ভালো লেগেছে। সাদা রংয়ের যেকোনো ফুল আমার ভীষণ পছন্দের। আশা করি টগর ফুল আপনাদের ভালো লেগেছে।


পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  
 2 years ago 

আপনার সাতটি ফুলের ফটোগ্রাফিগুলো সত্যি অনেক হৃদয়স্পর্শী।এর মধ্যে দুই নম্বর ফুল ডেইজি ফুল অনেক ভালো লেগেছে আমার। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর সাতটি ফুলের ফটোগ্রাফিগুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

ডিজি ফুল দেখতে সত্যি ভীষণ আকর্ষণীয় লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফুলের স‍ৌন্দর্য ফুলের সরলতা আমাকে অনেক মুগ্ধ। ফুল অনেক ভালো লাগে আমার। অপারজিতা ফুলের ফটোগ্রাফি টা অসাধারণ লেগেছে আমার কাছে। সত্যি কী সুন্দর ক‍্যাপচার করেছেন। অন্য ফটোগ্রাফি গুলো বেশ ভালো ছিল। ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

আমার কাছেও ফটোগ্রাফি গুলো ক্যাপচার করতে বেশি ভালো লেগেছে।

 2 years ago 

সাতটি ফুলের রেনডম ফটোগ্রাফি সত্যি দেখতে আমার কাছে অনেক ভালো লাগছে। এখন বাজারে ফুলের দাম অনেক বেশি। কালকে আমি মামার বিয়ের জন্য বাসর ঘর সাজাবো বলে ফুল কিনতে গিয়েছিলাম ফুলের দাম শুনে কপালে হাত দিয়ে বসলাম আমি সেখানে। অপরাজিতা ফুল দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

আসলেই সবকিছুর এত বেশি দাম বেড়েছে কি বলবো।

 2 years ago 

মাশাআল্লাহ আপু চমৎকার চমৎকার কিছু ফুলের ছবি শেয়ার করেছেন যা দেখে খুবই ভালো লাগলো। আমার প্রিয় ফুল গোলাপ 🌹 ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। গোলাপ ফুল দেখলে অন্যরকম ভালো লাগা কাজ করে। অপরাজিতা বেগুনী রঙের ফুল আমার ভিশন পছন্দের।ডেইজি ফুল টা অনেক সুন্দর লাগছে। বিশেষ করে লাল ফুল গুলো দেখতে বেশ ভালো লাগে।Melastoma malabathricum এই ফুল আমার কাছেও নতুন লাগলো। নামটা সঠিক আমিও জানি না। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর কিছু ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

বেগুনি রংয়ের ফুল আমার কাছে ও ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মন্তব্য জন্য।

 2 years ago 

সুন্দর কিছু ফটোগ্রাফি পোস্ট আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন ফুলের এই ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। কোনটা দেখি কোনটার প্রশংসা করবো ভেবেই অবাক তবে আমার কাছে দুই এবং পাঁচ নম্বর ফটোগ্রাফি টা অনেক বেশি আকর্ষণীয় লেগেছে।

 2 years ago 

ফটোগ্রাফি গুলো করতে আমার কাছেও বেশি ভালো লেগেছিল।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি সব সময় খুব ভালো লাগে। তবে আপনার অপরাজিতা ফুলের ফটোগ্রাফিও সবশেষের ফটোগ্রাফি আমার কাছে বেশ দারুন লেগেছে। অনেক ধন্যবাদ এত সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অপরাজিতা ফুলের কালার টা আমার কাছে সত্যি ভীষণ ভালো লাগে।

 2 years ago 

সাতটি ফুলের ফটোগ্রাফি নিয়ে আপনি একটি অ্যালবাম তৈরি করেছেন দেখি সত্যি খুবই ভালো লাগলো আপনার ফটোগ্রাফির মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে প্রথম ফটোগ্রাফিটা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফটোগ্রাফি গুলো করতে আমার কাছে বেশ ভালো লেগেছিল।

 2 years ago 

সাতটি রেনডম ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম আপু। আপনি অনেক সুন্দর ভাবে প্রতিটি ছবি আপনার ফোনে ক্যামেরা বন্দি করেছেন। আমার কাছে ডেইজি ফুল দেখতে অনেক সুন্দর লাগছে। আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

ডেইজি ফুল আমার কাছেও ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর কিছু ফুলের আলোকচিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে আপনার ফটোগ্রাফি গুলা।। বিশেষ করে রঙ্গন ফুলের ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো হয়েছে।।

 2 years ago 

রঙান ফুলের ফটোগ্রাফি আমার কাছেও ভালো লাগে।

 2 years ago 

চমৎকার চমৎকার মনমুগ্ধকর সাতটি ফুলের ফটোগ্রাফি তুলে ধরেছেন আপু। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে অপরাজিতা ফুলের ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি আপু ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আসলে বেগুনি রংয়ের অপরাজিতা ফুল দেখতে ভীষণ সুন্দর।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59401.87
ETH 2615.39
USDT 1.00
SBD 2.40