লাইফ স্টাইল :- মাইসুনের ২য় জন্মদিন কাটানোর মুহূর্ত।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা রয়েছে। যেহেতু আমার বাংলা ব্লগ আমাদের একটি পরিবার, তাই জন্য আমি আমার দৈনন্দিন জীবনে যেকোনো বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পছন্দ করি। তেমনি আজকেও আপনাদের মাঝে নতুন একটি বিষয়ে শেয়ার করতে আসলাম । আশা করি আপনাদের ভালো লাগবে।
আজকে আপনাদের মাঝে শেয়ার করব মাইসনের জন্মদিনে কাটানো কিছুটা মুহূর্ত। সত্যি বলতে বেশ কিছুদিন আগেই মাসুনের জন্মদিন চলে গেল। তবে আপনাদের মাঝে শেয়ার করব করব বলে করা হয়নি। আজকে একটু সময় পেলে চলে আসলাম মুহূর্তটা শেয়ার করতে। আসলে এটা ছিল মাসুনের দ্বিতীয় জন্মদিন। মূলত মাসুমের জন্মদিনের উপলক্ষে ছোটখাটো একটা আয়োজন করা হয়েছিল আমার ছোট বোনের বাড়িতে। ওরা বেশ কয়েকজন আত্মীয়-স্বজনকে দাওয়াত করেছিল তার সাথে প্রতিবেশীদের কেউ দাওয়াত করেছিল। আর নিজেরাই বাড়িতে খাওয়া দাওয়া আর কিছু আয়োজন করেছে।
আমাদেরকে বলেছিল আগের দিন চলে যেতে। তবে আমি খুব বেশি ব্যস্ত থাকার কারণে আগের দিন যেতে পারিনি। আমি বলেছিলাম আমি জন্মদিনের দিন বিকেলে যাবো। আর এইজন্য কেক নেওয়ার দায়িত্বটা আমাকেই দিয়েছিল। তখন আমার সব কাজ শেষ করে আমি বিকেলের দিকে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। এদিকে দোকান থেকে কেক কিনে নিয়ে গিয়েছিলাম। আর সবকিছুর আয়োজন ওরা নিজেরাই করেছিল। বেলুন আর কিছু জিনিসপত্র দিয়ে একটু সুন্দরভাবে যতটুকু পেরেছে একটা স্টেজ সাজিয়েছিল। আমি গিয়ে দেখি স্টেজ অনেকটাই সাজানো হয়ে গেছে।
এদিকে আমার বড় বোনকে নিয়ে এসেছিল বিরিয়ানি রান্না করার জন্য। কারন আমার বড় আপু বেশ ভালোই বিরিয়ানি রান্না করতে পারে। আমি এসে দেখছি তাদের প্রায় বিরিয়ানি রান্না চলতেছে। তো সবকিছু রেডি করতে করতে প্রায় সন্ধ্যে পার হয়ে গেল। এদিকে নাশিয়াতো অনেক বেশি খুশি হয়ে গেল জন্মদিনের কথা শুনে। শুধু আমাকে বলতেছিল কখন কেক কাটা হবে। এরপর ওদের বয়সের কয়েকটা বাচ্চা খুব সুন্দর ভাবে সেজেগুজে চলে আসলো জন্মদিনের অনুষ্ঠানে। এটা দেখে নাশিয়াতো আরো বেশি খুশি। কারণ ওর সমান ছোট ছোট বন্ধুদের পেয়ে গেল।
এরপর ওটা সবাই মিলে বেশ কিছুক্ষণ একসাথে সময় কাটানো এবং আনন্দ করল। এরপরে কেক কাটার জন্য বেশ অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছিল। এদিকে মাইসুন অনেক ছোট, ওকে রেডি করার পর আবারও সব কিছু নষ্ট করে ফেলে। তখন সবাই সবাইকে কাটার জন্য রেডি হল। এদিকে গরমের মধ্যে মাইসুন অনেক বেশি কান্নাকাটি করছিল। কিন্তু তারপরেও একটু বুঝে শুনে ওকে কেক কাটতে নিয়ে এসেছিল । তখন সব ছোট বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে গেল। ওরা তো অনেক আনন্দ করেছে। কেক কাটা শেষ হলে সবাইকে কেকটা কেটে তারপর দেওয়া হয়েছিল খাওয়ার জন্য।
এদিকে আমরা তো আবার চলে আসতে হবে বাড়িতে রাত হয়ে যাচ্ছে, তাই জন্য সবাইকে তাড়াতাড়ি খাবার দিতে বললাম। কেক কাটা শেষ করেই সবাইকে খাবার দিয়ে দিল। এরপর সবাই খাওয়া-দাওয়া শেষ করল। ছোটখাটো অনুষ্ঠানের মধ্য দিয়ে বেশ ভালই সময় আমরা কাটিয়েছিলাম সেদিন। আমাদের খাওয়া দাওয়া শেষ হলেই আমরা তাড়াহুড়ো করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যদিও আমার বড় বোন আর বাকিরা সেদিন থেকে গেছিল। আমাদের কাজ থাকার কারণে আমরা চলে আসলাম। তবে দিনটা বেশ ভালই কাটিয়েছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/TASonya5/status/1930110706340507869?t=33xIH3VhqO0CC8ajvH2fpw&s=19
https://x.com/TASonya5/status/1930126018104439088?t=ecauu09tKPyZdvpmzfXpow&s=19
https://x.com/TASonya5/status/1930126799993761922?t=0SVAURAD1wmfRECc395ULw&s=19
https://x.com/TASonya5/status/1930127446634049953?t=gdMzScCXCdPXBN82iWO3hA&s=19
https://x.com/TASonya5/status/1930127446634049953?t=gdMzScCXCdPXBN82iWO3hA&s=19
Wow, @tasonya, what a heartwarming post! The photos from Masun's birthday celebration are absolutely delightful. It's wonderful to see the joy and love shared with family and friends. The decorations look fantastic, and that biryani cooked by your sister sounds delicious! It's touching how much thought and effort went into making Masun's second birthday so special. Thanks for sharing these precious moments with us on the বাংলা ব্লগ community. Posts like these remind us of the importance of family and celebration. Keep up the fantastic work. I am looking forward to more of your content.