ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।
এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।
অ্যাস্টার ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
আমাদের সবার খুবই পরিচিত একটা ফুল হচ্ছে অ্যাস্টার। এই ফুলটা আমার একটু বেশি পছন্দের। প্রতিটা ফুলের মত আমার কাছে এই ফুলটা দেখতে অনেক বেশি ভালো লাগে। অ্যাস্টার ফুল বেশ কয়েক কালারের হয়ে থাকে। আর আমার কাছে এই ফুল গুলো দেখলে অনেক দারুন লাগে। আমরা বেগুনি কালারের অ্যাস্টার ফুলগুলো একটু বেশি দেখে থাকি। আজকে আমি বেগুনি কালারের অ্যাস্টার ফুলের ফটোগ্রাফি করেছি। আর ফুলের ভেতরের অংশটা হলুদ হওয়ায় বেশি সুন্দর লাগছে দেখতে। এই ফটোগ্রাফি টা একটা নার্সারি থেকে করা হয়েছিল। আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে আমার অ্যাস্টার ফুলের ফটোগ্রাফি।
সূর্যাস্তের ফটোগ্রাফি
device : Redme note 9
সূর্যাস্ত পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যাবে। আমরা সবাই অনেক বেশি পছন্দ করি সূর্যাস্ত। আমার কাছে তো একটু বেশি ভালো লাগে। সূর্যাস্ত যাওয়ার এই মুহূর্তটা খুবই দারুণ হয়ে থাকে। চার পাশের সৌন্দর্য ও অনেক বেশি মনোমুগ্ধকর হয়। সূর্যটা যখন ডুবা শুরু করে, তখন আকাশের কালার ভিন্ন হয়ে যায়। আর এই দৃশ্যটা দেখলে আমি অনেক বেশি মুগ্ধ হয়ে যাই। কয়েকদিন আগে আমি ফেনীতে গিয়েছিলাম। আমরা যখন ফেনী থেকে আসছিলাম তখন সূর্যাস্তের মুহূর্ত টা দেখে গাড়ি থেকে ফটোগ্রাফি করেছিলাম।
গাঁদা ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
গাঁদা ফুলের সাথে আমরা সবাই নিশ্চয়ই অনেক বেশি পরিচিত। গাঁদা ফুল আমাদের সবারই অতি পরিচিত একটা ফুল। আমার কাছে গাঁদা ফুল গুলো দেখতে ভালোই লাগে। তবে গাঁদা ফুলের ঘ্রাণ আমার সব থেকে বেশি পছন্দের। গাঁদা ফুল বেশ কয়েক কালারের হয়ে থাকে। এমনকি গাঁদা ফুলেরও অনেক জাত রয়েছে। প্রতিটা জাতের গাঁদা ফুলের কালারও ভিন্ন ভিন্ন হয়ে থাকে এবং ছোট বড় আকৃতির হয়ে থাকে। আজকে আমি একটু বড় আকৃতির হলুদ কালারের গাঁদা ফুলের ফটোগ্রাফি করেছি। যেটা দেখতে খুব দারুণ ছিল। আর এই ফটোগ্রাফিটি একটা নার্সারি থেকে করা হয়েছিল। আশা করি আপনাদেরও পছন্দ হবে।
বোতাম ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
বোতাম ফুলগুলো আমার কাছে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। বিশেষ করে এই কালারের বোতাম ফুলগুলো আমার খুবই পছন্দ। ফুলগুলো ছোট আকৃতির হয়ে থাকে যার কারণে দেখতেও ভালো লাগে। আমি এমনিতেই বিভিন্ন রকম ফুল অনেক বেশি ভালোবাসি। আর বোতাম ফুলগুলো ও সেগুলোর মধ্যে রয়েছে। আমি আগে এই ফুলের নাম জানতাম না। গুগল থেকে সংগ্রহ করেছি এই ফুলের নাম। বিভিন্ন রকম নার্সারিতে গেলে আমরা এই ফুলগুলো দেখতে পাই। কয়েকদিন আগে আমি আমার হাজবেন্ডের সাথে একটা নার্সারিতে গিয়েছিলাম। তখন ওখানে এই বোতাম ফুল দেখে ফটোগ্রাফি করা হয়েছিল।
গোলাপ ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
আমাদের সবারই সবথেকে বেশি পরিচিত এবং পছন্দের একটা ফুল হচ্ছে গোলাপ। গোলাপ ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল। আমি তো অনেক বেশি ভালোবাসি বিভিন্ন কালারের গোলাপ ফুল দেখতে। গোলাপ ফুলের প্রতিটা কালার আমার খুবই পছন্দের। গোলাপ ফুলের প্রায় ৩০০ প্লাস জাত রয়েছে। আজকে আমি একেবারে হালকা গোলাপী কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছি। যেটা আমার খুবই ভালো লাগে। আর আমি এই ফটোগ্রাফিটা করেছিলাম সুন্দর একটা নার্সারি থেকে। আশা করি আপনাদের ও পছন্দ হবে।
রঙ্গন ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
রঙ্গন ফুলের সাথে কম বেশি সবাই খুব পরিচিত। আর এই ফুলটা কিন্তু সবারই অনেক পছন্দের। বিভিন্ন রকম ফুল আমি এমনিতেই ভালোবাসি। আর এগুলোর মধ্যে রঙ্গন ফুলও অন্যতম। বিভিন্ন কালারের রঙ্গন ফুলের মত আমার কাছে হলুদ কালারের রঙ্গন ফুল অনেক ভালো লাগে দেখতে। কয়েকদিন আগে আমি ফেনীতে একটা নার্সারিতে গিয়েছিলাম, ওখানে এই ফুল টা দেখে আমার কাছে খুব ভালো লেগেছিল। আর এই জন্যই তো অপেক্ষা না করে সাথে সাথে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।
পোস্ট বিবরণ
ডিভাইস | Redmi note 9 |
---|---|
ফটোগ্রাফার | @tasonya |
লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
https://x.com/TASonya5/status/1904499460580966432?t=QkHnf9m8-colPTcMZqlbHw&s=19
https://x.com/TASonya5/status/1904389677043400743?t=2mG6lN5NAU3GCPSWLMV5wg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/TASonya5/status/1904393495366033786?t=oPMprFD4zWMVsRgEVXSsPQ&s=19
সূর্যাস্তের সময়টা আমার কাছে খুবই ভালো লাগে। আপনার ফটোগ্রাফিতে এই দৃশ্যটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। তাছাড়া যে ফুলগুলো শেয়ার করছেন সবগুলো ফুলই ভীষণ সুন্দর হয়েছে। ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো।
আমার নিজের কাছেও অনেক ভালো লাগে সূর্যাস্তের মুহূর্ত।
https://x.com/TASonya5/status/1904299608433660076?t=TeBMt0cCHEd3IvoIEk4Yiw&s=19
https://x.com/TASonya5/status/1904500467612483829?t=Z3Avmfs1CEp4wK3oqQHp2Q&s=19