অরিগ্যামি : দুইটা ড্রেস এর অরিগ্যামি তৈরি।

in আমার বাংলা ব্লগ4 days ago

20241222_192118.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর দুইটা ড্রেস এর অরিগ্যামি তৈরি করলাম।

রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করতে এমনিতেই অনেক ভালো লাগে। তবে হঠাৎ করে ভাবলাম রঙিন কাগজ দিয়ে ড্রেস তৈরি করি। সত্যি বলতে আমি যেমন ড্রেস তৈরি করেছি এমন ড্রেস যদি তৈরি করে পড়া যায় তাহলে ভীষণ ভালো লাগবে। বিশেষ করে ছোটদের জন্য এই ড্রেসগুলো সব থেকে বেশি ভালো লাগে। এই বিষয়গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আমি দুইটা কালারের ড্রেস তৈরি করেছি দুটোই কিন্তু খুবই সুন্দর লেগেছে। বিশেষ করে এগুলো তৈরি করে নিজের একটা ভালো লাগা তৈরি হয়েছে। নিজের এই ছোট্ট ছোট্ট কাজ গুলো সত্যি অনেক বেশি ভালো লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই অরিগ্যামি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

20241222_192127.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• মার্কার কলম
• কাঁচি
• গাম

IMG-20240502-WA0014.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি কাগজ সমানভাবে কেটে নিলাম। এরপর আমি সমান করে চারপাশে চিকন করে ভাঁজ করে নিলাম।

IMG_20250103_115502.jpg

ধাপ - ২ :

এরপর দুই দিক থেকে আবারো দুইটা ভাঁজ করে দিলাম।

IMG_20250103_115514.jpg

ধাপ - ৩ :

এরপরে দুই দিক থেকে ভাগ করে উপরের অংশে উঠিয়ে জোড়া লাগিয়ে দিলাম। এভাবে একটা শার্ট তৈরি করে নিলাম।

IMG_20250103_115532.jpg

ধাপ - ৪ :

প্রথমে আমি দুই দিক থেকে ভাঁজ করে এরপর আবারো একটা ভাঁজ করে, আবার খুলে নিলাম।

IMG_20250103_115552.jpg

ধাপ - ৫ :

এরপরে সমান করে ভাজ করে উপরের অংশে একটু কোনা করে ভাঁজ করে নিলাম।

IMG_20250103_115616.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি দুই দিক থেকে ভাঁজ করে উপরের অংশে একটু উঠিয়ে নিলাম।

IMG_20250103_115635.jpg

ধাপ - ৭ :

এরপরে আমি উপরের অংশে একটু ছোট করে ভাজ করে নিলাম।

IMG_20250103_115704.jpg

ধাপ - ৮ :

তারপর এই ড্রেসটাকে শার্ট এর উপরের অংশে বসিয়ে জোড়া লাগিয়ে দিলাম।

IMG_20250103_115723.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

20241222_192118.jpg

20241222_192127.jpg

20241222_192131.jpg

20241222_192117.jpg

20241222_192137.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 4 days ago 

অনেক অনেক ভালো লাগলো আপনার এত সুন্দর ডায়েট প্রোজেক্ট দেখে। আপনি চমৎকারভাবে দুইটা ড্রেস তৈরি করে দেখিয়েছেন। আপনার এড্রেস তৈরি করা দেখে আমি মুগ্ধ হলাম এবং নতুন বিষয় সম্পর্কে একটু জানার সুযোগ পেলাম। অনেক সুন্দর হয়েছে আপনার ড্রেস তৈরি করা।

 2 days ago 

দুইটা ড্রেস এতটা চমৎকারভাবে তৈরি করে দেখাতে পেরে ভালোই লাগছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

কাগজ ভাঁজ করে অরিগামির মাধ্যমে দারুন সুন্দর ড্রেসদুটি বানিয়েছেন তো। একেবারে নিখুঁতভাবে দুটি জামা আপনি তৈরি করেছেন। খুব সুন্দর লাগলো আপনার হাতের কাজটি। ব্লগের জন্য এত সুন্দর করে অরিগামি ডিজাইন করলেন বলে অনেক ধন্যবাদ।

 2 days ago 

এত নিখুঁতভাবে জামা গুলোর অরিগ্যামি তৈরি করতে পেরে খুব ভালো লেগেছে।

 4 days ago 

Screenshot_2025-01-04-12-14-18-62_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-01-04-12-17-04-22_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-12-25-23-29-02-71_23bb9e0ea952186c441897efdc323bdd.jpg

 4 days ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ড্রেস তৈরি করেছেন আলাদা আলাদা দুইটি ড্রেস আলাদা আলাদা রঙে ফুটিয়ে তুলেছেন দেখতে খুবই সুন্দর লাগছে আপু। আপনার কাজের দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 days ago 

এত সুন্দর অরিগ্যামি তৈরি করতে পেরে আমার কাছে অনেক ভালো লেগেছিল।

 4 days ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর সুন্দর দুটি ড্রেস তৈরি করেছেন আপু। দেখতে অনেক সুন্দর লাগছে এবং কিউট লাগছে। রঙ্গিন কাগজের তৈরি এরকম জিনিস গুলো দেখতে আসলেই অসাধারণ।

 2 days ago 

এই অরিগ্যামি গুলো আসলেই খুব সুন্দর এবং কিউট লাগছিল।

 4 days ago 

ড্রেস এর অরিগ্যামি তৈরি আসলে অনেক চমৎকার লাগছে দেখতে ।এমন ধরনের অরিগামি তৈরি করতে অনেক সময় লাগে ধন্যবাদ আপু শুভকামনা রইল।

 2 days ago 

আমার তৈরি করা অরিগ্যামি আপনার কাছে এতটা চমৎকার লেগেছে শুনে খুশি হলাম।

 4 days ago 

ড্রেসগুলো দেখে তো আমার নিজেরই পড়তে মনে চাইছে। আপনি তো বেশ সুন্দর করে রঙিন কাগজ দিয়ে সুন্দর দুটো ড্রেস বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা দুটো ড্রেসই দারুন সুন্দর হয়েছে।ধন্যবাদ এমন সুন্দর সুন্দর দুটো ড্রেস শেয়ার করার জন্য।

 2 days ago 

দুইটা ড্রেস দারুন সুন্দর হয়েছে জেনে ভালো লেগেছে।

 4 days ago 

রঙিন কাগজ দিয়ে ভাঁজে ভাঁজে খুব কিউট এবং সুন্দর দেখতে ড্রেস এর অরিগ্যামি তৈরি করেছেন আজকে। আপনার তৈরি করা ড্রেস এর অরিগ্যামিটা দেখে আমি তো মুগ্ধ হলাম। ভাঁজে ভাঁজে এরকম অরিগ্যামি তৈরি করা কিন্তু কষ্টকর, আবার উপস্থাপনা তুলে ধরা ও মুশকিল। তবুও আপনি সুন্দর করে উপস্থাপনাটা তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। এক কথায় দারুন হয়েছে পুরো ড্রেস এর অরিগ্যামিটা।

 2 days ago 

চেষ্টা করেছি, ভাঁজে ভাঁজে সুন্দরভাবে তৈরি করে উপস্থাপনটা সুন্দর করে তুলে ধরার জন্য।

 4 days ago 

রঙিন কাগজের তৈরি ড্রেস অরিগামি পোস্টটি দেখতে জাস্ট অসাধারণ লাগছে।এই অরিগামি গুলো তৈরি করতে বেশ সময়ের দরকার হয়।আপনি অনেকটা সময় নিয়ে পোস্টটি রেডি করে আমাদের মাঝে স্টেপ বাই স্টেপ উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর এই ড্রেসের অরিগামি পোস্টটি তৈরি করে শেয়ার করার জন্য।

 2 days ago 

সময় নিয়ে এরকম অরিগ্যামি তৈরি করলে বেশি সুন্দর লাগে দেখতে। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.25
JST 0.039
BTC 95294.07
ETH 3307.23
USDT 1.00
SBD 3.91