লাইফ স্টাইল :- চার্জার ফ্যান কেনার মূহূর্ত।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা রয়েছে। যেহেতু আমার বাংলা ব্লগ আমাদের একটি পরিবার, তাই জন্য আমি আমার দৈনন্দিন জীবনে যেকোনো বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পছন্দ করি। তেমনি আজকেও আপনাদের মাঝে নতুন একটি বিষয়ে শেয়ার করতে আসলাম । আশা করি আপনাদের ভালো লাগবে।
বর্তমানে কিন্তু প্রচুর গরম পড়তেছে। এই গরমের মধ্যে কিন্তু লোডশেডিং হলে অনেক বেশি অসুবিধা। আর যদি বাচ্চা থাকে তাহলে তো কোন কথাই নেই। গরমের মধ্যে বাচ্চাদের অনেক বেশি অসুবিধা হয়। এইতো আমার ভাইয়ার ছেলে অনেক বেশি দুষ্টু। তবে বেশ কিছুদিন ধরে আবার গরমের জন্য অনেক অসুবিধায় আছে। সত্যি বলতে বাচ্চাদেরকে গরমের মধ্যে রাখাটা খুবই কঠিন। তার মধ্যে আবার লোডশেডিং হয়ে যায় বারবার। এজন্য ভাইয়া আমাকে ফোন করে বলেছে তার ছেলের জন্য একটা ফ্যান কিনে দিতে। যদিও ভাইয়া তার জন্য টাকা পাঠিয়ে দিয়েছে।
তো এজন্য ভাবি সহ আমি আর আপনাদের ভাইয়া চলে গেলাম একটা চার্জার ফ্যান কিনতে। মূলত আপনাদের ভাইয়ার একটা পরিচিত দোকান হয়েছে সেখানেই গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা মোটামুটি একটা বড় সাইজের ফ্যান দেখাতে বললাম। যেগুলো কারেন্ট না থাকলেও যেন বেশ কয়েক ঘন্টা চলে এমন। বড় সাইজের গুলাতে একটু বেশি বাতাস হবে বলে মনে হয়। কারণ এগুলো আমার আপুর জন্য এর আগেও একটা নিয়েছিলাম। তখন দোকানদার আমাদেরকে বেশ কয়েকটা ডিজাইনের এমনকি কয়েকটা কোম্পানির ফ্যান দেখালো।
তো আমরাও দেখতে শুরু করলাম আসলে কোনটা ঠিক নেওয়া যায়। আসলে ইলেকট্রিক জিনিস গুলো একটু দেখেশুনে নেওয়াটাই ভালো। তাছাড়া জেনে নিয়েছিলাম কোনটা কেমন ওয়ারেন্টি থাকবে। তাহলে আসলে সুবিধা হয়। বিশেষ করে ফ্যান এর ক্ষেত্রে যদি কোন সমস্যায় তাহলে কিন্তু চেঞ্জ করা যাবে। তো আমরা মোটামুটি কয়েকটা ফ্যান সম্পর্কে জেনে নিচ্ছিলাম। সব কিছু দেখেশুনে আমরা মোটামুটি একটা ফ্যান সিলেক্ট করলাম। এবার আসলাম এটার দাম নিয়ে। আমরা এর দাম জিজ্ঞেস করছিলাম কথা হবে।
তো যেহেতু লোকটা আমাদের একটু পরিচিত ছিল তাই জন্য মোটামুটি ভালই কম এর মধ্যে বলেছে। আর আমার কাছেও এই বিষয়টা অনেক বেশি ভালো লেগেছে। তাছাড়া আমার মনে হয়েছে একটু রিজেনেবল এর মধ্যেই পাওয়া যাচ্ছে। তো আমরা দোকানদারকে বললাম এটা যাতে ফিটিংস করে দেয়। কারণ বাড়িতে নিয়ে আবার এগুলা আমরা তো করতেই পারব না। এরপর সবটা ফিটিংস করার জন্য আমরা কিছু করা অপেক্ষা করতেছিলাম। দোকানদার আমাদেরকে পুরো ফ্যানটা খুব সুন্দর ভাবে ফিটিংস করে দিয়েছে।
এদিকে আবার ভাবীর চোখ পরল একেবারে মিনি একটা ফ্যানের উপরে তুমি সেটা একেবারে হাতের মুঠোয় থাকবে, আর যে কোন জায়গায় যাওয়ার সময় নিয়ে যাওয়া যাবে। তখন উনার ওইটাও পছন্দ হয়েছিল। তখন আমি বললাম যেহেতু পছন্দ হয়েছে তাহলে সেটাও নিয়ে ফেলেন। একসাথে বড় এবং মিনি দুইটাই নেয়া হয়ে গেল। এরপর দোকানদারকে টাকা দিয়ে দিলাম। যেহেতু এটা রিক্সায় করে নিয়ে যেতে হবে তাই একটা রিকশা নিয়ে ভাবিকে ফ্যানটা উঠিয়ে দিলাম। এরপরে আমরা দুইজন ও বাইকে করে বাড়ি উদ্দেশ্যে রওনা দিলাম। তবে ভালই ভালই এত সুন্দর একটা ফ্যান কিনতে পেরে বেশ ভালোই লেগেছে। আশা করি আজকের পোস্টটাও আপনাদের ভালো লেগেছে।
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
---|
https://x.com/TASonya5/status/1934172013469577379?t=A2oqiOZvtP8Gl1huQsZGJA&s=19
https://x.com/TASonya5/status/1934104555958243572?t=1uJuGZUJ7CG2dWDqABfEgA&s=19
Hello @tasonya,
What a timely post! Your story about braving the গরম (heat) to find the perfect fan for your ভাইয়ার ছেলে (brother's son) really resonated with me. The photos beautifully capture your shopping trip, from browsing the different models to finally selecting the right one, and that adorable mini fan! I especially appreciated the details about prioritizing warranty and reasonable prices.
It's heartwarming to see you go the extra mile for your family. Stories like this showcase the everyday experiences that make the বাংলা ব্লগ community so relatable and engaging.
Thanks for sharing your shopping adventure! What other গরম-related tips do you have for our community?
https://x.com/TASonya5/status/1934170434972639233?t=T8rW_hGjEoN4jVou98AP4Q&s=19
https://x.com/TASonya5/status/1934171393371083189?t=w05KfEdnx60lNEbjWqmZWg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/TASonya5/status/1934172718938849578?t=yKZ1CITNjI-oaoxbU6Yu5w&s=19