ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।
এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।
জেসমিন ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
আমাদের সবার অনেক পরিচিত এবং পছন্দের একটা ফুল হচ্ছে জেসমিন। জেসমিন ফুল তো আমি অনেক বেশি পছন্দ করি। বিশেষ করে জেসমিন ফুল সাদা কালারের হওয়ার কারণে আমার কাছে দেখতে একটু বেশি ভালো লাগে। সাদা কালারের সব রকমের ফুল আমার অনেক পছন্দের। তার মধ্যে জেসমিন ফুল অন্যতম। আমি প্রতিনিয়ত ফুলের ফটোগ্রাফি করার জন্য চেষ্টা করি ফুল দেখলেই। বেশ কয়েকদিন আগে আমি আমার বাবার বাড়িতে যখন যাচ্ছিলাম তখন রাস্তার পাশে অর্থাৎ আমাদের স্কুলের সামনে আমি এই জেসমিন ফুলের গাছটা দেখি। আমাদের বাড়ির সামনেই প্রাইমারি স্কুল। ওখানে এই জেসমিন ফুল দেখার সাথে সাথে আমি এই ফটোগ্রাফি করেছিলাম।
বিদ্যালয়ের দৃশ্যের ফটোগ্রাফি
device : Redme note 9
স্কুলের সাথে তো আমরা সবাই অনেক বেশি পরিচিত। কারণ এটা আমাদের জীবনের একটা অংশ। স্কুল জীবনটা সত্যি অনেক বেশি আনন্দের ছিল। সেই দিনগুলোর কথা যতই মনে পড়ে ততই ভালো লাগে আবার খারাপও লাগে। কারণ এই স্কুল জীবনটা আমাদের কতই না আনন্দের ছিল। বেশ কয়েকদিন আগে আমি আমার হাজবেন্ডের সাথে বসুরহাট গিয়েছিলাম একটা কাজে। আর তখন পাশেই এই স্কুলটা ছিল। ভাবলাম স্কুলের মাঠ থেকে একটু হেঁটে আসা যাক। তারপর আমরা দুইজন ওখানে গিয়েছিলাম। আর ওখানে বসে কিছু সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম। তখনই এই ফটোগ্রাফি টা করা হয়েছিল। আশা করছি ফটোগ্রাফি টা আপনাদেরও অনেক পছন্দ হবে।
কাঁটা মুকুট ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
আমার কাছে কাঁটা মুকুট ফুল অনেক ভালো লাগে দেখতে। কাটামুকুট ফুল গুলো দেখলেই আমার কাছে খুব ভালো লাগে। আমি সব রকমের ফুল অনেক বেশি ভালোবাসি। ফুল দেখলেই মনটা একেবারে ভালো হয়ে যায় আমার। আর তেমনি কাঁটা মুকুট ফুলগুলো অসাধারণ লাগে দেখতে। এই কাঁটা মুকুট ফুলের কালার টা খুব দারুণ। এই সুন্দর কাঁটা মুকুট ফুলটার ফটোগ্রাফি ও আমি আমাদের প্রাইমারি স্কুলের সামনে থেকে করেছি। এখন কিন্তু স্কুলের সামনে এরকম অনেক ফুল গাছ দেখা গিয়ে থাকে। যা স্কুলের সৌন্দর্য আরো বেশি বাড়িয়ে দেয়। আর এটা দেখতেও অনেক বেশি ভালো লাগে। আমার কাছে এই ফুলের ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। তাই ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করা যাক।
গোলাপ ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষ অনেক বেশি কম রয়েছে। গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতিক। আর আমার কাছে সব কালারের গোলাপ ফুল দেখতে অনেক ভালো লাগে। গোলাপ ফুলের কিন্তু অনেক রকমের জাত রয়েছে। প্রায় 300 প্লাস জাত আছে গোলাপের। যদিও এখনো পর্যন্ত আমি বেশ কয়েক রকম জাতের গোলাপ দেখেছি। তবে তার মধ্যে লাল কালারের পাশাপাশি গোলাপী কালারের গোলাপ ও অনেক বেশি দেখা গিয়ে থাকে। ফুল দেখলেই আমি ফটোগ্রাফি করা ছাড়া থাকতে পারি না। আর যদি গোলাপ ফুল হয় তাহলে তো কথাই নেই। কয়েকদিন আগে আমি একটা নার্সারিতে গিয়েছিলাম। ওখানে এই গোলাপ ফুল টা দেখে খুব ভালো লেগেছিল। তাই ফটোগ্রাফি করে নিয়েছিলাম।
সমুদ্রের পাড়ের ফটোগ্রাফি
device : Redme note 9
সমুদ্র সৈকত পছন্দ করে না এরকম মানুষ তো অনেক বেশি কম রয়েছে। আমি তো অনেক বেশি পছন্দ করি সমুদ্রে ঘুরতে যেতে। আর প্রায় সময় যাওয়া হয়ে থাকে। চট্টগ্রাম পতেঙ্গা সী বিচ আমার অনেকবার যাওয়া হয়েছে। এই বছরের প্রথম দিকেও গিয়েছিলাম পতেঙ্গা সী বিচ। যখনই ওখানে গিয়েছিলাম তখনই মনটা একেবারে ভালো হয়ে গিয়েছিল। আর জায়গাটার এত সুন্দর পরিবেশ দেখে সত্যি খুব মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আর ওখানে গিয়ে সুন্দর মুহূর্ত কাটানোর পাশাপাশি অনেক বেশি ফটোগ্রাফি করেছিলাম। এই ফটোগ্রাফিটা ও করা হয়েছিল তখন। আজকে ভাবলাম এটা আপনাদের মাঝে শেয়ার করা যায়। আশা করছি ফটোগ্রাফি টা আপনাদের পছন্দ হবে।
ফুরুস ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা ফুল। এই ফুলটা দেখতে যেমন সুন্দর তেমনই ফটোগ্রাফি করলেও অনেক বেশি দারুন হয়ে থাকে। এই ফুলের কিন্তু বেশ কয়েক রকমের কালার রয়েছে। তবে লাল কালার টাই অনেক বেশি দেখা গিয়ে থাকে। এই ফুলগুলো কিন্তু সব জায়গায় দেখা যায় না। এগুলো অনেক কম দেখা গিয়ে থাকে। আমি বেশ কয়েকদিন আগে একটা নার্সারিতে গিয়েছিলাম। নার্সারিতে যখন হাট ছিলাম, তখন হঠাৎ করে আমি এই ফুলটা দেখতে পাই। ফুলটা দেখার সাথে সাথেই তো আমার কাছে অনেক ভালো লেগেছিল। আর তখনই আমি ফটোগ্রাফি করে নিয়েছিলাম। ফটোগ্রাফি টা খুব ভালো লেগেছিল আমার কাছে। তাই আপনাদের মাঝেও আজকে শেয়ার করে নিলাম।
পোস্ট বিবরণ
ডিভাইস | Redmi note 9 |
---|---|
ফটোগ্রাফার | @tasonya |
লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
আপনার ধারণ করা রেনডম ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল। অনেক অনেক ভালো লাগলো এত সুন্দর একটি ফটোগ্রাফি মূলক পোস্ট করতে দেখে। যেখানে ফুল থেকে শুরু করে অনেক কিছু দেখার সুযোগ করে দিয়েছেন আপনি। তবে সমুদ্রের পাড় থেকে নৌকার ফটো ধারণ করাটা দারুন ছিল।
এত সুন্দর ফটোগ্রাফি আপনাদেরকে দেখার সুযোগ করে দিতে পেরে আমার নিজের কাছেও ভালো লাগছে।
https://x.com/TASonya5/status/1839142920894689488?t=z1WGh21ydpjwi_eDew_Dfg&s=19
আপু আপনার শেয়ার করা বিদ্যালয়ের ফটোগ্রাফি টা দেখে স্কুলের কথা ভীষণ মনে পড়ে গেল। খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করেছেন আপু ।দেখে ভীষণ ভালো লাগলো শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমার নিজেরও স্কুল জীবনের কথা মনে পড়ে গিয়েছিল।
দারুন দারুন কতগুলো ফটোগ্রাফি আজ আপনি আমাদের মাঝে নিয়ে এসেছেন। আসলে প্রত্যেকটা ছবি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে আকাশের ছবিটা। এছাড়াও প্রতিটা ছবির বর্ণনা আপু খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আকাশের ছবিটা আপনার কাছে বেশি ভালো লেগেছে শুনে খুশি হলাম।
আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি আমাকে বেশ মুগ্ধ করেছে। প্রত্যেকটি ফটোগ্রাফির দিকে আমি বেশ মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সমুদ্র সৈকতের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার ফটোগ্রাফি গুলো আপনাকে মুগ্ধ করেছে শুনে অনেক খুশি হলাম।
অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। জেসমিন ফুলের ফটোগ্রাফিটা এবং কাটা মুকুট ফুলের ফটোগ্রাফটা অনেক বেশি সুন্দর ছিল এবং শেষের ফটোগ্রাফির ফুলটা প্রথমবার দেখলাম দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার নিজের কাছেও জেসমিন ফুলের ফটোগ্রাফি এবং কাটা মুকুট ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর লেগেছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন মনে হচ্ছে যেন ডিএসএলআর ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি গুলো উঠানো হয়েছে। এত সুন্দর ক্লিয়ার ছিল এর মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছে আমার কাছ থেকে কাটামুকুট ফুলের ফটোগ্রাফিটি।
আমি চেষ্টা করি সব সময় সুন্দর ফটোগ্রাফি করার জন্য। আপনার কাছে ডিএসএলআর ক্যামেরার মত মনে হয়েছে শুনে ভালো লাগলো।
আজকে আপনি খুব সুন্দর সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। তবে আপনার রেনডম ফটোগ্রাফির মধ্যে ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। এবং বিদ্যালয়ের ফটোগ্রাফি ও সমুদ্রের পাড়ের ফটোগ্রাফিও চমৎকার হয়েছে। সত্যি বলতে আপনি এমনিতে বেশ চমৎকার ফটোগ্রাফি করেন। সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে আমাদের মাঝে সুন্দর বর্ণনা দিয়ে উপস্থাপনা করেছেন।
বিদ্যালয় এবং সমুদ্রের ফটোগ্রাফি চমৎকার হয়েছে শুনে খুশি হলাম।
তোমার তোলা রেনডম ফটোগ্রাফি যতই দেখি, আমার কাছে ততই খুব ভালো লাগে। সব সময় খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি তুমি করে থাকো। সব সময়ের মতো আজকেও দারুণ কিছু ফটোগ্রাফি করেছো, যা দেখে আমার অনেক ভালো লাগলো। সবগুলো ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম।
আমি সব সময় চেষ্টা করি সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।