অরিগ্যামি : কিউট $puss অরিগ্যামি তৈরি।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর কিউট $puss অরিগ্যামি তৈরি করলাম।
যদিও এর আগে আমি ভিন্ন ভিন্ন ডিজাইনের $puss তৈরি করেছিলাম। তাই জন্য ভাবলাম আজকে আরো একটা ভিন্ন ডিজাইনের $puss তৈরি করি । কারণ রঙিন কাগজের তৈরি আলাদা আলাদা ডিজাইনগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো দেখায়। আসলে দেখে মনে হয় যেন এগুলো একদম সত্যিকারের। তাছাড়া রঙিন কাগজ দিয়ে বিভিন্ন কালার তৈরি করাতে কালারফুল মনে হয়। আমার নিজের কাছেও ভীষণ ভালো লাগে। আজকে তৈরি করা $puss বেশ ভালো লেগেছে। আশা করি আপনাদের ও ভালো লাগবে।
যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই অরিগ্যামি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
• সাদা কাগজ
• রঙিন কলম
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল
প্রয়োজনীয় বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটা রঙিন কাগজ নিয়ে নিলাম। কাগজটাকে দুই দিক থেকে ভাঁজ করে নিলাম
ধাপ - ২ :
এরপর উপরের অংশ থেকে কোনা করে ভাঁজ করে নিলাম।
ধাপ - ৩ :
এরপর এই অংশটাকে সমান করে উপরের অংশে দুইটা কোনা বের করে নিলাম।
ধাপ - ৪ :
এরপর এই অংশটাকে উপর থেকে ভাজ করে নিলাম।
ধাপ - ৫ :
এরপরে মাঝখানের অংশে দুইটা ভাজ করে আবারো উপরে উঠিয়ে সমান করে নিলাম।
ধাপ - ৬ :
এরপর পিছনের অংশে দুই দিক থেকে আবারো ভাঁজ করে একটা অংশ কোন করে রাখলাম।
ধাপ - ৭ :
এরপর নিচের অংশটাকে একটু সমান করে এরপর বাঁকা করে নিলাম। এরপরে এটাকে অপার পিঠ করে নিলাম।
ধাপ - ৮ :
এরপরে এই উপরের অংশে চোখ মুখের অংশগুলো একটি ডিজাইন করে নিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
শ্রেণী | অরিগ্যামি |
---|---|
ডিভাইস | Redmi note 9 |
ফটোগ্রাফার | @tasonya |
লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
---|
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

আপনার তৈরি অরিগ্যামি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে প্রতিনিয়ত আপনি খুবই চমৎকার চমৎকার বিভিন্ন পোস্ট করে থাকেন। আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনার পোস্ট গুলো দেখতে। অনেক সময় এবং ধৈর্য ধরে প্রত্যেকটি ডাই এবং অরিগ্যামির তৈরি করে থাকেন। তো চমৎকার পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
সব সময় চেষ্টা করি দক্ষতার সাথে এবং সময় ব্যবহার করে এই ধরনের অরিগ্যামি গুলো তৈরি করার জন্য।
https://x.com/TASonya5/status/1844574985412857903?t=_mAl0vsGmPIwNKUxxCJJZQ&s=19
অনেক সুন্দর একটি অরিগামি তৈরি করে আমাদের দেখিয়েছেন। আপনার অরিগামিটা বেশ ভালো লাগলো। আপনি কাগজ দিয়ে দারুন ভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছেন puss এর অরিগামি। অনেক সুন্দর হয়েছে কিন্তু।
চেষ্টা করলাম সুন্দর করে অরিগ্যামি গুলো তৈরি করার জন্য।
জাস্ট ওয়াও আপু আপনি অনেক সময় নিয়ে ধৈর্য্য সহকারে রঙিন কাগজ দিয়ে কিউট $puss এর অরিগ্যামি তৈরি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার প্রত্যেকটা ডাই পোষ্ট আমার কাছে খুবই ভালো লাগে। তারই ধারাবাহিকতায় এই পোস্টাও আমার কাছে অনেক ভালো লেগেছে। সবশেষে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে ভিন্ন ধরনের একটি কিউট $puss এর অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
আসলে অনেক ধৈর্য সহকারে তৈরি করা লেগেছে এই অরিগ্যামি।
আপনার হাতে তৈরি করা অরিগ্যামি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিউট $puss অরিগ্যামি তৈরি করেছেন। আপনার তৈরি করা এতো সুন্দর পুস কয়েনের অরিগ্যামি দেখতে পেরে বেশ ভালো লাগছে। অরিগ্যামি গুলো দেখতে একদম পুসের মতোই।
আমার তৈরি করা অরিগ্যামি আপনার কাছে ভালো লেগেছে দেখতে এটা শুনে খুশি হলাম।
খুব সুন্দর বুদ্ধি করে পুষের অরিগামি তৈরি করলেন। একেবারে নিখুঁত হয়েছে আপনার তৈরি করা এই ডিজাইন। পুষ আমাদের স্বপ্নের মত। একটু ওঠা নামা করলেও এ আমাদের সকলের স্বপ্নের প্রজেক্ট। তাই আপনার তৈরি করা এই অরিজামি অবশ্যই এক অন্য মাত্রায় নিয়ে গেল পোস্টটিকে। শুধুমাত্র কাগজ দিয়ে এমন সুন্দর সৃজনশীল শিল্প মুগ্ধ করে দিল।
আসলেই পুস আমাদের স্বপ্নের মত।
কিউট $puss অরিগ্যামি অসাধারণ হয়েছে। দেখে অনেক ভালো লাগলো। আপনি খুবই দক্ষতার সাথে ধাপে ধাপে শেয়ার করলেন, ধাপ গুলো দেখে তৈরি করা শিখে নিলাম।
এটি অসাধারণ হয়েছে শুনে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ একটা মন্তব্য করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুব কিউট দুটি puss তৈরি করেছেন। কালার কম্বিনেশন গুলো খুব সুন্দর লাগছে দেখতে। বিশেষ করে হলুদ রঙের puss টা অনেক বেশি কিউট লাগছে দেখতে। খুব সুন্দর ভাবে অরিগামি তৈরির প্রত্যেকটা ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর অরিগামি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
পুস গুলো দেখতে কিউট লাগছে শুনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকেও।
আসলেই আপু আজকের অরিগ্যামি puss তৈরি টা অসম্ভব সুন্দর হয়েছে। দেখতে একদম সত্যি সত্যি লাগছে। আর সব থেকে বড় কথা হলো আপনার তৈরি সব গুলো কাজ আমার বিষণ পছন্দ হয়।অনেক অনেক ধন্যবাদ আপু।
আমার তৈরি অরিগ্যামি সুন্দর হয়েছে শুনে ভালো লাগলো। আমার সব কাজ আপনার পছন্দ হয় শুনে আরো খুশি হলাম।