বাঙালি রেসিপি "সরষে বাটা দিয়ে পারশে মাছের ঝাল"

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা
আপনার সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ অনেক দিন পর আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো। বেশ কিছুদিন হলো কোনো রেসিপি শেয়ার করতে পারছি না। আমার রান্না করতে খুব ভালো লাগে। বিশেষ করে প্রিয় মানুষদের নতুন নতুন রেসিপি তৈরি করে খাওয়াতে ভালো লাগে। আমি গতকাল বাজার থেকে কিছু পারশে মাছ এনেছিলাম। ভাবলাম সরিষা বাটা দিয়ে পারশে ঝাল করি। আগে বেশ কয়েক বার রান্না করছি। আজ রান্না করার সময় ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।সত্যি এটা অনেক টেস্টি একটি খাবার।গরম ভাতের সঙ্গে খেলে আরো বেশি ভালো লাগে। চলুন শুরু করা যাক।

IMG_20221013_125210.jpg
উপকরণ:
১. সরষে বাটা -৩ চামচ
২.কালো জিরা - ১ চামচ
৩. পারশে মাছ -৬ পিস
৪.লবণ - পরিমান মতো
৫. হলুদ - ১ চামচ
৬.জিরা গুঁড়া - হাপ্ চামচ
৭. শুকনো মরিচ গুঁড়া - ১ চামচ
৮.কাচা মরিচ - ৫ টি
৯. সরিষা তেল - ১ কাপ

IMG_20221013_110608.jpg
পারশে মাছ

IMG_20221013_113121.jpg
সরিষা বাটা

IMG_20221013_114033.jpg
লবণ, হলুদ, জিরা গুঁড়া, কালো জিরা, শুকনো মরিচ গুঁড়া ও কাচা মরিচ
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে পারশে মাছ গুলো কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর সামান্য লবণ ও হলুদ দিয়ে মেখে নিতে হবে।

IMG_20221013_110817.jpg
২. সাদা সরিষা ও কালো সরিষা দুই রকম সরিষা ও কয়েকটি কাচা মরিচ দিয়ে এক সাথে বেটে নিতে হবে।

IMG_20221013_113119.jpg
৩. এবার চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যান গরম হয়ে গেলে পরিমান মতো সরিষার তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে লবণ ও হলুদ মাখানো মাছ গুলো হালকা ভেজে নিতে। আপনার মাছ না ভেজে রান্না করতে পারেন সেক্ষেত্রে অনেক টেস্টি হবে। তবে আমি কাচা মাছ পছন্দ করি না তাই আমি হালকা ভেজে নিয়েছি।মাছ গুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নিতে হবে।

IMG_20221013_110852.jpg

IMG_20221013_110926.jpg

IMG_20221013_111110.jpg

IMG_20221013_111444.jpg

IMG_20221013_112741.jpg
৪. আবার চুলার উপর একটা কড়াই বসিয়ে দিতে হবে।কড়াই গরম সরিষার তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে সামান্য কালো জিরা দিয়ে দিতে হবে। এরপর সরিষা বাটা হালকা জল দিয়ে মিশিয়ে কড়াইতে ঢেলে দিতে হবে। এবার পরিমান মতো লবণ, হলুদ, জিরা গুঁড়া ও শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষন জ্বাল হলে মাছ গুলো দিয়ে দিতে হবে।

IMG_20221013_114641.jpg

IMG_20221013_114756.jpg

IMG_20221013_114837.jpg

IMG_20221013_115615.jpg

IMG_20221013_115858.jpg

৫. মাছ গুলো দেওয়ার আরও কিছুক্ষন জ্বাল হয়ে গেলে ঝোল একটু কমে এলে এক চামচের মত সরিষার তেল দিয়ে ৫ মিনিট চুলার আঁচ কমিয়ে রেখে দিতে হবে। এরপর মাছের উপরে হালকা তেল ভাসলে একটা পাত্রে নামিয়ে নিতে হবে।

IMG_20221013_121317.jpg

IMG_20221013_124345.jpg

IMG_20221013_124903.jpg
৬.এরপর টমেটো দিয়ে একটি গোলাপ ফুল বানিয়ে সাজিয়ে দিলাম।

IMG_20221013_125218.jpg

তৈরি হয়ে গেল সুস্বাদু সরষে বাটা দিয়ে পারশে মাছের ঝাল। এটি গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।

Sort:  
 2 years ago 

খুবই মজাদার এবং লোভনীয় একটি পারসে মাছের ঝাল রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন বৌদি। এটা জেনে খুবই ভালো লাগলো যে আপনি প্রিয় মানুষদের জন্য নতুন নতুন খাবার তৈরি করতে অনেক বেশি ভালোবাসেন। মজাদার এই রেসিপিটি আমাদের সকলের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনেকদিন পর বৌদি আপনার রেসিপি দেখে ভালো লাগছে।
পারশে মাছটা মনে হয় কখনো খাওয়া হয়নি।সরিষা বাটা দিয়ে শুধু ইলিশ মাছ খাওয়া হয়েছে, আর কোন কিছুই খাওয়া হয়নি।তবে পারশে মাছের সাথে সরিষা বাটা, কালোজিরা সকল উপকরন দিয়ে রান্না করাতে খেতে মনে হয় বেশ মজার হয়েছে। দেখতে ও বেশ সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন বৌদি।ধন্যবাদ

 2 years ago (edited)

বৌদি আপনার মতো আমার কাছেও ভালো লাগে রান্না করতে খুব বেশি। তবে আমিও আমার প্রিয় মানুষের জন্য রান্না শিখেছিলাম।তবে সে তো আর নেই☹️😢।যাই হোক বৌদি আপনার রেসিপি প্রতিটি ধাপ আমার কাছে ভিষণ ভালো লেগেছে। সরিষা বাটা দিয়ে পারশে মাছের ঝাল রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ বৌদি মজাদার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইল।

 2 years ago 

কোথায় বলে মাছে ভাতে বাঙালী কথাটা সত্যি যেন তাই ৷ গোয়াল ভরা গরু পুকুর ভরা মাছ ৷ আর বাংলার রমনী বধু শাড়ি পড়া৷ আসলে বাঙালি বিষয়ে লিখলে শেষ হবে না ৷
যা হোক আপনি ব্যস্ত সময় থেকেও আমাদের মাঝে এতো সুন্দর করে সরষে বাটা পারসে মাছ দিয়ে কি সুন্দর রেসেপি করেছেন আহা ৷!!
দারুন ছিল

 2 years ago 

প্রিয় বৌদি, এত রাতে সরষে বাটা দিয়ে পারশে মাছের ঝাল রেসিপি দেখে ভীষণ ক্ষুধা লেগে গেল। আমার কাছেও মনে হচ্ছে গরম গরম ভাতের সাথে দুর্দান্ত এই রেসিপি খেতে পারলে খাওয়াটা ভীষণ মজার হবে। বৌদি, প্রিয় মানুষদের নতুন নতুন রেসিপি তৈরি করে খাওয়াতে পারলে আপনার কাছে ভালো লেগে জেনে খুবই খুশি হলাম। আর তাইতো আমাদের দাদা পরম আদর যত্নে আপনার হাতের সুস্বাদু খাবার গুলো খেতে পারে। খুবই সুস্বাদু ও মজার রেসিপি,সরষে বাটা দিয়ে পারশে মাছের ঝাল রেসিপির প্রতিটি ধাপ শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

বৌদি সরিষা বাটা দিয়ে পারশে মাছের ঝাল রেসিপি করেছেন দারুণ হয়েছে। সত্যি বলেছেন বৌদি এটা একটি টেস্টি খাবার।আপনি দেখছি তেলের ভিতর কালোজিরা ফোঁড়ন দিয়েছেন।কালোজিরার ফোড়ন দিলে অনেক ভালো ঘ্রাণ হয়।আপনারা রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আপনি টমেটো দিয়ে চমৎকার একটি গোলাম ফুল বানিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 
ওয়াও দিদি, পারশে মাছ দিয়ে ঝাল বাটা খেতে আসলেই দারুন মজা।সকালে উঠেই দেখি আপনার পারশে মাছের রেসিপি।দেখে তো সকাল সকাল পোস্ট ক্ষুধা বেড়ে গেল। আপনি ঠিকই বলেছেন দিদি প্রিয় মানুষের জন্য নতুন নতুন খাবার খাওয়ানো আসলে অনেক ভালো লাগে। আপনার সরিষা বাটা কালিজিরা দিয়ে খুব সুন্দর করে পারশে মাছ রান্না করেছেন, এত সুন্দর রান্না আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।আপনার জন্য শুভকামনা রইল।
 2 years ago 

বৌদি আপনার যে রান্না করতে ভালো লাগে তা আর বলার অপেক্ষা রাখে না। দাদার জন্য সারাদিন যত রান্না করেন ভালো না লাগলে এত রান্না করা কি সম্ভব । পারশে মাছ খেতে ভালই লাগে। কিন্তু সরিষা বাটা দিয়ে কখনো খাইনি । আমি তো আগে ভাবতাম যে সরিষা বাটা দিয়ে শুধু ইলিশ মাছ রান্না করা যায়। এখন দেখি যে বিভিন্ন ধরনের মাছ সরিষা বাটা দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আপনার পারশে মাছের রান্নার পুরো পদ্ধতি দেখে বোঝা যাচ্ছে যে খেতে খুবই সুস্বাদু হয়েছিল।

 2 years ago (edited)

দিদি ভাই আপনি রান্না করতে যে কতটা ভালোবাসেন সেটা আপনার উপস্থাপনা দেখলেই বোঝা যায়। সরষে বাটা দিয়ে যে কোন রান্না আমার ভীষণ ভালো লাগে। পারশে মাছের সরষেবাটা দেখে রীতিমত মুখ দিয়ে জল পরছে সত্যি। একদম মাখা মাখা হয়েছে তরকারি টা দেখতে। দারুন হয়েছে সত্যি। আপনার হাতের রান্না মজা না হয়ে উপায় নেই এটা তো আমি জানি 😊

 2 years ago 

বৌদি আমি শুধু সরষে বাটা দিয়ে ইলিশ আর কই মাছ খেয়েছি। পারষে মাছ কখনো খাওয়া হয়নি। তবে আপনার তোলা ছবি দেখেই বলে দিতে পারি অসাধারন হয়েছে আপনার রান্না। মনে হচ্ছে একদিন ট্রাই করে দেখতে হবে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 64333.84
ETH 2760.35
USDT 1.00
SBD 2.65