কুমড়ো পাতা ইলিশ মাছ ভাজা রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আপনারা সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের দেখাবো একটি পুরনো দিনের অসাধারন রেসিপি। কুমড়ো পাতায় ইলিশ মাছ ভাজা।

IMG_20210628_123149.jpg

উপকরণঃ
১. ইলিশ মাছ - ১ টি।

২. কুমড়ো পাতা - ৬ টি।

৩. লবণ - ২ চামচ ।

৪. হলুদ - ২ চামচ।

৫.কাঁচা মরিচ - ৬ টি।

IMG_20210628_080112.jpg
ইলিশ মাছ

IMG_20210628_094927.jpg
মসলা মাখানো কাটা ইলিশ

IMG_20210628_075831.jpg
কুমড়ো পাতা

IMG_20210628_094532.jpg
লবণ, হলুদ, কাঁচা মরিচ

প্রস্তুত প্রণালী:
১. ইলিশ মাছ কেটে , পরিষ্কার করে ধুয়ে নিতে হবে।

IMG_20210628_083444.jpg

২. কুমড়ো পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে।

IMG_20210628_094603.jpg

৩. মাছে পরিমান মতো নুন, হলুদ ১ চামচ দিয়ে ভাল করে মেখে নিতে হবে।

IMG_20210628_094927.jpg

৪. কুমড়ো পাতায় ও একই ভাবে নুন হলুদ মেখে নিতে হবে।

৫. চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিতে হবে।

IMG_20210628_100235.jpg

৬.নুন ও হলুদ মাখানো একটি কুমড়ো পাতায় এক টুকরো মশলা মাখানো মাছ নিয়ে কুমড়ো পাতা দিয়ে জড়িয়ে নিতে হবে।

IMG_20210628_100039.jpg

IMG_20210628_095132.jpg

IMG_20210628_095119.jpg

৭. এবার গরম তেলে কুমড়ো পাতায় জড়ানো মাছের টুকরো গুলো দিয়ে কম তাপে ৫ মিনিট ভেজে নিতে হবে। ভাজা মাছগুলো নামিয়ে নিয়ে কাঁচা মরিচ দিয়ে পরিবেশন করতে হবে।

IMG_20210628_123149.jpg

IMG_20210628_100546.jpg

IMG_20210628_100514.jpg

 তৈরি   হয়ে   গেল   অসাধারন  খাবার   কুমড়ো   পাতায়   ইলিশ   মাছ  ভাজা।
Sort:  
 3 years ago 

অনেক সুন্দর হয়েছে রেসিপিটি ।

 3 years ago 

ধন্যবাদ তোমাকে :)

 3 years ago 

ওহ ইলিশ মাছ। দেখলেই জিভে জল চলে আসে।
রেসিপি টি আসাধারন।

 3 years ago 

স্বাদের রাজা মাছের রাজা ইলিশ, জিভে জল চলে তো আসবেই ।

 3 years ago 

আমার তো মন চাচ্ছে বিনা দাওয়াতে বাড়ী চলে যাই, জীবে জল চলে আসছে দিদি। চমৎকার রেসিপি, আমি এটা আপনার ভাবীকে দেখাবো অবশ্যই।

 3 years ago 

চলে আসুন পাসপোর্ট ভিসা করে কলকাতায় :)

 3 years ago 

একদিন অবশ্যই এই সুযোগটি গ্রহন করবো।

এই রেসিপির কথা শুনেছি কিন্তু কখনো ট্রাই করা হয়নি। দেখেই বোঝা যাচ্ছে অনেক মজাদার।

 3 years ago 

আমার কাছে তো খুবই টেস্টি লেগেছে, আপনিও খেয়ে দেখুন, আশা করি ভালোই লাগবে ।

 3 years ago 

ভালো লেগেছে রেসিপিটি। এবার ইলিশ মাছ বাড়িতে আনলে এভাবে বানানোর চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ , করে দেখবেন প্লিজ , খুবই স্বাদের এটি , আর ইলিশ মাছ তো এমনি স্বাদের মাছ ।

You have been upvoted by @rex-sumon A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

 3 years ago 

Thank you @steemcurator07 & @rex-sumon for supporting me. I really appreciate it.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 61282.12
ETH 2375.20
USDT 1.00
SBD 2.55