Diy (এসো নিজে করি ) "রঙিন কাগজ দিয়ে শিউলী ফুল তৈরি "?

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন হলো কাগজ দিয়ে কিছু তৈরি করার সময় হয় না। কাল সন্ধ্যায় একটু সময় পেয়েছিলাম তাই ভাবলাম আজ কাগজ দিয়ে কিছু তৈরি করি। আমার কাগজ দিয়ে তৈরি করতে খুব ভালো লাগে। কিন্তু সময়ের স্বল্পতার কারনে হয় না। তাই কাল সন্ধ্যায় ভাবলাম আজ কিছু শিউলী ফুল তৈরি করি কাগজ দিয়ে। আমার শিউলী ফুল ও বকুল ফুলের মালা খুব ভালো লাগে। শরৎ কাল এলে শিউলী ফুল কিনে এনে মালা গেঁথে ঠাকুর কে দেই। আর তা না হলে আমার প্রিয় মানুষটির ল্যাপটপের উপর সাজিয়ে রাখি। আমি এখন ও কিছু কাজ বাচ্চাদের মতো পাগলামি করে ফেলি। হা হা হা। আর এতে কখনও কেউ কোনোদিন কিছু বলেনি। আমার শশুর শাশুড়ী এটা মেনে নেয়। আর বলে এখন করবে না তো কখন করবে। যাই হোক থাক এখন ওসব কথা। আর কথা না বাড়িয়ে মূল পর্বে ফিরে যাই।

IMG_20220131_020907.jpg

IMG_20220131_020725.jpg

উপকরণ:
১. রঙিন কাগজ
২. গাম
৩. কেচি
৪. টুট পিক
৫. গেরুয়া রং

IMG_20220130_211636.jpg

IMG_20220130_211516.jpg
প্রস্তুত কারক:
১. প্রথমে সাদা কাগজ কেচি দিয়ে ছোটো গোল গোল করে কেটে নিতে হবে।

IMG_20220130_211715.jpg

IMG_20220130_213042.jpg
২. গেরুয়া রংয়ের কাগজ টি ও কেচি দিয়ে ছোটো লম্বা লম্বা করে কেটে নিতে হবে।

IMG_20220130_213339.jpg

IMG_20220130_213430.jpg
৩. গোল করে কেটে নেওয়া কাগজের মাঝ বরাবর গেরুয়া রং করে নিতে হবে।

IMG_20220130_213629.jpg

IMG_20220130_213643.jpg
৪. এবার ছোটো কাগজ কেচি দিয়ে কেটে ফুল এর মতো কেটে নিতে হবে।

IMG_20220130_213745.jpg

IMG_20220130_213947.jpg

IMG_20220130_224537.jpg
৫. এবার ফুলের পাপড়ি গুলো টুট পিক দিয়ে একটু পাকিয়ে দিতে হবে।

IMG_20220130_225007.jpg

IMG_20220130_225018.jpg

IMG_20220131_014951.jpg

৬. এবার ফুলের পিছনের ডাটা তৈরি করার জন্য ছোটো কাগজ পাকিয়ে নিতে হবে।

IMG_20220131_003920.jpg

IMG_20220130_225837.jpg

IMG_20220131_015830.jpg
৭. এবার ফুলের পেছনে মাঝ বরাবর একটু গাম দিয়ে ছোট ডাটা লাগিয়ে দিতে হবে।ঠিক একই ভাবে সব গুলো ফুল লাগিয়ে নিতে হবে।

IMG_20220131_015931.jpg

IMG_20220131_020425.jpg

IMG_20220131_020445.jpg

IMG_20220131_020338.jpg

IMG_20220131_020249.jpg
তৈরি হয়ে গেল আমার কাগজ দিয়ে শিউলী ফুল তৈরি। এবার ফুল গুলো আমি আমার প্রিয় মানুষটিকে লুকিয়ে তার ল্যাপটপের উপর সাজিয়ে রাখলাম। কিছুক্ষন পর এসে ফুল দেখে বললো এখন শিউলী ফুল কোথায় পেলে। প্রথমে বুঝতেই পারিনি যে এটা কাগজ দিয়ে তৈরি। পরে ভালো করে দেখার পর বুঝতে পেরেছে। আশা করি, আপনাদের ও ভালো লাগবে। এটি তৈরি করে ওই পাগলামি করে খুব ভালো লেগেছিলো। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।

IMG_20220131_020907.jpg

IMG_20220131_020859.jpg

Sort:  
 2 years ago 

বৌদি আপনি আমার প্রিয় একটি ফুল বানিয়েছেন। শিউলি ফুল আমার ভীষণ প্রিয় একটি ফুল। প্রিয় মানুষ যখন প্রিয় ফুল তৈরি করে তখন মনটা অনেক প্রশান্তি লাভ করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি এত সুন্দর করে আমার প্রিয় একটি ফুল আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

কাগজ দিয়ে সুন্দর করে কিছু শিউলি ফুল তৈরি করেছেন।খুব ভালো লাগলো দেখে।প্রতিটি ধাপের অনেক সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা করেছেন।শুভ কামনা রইল বৌদি।

 2 years ago 

আপনার জন্য ও শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

শরৎ কালের শিউলি এবং বকুল ফুল সবারই বেশ প্রিয় ছিল। শরতের সকালে এই ফুলগুলো কুড়িয়ে অনেকেই মালা তৈরি করত। আপনার কাগজের এই শিউলী ফুল গুলো দেখে মনে হচ্ছে যেন একদম বাস্তব ফুল। শিউলি ফুল গুলো তৈরি করার পদ্ধতি গুলো নিয়ে খুব সুন্দর ভাবে আলোচনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফুলগুলো তৈরি করে আমাদের সামনে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

দিদি বিশ্বাস করো আমি ভেবেছিলাম তুমি গাছ থেকে শিউলি ফুল নিয়ে এসে ল্যাপটপ এর ওপরে রেখে ফটোগ্রাফি করেছো 🥰😂। কি চমৎকার তৈরী করেছো , দেখেই অবাক হয়ে যাচ্ছি। আমারও শিউলি ফুল ভীষণ প্রিয়।

 2 years ago 

আমার ও পছন্দের একটা ফুল।অনেকটা মজা করে ল্যাপটপের উপর রাখছি দিদি।

 2 years ago (edited)

প্রথমে আমি ভাবছিলাম, শিউলি ফুলের ছবি দিয়ে,কবিতা লিখেছেন। পরে টাইটেল ও পোস্ট দেখে,বুঝতে পারলাম,কাগজ দিয়ে বানিয়েছেন।সুন্দর হয়েছে।ধন্যবাদ আপু।

 2 years ago 

কাগজ দিয়ে শিউলি ফুল তৈরি খুবই অসাধারণ লেগেছে। আর ফুলগুলো তৈরি করে লুকিয়ে দাদার ল্যাপটপের মধ্যে সাজিয়ে রেখেছেন বলে দেখতেও সুন্দর লাগছে। দাদা প্রথম এরকম গুলো দেখে চিনতে পারেনি যেটা কাগজের তৈরি। এতেই বোঝা যাচ্ছে আপনি ফুলগুলো একদম পারফেক্ট ভাবে তৈরি করেছেন। আপনাদের এরকম ভালোবাসা আমার অনেক ভালো লাগে। অনেক ভালো থাকবেন বৌদি।

 2 years ago 

আমি প্রথমে ছবি দেখে ভাবলাম এগুলো সত্যিকারের শিউলি ফুল। দেখেই কি যে ভালো লাগলো।দিদি আপনি কত সুন্দর করে এই শিউলি ফুল তৈরি করেছেন, তাও আবার কাগজ দিয়ে।অসাধারণ কাজ করেছেন দিদি,অনেক অনেক ভালো লেগেছে।

 2 years ago 
আমি প্রথমেই দেখে মনে করেছিলাম এটি আসল শিউলি ফুল হবে। পরে দেখলাম না আপনি এটি কাগজের মাধ্যমে তৈরি করেছেন। আপনি অনেক সুন্দর ভাবে শিউলি ফুল গুলো তৈরি করেছেন কাগজের দ্বারা।আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে এত সুন্দর একটি জিনিস তুলে ধরার জন্য।
 2 years ago 

সত্যিই বৌদি রীতিমতো দাদাকে অবাক করে দিলেন শেউলী ফুল তৈরি করে ল্যাপটপের ওপর রাখা এটা অবশ্য দাদার জন্য একটা সারপ্রাইজ। প্রিয় জিনিস এবং সৌন্দর্য জিনিস গুলোই প্রিয় মানুষের জন্য। আর আমাদের সাথে এত সুন্দর করে রঙিন কাগজ দিয়ে শিউলি ফুল ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা অবিরাম বৌদি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59715.05
ETH 3186.24
USDT 1.00
SBD 2.42