আমার অংশগ্রহণ " বসন্তের ফুলের ফটোগ্রাফি" (প্রতিযোগিতা - ১৩)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথমে ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ কমিউনিটিকে এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আমার প্রিয় ঋতু হলো বসন্তকাল। যখনই শুনেছি বসন্তের ফুলের
প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সেই থেকে আপনাদের দাদার কান ঝালাপালা করে দিয়েছি বাইরে নিয়ে যাওয়ার জন্য।আসলে আমার মাথায় একটা বিষয় ঢুকলে সেটা না করা পর্যন্ত কিছু ভালো লাগে না।তারপর এক পর্যায় বিরক্ত হয়ে যেতে বাধ্য হলো। তাহলে বুঝতে পারছেন আমি কতটা নাছোড় বান্দা। তাই আজ আমি আপনাদের সাথে বসন্তের এই প্রতিযোগিতা উপলক্ষে বসন্তের ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো।

ঋতুদের রাজা বসন্ত। তাই বসন্তকাল কে বলা হয় ঋতুরাজ। ফাল্গুন-চৈত্র এই দুই মাস বসন্তকাল। বসন্তকালের সৌন্দর্য এই শোভা আমাদের মনকে হরণ করে। বাংলার ঋতু চক্রের সবচেয়ে শেষ ঋতু হলো বসন্ত। বসন্তকালে প্রাকৃতিক দৃশ্য সকলের প্রাণে আনে আনন্দের শিহরণ। পাতা ছাড়া গাছ গুলো নতুন পাতা জন্মায় আম গাছ মুকুলে ভরে যায়। বসন্তের বাতাস দক্ষিণ দিক থেকে বইতে থাকে। এই বাতাস মনকে উদাস করে দেয়। বসন্ত জানো নবজীবনের প্রতীক। গাছে গাছে পলাশ ও শিমুল ফুলের মেলা। চারিদিকে কোকিলের কুহু ধ্বনিতে ভরে ওঠে। কোকিল এর এই কুহু ডাকই জানান দেয় বসন্ত এসে গেছে। মৌমাছি প্রজাপতির দল ফুলে ফুলে ঘুরে ঘুরে মধু সঞ্চয় করে। শীতের জড়তা কাটিয়ে বসন্তে পৃথিবী সজীব হয়ে ওঠে।

প্রকৃতি যেমন নিজেকে রিক্ত করে বসন্তের সিংহাসন সাজিয়ে দিয়েছিল। তেমনি বসন্ত ও প্রকৃত রাজার মতন প্রকৃতিকে আবার নতুন রূপে সাজিয়ে দেয়। বসন্তকালের বৈচিত্রের বিভোর হয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন -
"আহা, আজ এ বসন্তে এত ফুল ফোটে এত বাঁশি বাজে এত পাখি গায় গান....."
বসন্তে চারিদিকে ফুলে ফুলে ভরে ওঠে।এই বসন্তে প্রকৃতি যেনো নতুন রূপে সাজে। তাই আমি এই বসন্তে কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20220219_173650.jpg

IMG_20220219_173706.jpg

IMG_20220219_173659.jpg
ইংরেজিতে এই ফুলকে বলে celosie. এই ফুল কে বাংলায় বলে মোরগ ফুল বা মোরগঝুঁটি নামেও ডাকা হয়। এই ফুলগুলো সচরাচর গ্রাম গঞ্জের আঙ্গিনায় বসতবাড়ির উঠানের পাশে রাস্তার ধারে বিভিন্ন জায়গায় ফুটে থাকে। প্রজাতিভেদে গাছের পাতা শাখা প্রশাখা ও ফুলের রং ভিন্ন হয়। লাল ,কমলা ,হলুদ, সোনালী ও সাদা মিশ্রন রঙের মোরগ ফুল দেখা যায়। এই ফুল গুলো গন্ধহীন উজ্জল রংয়ের মোলায়েম পালকের মতো হয়ে থাকে। পরিপক্ক ফুলের মাঝে ডাটা বীজের মত বীজ হয়। এর বীজগুলো অত্যন্ত ক্ষুদ্র। দেখতে অনেকটা লাল শাক বীজের মতো। এর পাতা বেশ লম্বা, শিরা ও মধ্যে শিরা স্পষ্ট অগ্রভাগ সূচালো। এই গাছগুলো উচ্চতায় ৪-৭ ফুট পর্যন্ত উঁচু হয়। পাতার রং হলদেটে সবুজ এবং মাঝখানে লালচে ছোপ দেখা যায়।

IMG_20220227_165118.jpg

IMG_20220227_165114.jpg

IMG_20220227_165100.jpg

IMG_20220219_170748.jpg

IMG_20220219_170741.jpg

IMG_20220219_165112.jpg
এই ফুল টির নাম হলো pitunia ( পিটুনিয়া )। এই ফুলকে বলা হয় শীতের রানী। এটি একটি বিদেশী ফুল। কিন্তু কাল ভেদে আমাদের দেশে শীতকালে এই ফুলগুলো দেখা যায়। এই ফুল গাছটি লতানো গাছ। এই ফুল গুলো এক কলার থেকে মাল্টি কালার হয়।এই ফুল গাছ গুলো বাড়ির ছাদে ও ব্যালকনিতে সহজে লাগানো যায়। খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। সামান্য সূর্যের আলো হলেই চলে। এরা নভেম্বর থেকে ফুল দেয়া শুরু করে এপ্রিল ও মে মাস পর্যন্ত একটানা ফুল দেয়। এই ফুল গুলো ভ্যারাইটিজ কালার হয়ে থাকে বলে দেখতে বেশি সুন্দর লাগে। এই ফুল গুলো বাড়ীতে লাগালে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পায়।

IMG_20220227_164650.jpg

IMG_20220227_164616.jpg

IMG_20220227_164608.jpg

IMG_20220227_164555.jpg
এই ফুল টির নাম dianthus ( ডায়ান্থাস ) এই নামটি একটি গ্রীক শব্দ। এই ফুল গুলো কে অনেক ঘাসফুল বলে। আমাদের দেশে সাধারণত এই ফুল গুলো শীতকালে ফুটতে দেখা যায়। তবে এটা বহু বর্ষজীবী। এই ফুলগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে। বাগান সাজাতে এই ফুলের জুরি মেলা ভার। এর ফুল থেকে বীজ হয়। এই ফুল গাছগুলো দোআঁশ মাটিতে খুব ভালো হয়। তবে এই ফুল গুলোর জন্য পর্যাপ্ত আলো বাতাসের প্রয়োজন হয়। এর পাতা গুলো দেখতে অনেক টা ঘাসের মতো দেখতে।

IMG_20220219_170320.jpg

IMG_20220219_170531.jpg

IMG_20220219_170356.jpg

IMG_20220219_170313.jpg
এই ফুল গুলোর নাম hollyhoke. এই ফুল গুলো দেখতে অনেকটা মাইকের মতো দেখতে হয়। এই ফুল গাছটি শীতকালে বেড়ে ওঠে গ্রীষ্মের এর মাঝামাঝি পর্যন্ত ফুল দেয়। এই ফুল গুলো বিভিন্ন রঙের হয়ে থাকে। এই গাছ গুলো সাধারণত ৩ - ৫ ফুট লম্বা হয়। গাছটির গিটে গিটে ফুল হয়। এই ফুল গুলো গন্ধ বিহীন।

IMG_20220227_165024.jpg

IMG_20220227_164907.jpg

IMG_20220219_173638.jpg

IMG_20220219_173635.jpg

IMG_20220219_173611.jpg

IMG_20220219_173602.jpg
এই ফুল গুলোর নাম হলো গাঁদা ফুল। এই গাঁদা ফুলের বৈজ্ঞানিক নাম tagetes erects. গাঁদা ফুল বিভিন্ন জাত ও রঙের দেখা যায়।এই ফুল সাধারণত উজ্জ্বল হলুদ ও গাঢ় খয়েরী হয়ে থাকে। এটি একটি শীতকালীন ফুল। কিন্তু এই ফুলগুলো গ্রীষ্ম ও বর্ষা কালে চাষাবাদ করে থাকে। বাগানের শোভা বর্ধন ছাড়াও বিভিন্ন উৎসব পূজা পার্বণ ও গৃহসজ্জায় এর ব্যাপক ব্যবহার রয়েছে। এই ফুল গাছগুলো ৯০ সেন্টিমিটার পর্যন্ত উঁচু হয়। পাতাও পক্ষ কারে কাটা এর পাতায় এক ধরনের গন্ধ পাওয়া যায়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের গলায় ও জনগণের অভিনন্দন আর ভালোবাসার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়।


Location : Eco Park, Kolkata, West Bengal, India


Device Used:
Camera maker : Xiaomi
Camera model : Redmi Note 8 Pro


Sort:  
 2 years ago 
বৌদি তোমার বসন্তের ফুলের ফটোগ্রাফি গুলো দেখে চোখ জুড়িয়ে গেল বলার ভাষা খুজে পাচ্ছিনা কিভাবে মন্তব্য করব।অনেক অনেক অনেক সুন্দর হয়েছে আপনার প্রতিটা ফুলের ফটোগ্রাফি তবে প্রথম ফুলটি আমাদের এদিকে মোরগ ফুল নামে পরিচিত।♥♥
 2 years ago 
বৌদি অসাধারণ লাগলো প্রতিযোগিতায় আপনার অংশগ্রহন দেখে। আর আপনার ফটোগ্রাফির মধ্যে অনেক গুলো নতুন ফুল খুঁজে পেলাম। খুবই ভালো লাগলো। আমার কাছে মোরগ ফুল বেশি ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর ফটোগ্রাফি আমাদের উপহার দেওয়ার জন্য।
 2 years ago 

অসাধারণ ফটোগ্রাফি ছিলো আপনার তোলা প্রতিটি ফুলের বর্ণনা ও ভালো ছিলো

 2 years ago 

আশাকরি বৌদি ভালো আছেন। এত এত ফুলের সৌন্দর্য দেখে খুবই মুগ্ধ হলাম। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুবই অসাধারণ। আসলে ফুলের সৌন্দর্য্য হৃদয় ছুঁয়ে গেছে। আপনি খুব সুন্দর করে সময় নিয়ে ফটোগ্রাফি গুলো করেছেন‌ সবগুলো ফটোগ্রাফি আমার খুব ভালো লেগেছে‌ এত সুন্দর ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 2 years ago 

চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন বৌদ। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুবই ভালো লাগছে। আর আপনার ফুলগুলো একবারে আমি আনকমন আর নাম গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। সবমিলিয়ে আপনার প্রতিটি ফুলের ফটোগ্রাফি অসাধারণ লাগছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

বসন্ত মানে চারপাশে ফুলের মেলা। বসন্তের ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেছি বৌদি। আপনি যে একজন দক্ষ ফটোগ্রাফার এতে কোন সন্দেহ নেই বৌদি। বৌদি আমাদের সবার সেরা। আপনার সব গুণ রয়েছে বৌদি। এত দারুন সব ফটোগ্রাফি সকলের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লেগেছে আমার। অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো বৌদি। ♥️♥️

 2 years ago 

অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফিক করেছেন আপনি বৌদি। আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রত্যেকটি ফুল দেখে আমার মন ভালো হয়ে গেছে। অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফিক হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি এত সুন্দর সুন্দর কিছু ফুল উপহার দেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

বৌদি প্রতিযোগিতায় অংশ করা দেখে এত বেশি আনন্দ অনুভব হচ্ছে যা ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ আপনি একজন মানুষ আর এমন কিছু আমাদেরকে উপহার দিয়ে থাকেন, যেখানে আপনি সবার থেকে এগিয়ে। আর আপনার দেওয়া উপহার গুলো আমাদের জন্য স্পেশাল হয়। আর আজকে আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি সেই সাথে আপনার মনের ভাবগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। এত সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদেরকে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা অবিরাম বৌদি।

 2 years ago 

দিদি এইবার তো আমি কনটেস্টে অংশগ্রহণ করতে পারলাম না 😢। যেভাবে প্ল্যানিং করেছিলাম সেভাবে এবার গুছিয়ে উঠতে পারিনি । তাই বেরোনো হয়নি ঠিকভাবে আর ফটোগ্রাফিও ভালোভাবে করতে পারিনি। তুমি তো জানো আমি ফুল কতটা ভালোবাসি। তোমার সবকটা ছবিই আমার ভালো লেগেছে। আসলে ফুল সেটা সামনে হোক কিংবা ছবিতে হোক দেখলেই মনে অন্য রকম একটা শিহরণ জাগে। আমার মনে হয় এই ছবিগুলো তোলার সময় তোমার মনও আনন্দে ভরে গেছিল। অনেক অনেক শুভেচ্ছা আর ভালবাসা রইলো দিদি ❤️❤️❤️❤️

 2 years ago 

মন খারাপ করে না। সামনে আরও অনেক প্রতিযোগিতা আসবে তাতে অংশ গ্রহণ করবে। সত্যি বলতে কি ফুল দেখলে আমার আনন্দে মন ভরে যায়। ফুল আমার খুব ভালো লাগে বোন। তোমার জন্য ও অনেক অনেক ভালোবাসা রইলো❤️❤️❤️

 2 years ago 

প্রিয় বৌদি, বসন্তের ফুলের ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনি অসম্ভব সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি সুন্দর ফটোগ্রাফির সাথে ফুল গুলোর বর্ণনা অত্যন্ত চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ভাল থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করছি।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 66843.30
ETH 3094.89
USDT 1.00
SBD 3.67