Diy ( এসো নিজে করি ) রং পেন্সিল দিয়ে অঙ্কন বাংলাদেশের বড় পদ্মা সেতু "

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বাংলাদেশের জনপ্রিয় একটি সেতু অঙ্কন আপনাদের সাথে শেয়ার করবো। যা নিয়ে কিছু দিন আগে ফেসবুক , ইউ টিউবে ব্যাপক তোলপাড় চলছিলো, যা একবার চোখে দেখতে হাজার হাজার মানুষ ছুটে গিয়েছিলো। নিশ্চ়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কিসের কথা বলছি হ্যা সেই বাংলাদেশের পদ্মা সেতু। আমার বাংলা ব্লগ কমিউনিটির অনেক ভাই বা বোনেরা পদ্মা সেতু চোখে দেখেছেন। কিন্তু হ্যা আমি কিন্তু নিজের চোখে তো দূরের কথা আজ ও পর্যন্ত ছবিতে ও দেখিনি। কারণ আমি একটা বিষয় নিয়ে এত মাতামাতি পছন্দ করি না। আমি মনে করি যা ব্রিজ বা সেতু তা দেখার কি আছে। সব ব্রিজ তো একই রকম হয়। তবে হ্যা আমার কথা শুনে কেউ কিছু মনে করবেন না। আসলে একটা গল্প আছে শিয়ালের, যে শিয়াল আঙ্গুর ফল খেতে পারে না তাই বলে আঙ্গুর ফল টক। অনেকটা সেরকমই আমার ব্যাপার। যাই হোক আজ সেই পদ্মা সেতু অঙ্কন আপনাদের সাথে শেয়ার করবো। এটি আঁকার তেমন কোনো কারণ নেই তবে ভাবলাম যা নিয়ে এত কিছু আজ সেই পদ্মা সেতু আঁকি। আমি এই সেতুর ছবি ও দেখিনি। তাই শুধু মাত্র মনের মাঝে কল্পনা করে এঁকেছি। জানি ভালো হয়নি আপনারা সবাই হাসবেন। শুধু মাত্র আমার বোন স্বাগতার কথা রাখার জন্য শেয়ার করছি। আমার নিজে এঁকে নিজেরই ভালো লাগছে না। তবে ও আমাকে বার বার বলছিলো সবার সাথে শেয়ার করার জন্য। আর ওর কথা ফেলতে পারি না। তবে আপনারা যারা পদ্মা সেতু চোখে দেখেছেন প্লিজ আমাকে জানাবেন বা দেখেননি আমার মতো। সবাই আমাকে সঠিকটা জানাবেন কেমন হয়েছে। তবে হ্যা আমার বোনের মতো মন রাখার চেষ্টা করবেন না। কারণ স্বাগতা তো আমাকে অনেক ভালোবাসে তাই ও আমার খারাপটা দেখতে পারে না। এটা আমি জানি।আর আপনারা জানেন আমি ছেলে বেলা থেকে কোনদিন ছবি আঁকিনি বা চেষ্টা ও করিনি। এখন একটু টুকিটাকি আঁকার চেষ্টা করি তা আবার সময় হয় না। যাই হোক কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

IMG_20220830_181007.jpg
উপকরণ:
১. সাদা কাগজ
২. পেন্সিল
৩. রবার
৪. রং পেন্সিল
৫. সাদা জল রং
৬. তুলি

IMG_20220829_222439.jpg

প্রস্তুত কারক:
১.প্রথমে কাগজের ওপর পেন্সিল দিয়ে একটি লম্বা দাগ কেটে নিতে হবে। তারপর ঐ লম্বা দাগের মাঝ বরাবর থেকে কিছুটা বেঁকিকে দাগ কেটে নিতে হবে।

IMG_20220829_222646.jpg

IMG_20220829_222748.jpg

IMG_20220829_223803.jpg

IMG_20220829_224145.jpg
২. এবার দাগের নিচে কয়েকটি সেতুর পীলার এঁকে নিলাম। সেতুর ওপর কয়েকটি ল্যাম্প পোস্ট এঁকে দিলাম। সেতুর ওপর রাস্তার মত এঁকে দিলাম।

IMG_20220829_224544.jpg

IMG_20220829_231717.jpg

IMG_20220830_015803.jpg

IMG_20220830_020514.jpg

IMG_20220830_020651.jpg

IMG_20220830_021614.jpg

৩.এবার সেতুর একটি বাস , ও একটি প্রাইভেট গাড়ী ল অঙ্কন করলাম। এবং নদীতে একটি জাহাজ ও আকাশে একটি এরোপ্লেন এঁকে দিলাম। এরপর পেন্সিল দিয়ে একটু ব্রীজের মত ডিজাইন করে দিলাম।

IMG_20220830_022730.jpg

IMG_20220830_022805.jpg

৪. এরপর রং পেন্সিল দিয়ে নদীর জল এঁকে দিলাম। আবার উপরে আকাশের মত রং করলাম। ল্যাম্প পোস্ট গুলো আর একটু গাঢ় করে দিলাম।

IMG_20220830_170934.jpg

IMG_20220830_171643.jpg

IMG_20220830_172027.jpg

IMG_20220830_172424.jpg

৫. এবার গাড়ি, জাহাজ ও এরিপ্লেনে রং করলাম। আর সেতু টি বিভিন্ন রং করে দিলাম

IMG_20220830_172529.jpg

IMG_20220830_172850.jpg

IMG_20220830_173027.jpg

IMG_20220830_173409.jpg

IMG_20220830_174124.jpg

IMG_20220830_174628.jpg

IMG_20220830_180430.jpg
৬. এরপর সাদা জল রং দিয়ে ছোট ছোট দাগ কেটে দিলাম। যাতে অনেকটা রাস্তার মত দেখতে লাগে।

IMG_20220830_180537.jpg

IMG_20220830_180928.jpg

IMG_20220830_181012.jpg
এবার আমার আঁকা বাংলাদেশের বড় পদ্মা সেতু শেষ হলো। জানি না কেমন হয়েছে। আপনারা জানাবেন আপনাদের সবার কমেন্টের অপেক্ষায় রইলাম।আসলে আমি কখনো দেখিনি তাই মনের কল্পনা নিয়ে এঁকেছি। জানিনা সেই অর্জিনাল পদ্মা সেতুর মতো দেখতে হয়েছে কি না।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।

Sort:  
 2 years ago 

বৌদি আমাদের জন্য পদ্মা সেতু আশীর্বাদ স্বরূপ আর আপনি আজ আমাদের এই চমৎকার আকর্ষণীয় সেতুটি অঙ্কন করে দেখিয়েছেন। খুবই সুন্দর হয়েছে মনে হয় যেন আপনি বাস্তবে দেখে গিয়েছেন। আর সেরকম করেই অঙ্কন করছেন জাস্ট অসাধারণ হয়েছে।

 2 years ago 

বৌদি কি বলবো আর কি লিখবো আপনার পদ্মা সেতু দেখেই সত্যি অবাক হয়ে গেলাম। আমি অনেকটা আপনার মতোই মনের ভাব প্রকাশ করছি। যে পদ্মা সেতু একটা ব্রিজ এটা নিয়ে মাতামাতি করার কিছু নেই। আসলে সত্যি কথা বলতে কি দেখার মত সেই সৌভাগ্যটা আমারও হয়নি। আপনি বাংলার ওপার থেকে অসাধারণ পদ্মা সেতু তৈরি করে দেখিয়ে দিয়েছে সত্যিই আপনি গ্রেট। আপনার অনুভূতি অবাক হয়ে গেলাম। এত সুন্দর পদ্মা সেতুর চিত্র অঙ্কন করে চমকে দেওয়ার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম বৌদি।

 2 years ago 

বৌদি আমি তো প্রথমে মনে করেছিলাম পদ্মা সেতুর একটি বাস্তব ফটোগ্রাফি এটা। সত্যিই অসাধারণ সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন আপনি। পদ্মা সেতুর চিত্র অংকনের দক্ষতা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছি। অসাধারণ একটি চিত্র অংকন পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

রং পেন্সিল দিয়ে অঙ্কন বাংলাদেশের বড় পদ্মা সেতু এই ধরনের অংকন তৈরি করতে হলে সত্যি অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন।কোন মানুষের মধ্যে যদি এটা না থাকে তাহলে এমন সুন্দর অঙ্কন করা অসম্ভব।আর আপনি দেখছি প্রথম থেকেই শেষ পর্যন্ত ধাপগুলো বেশ দক্ষতার সাথে পেন্সিল দিয়ে ফুটিয়ে তুলেছেন ।কালার কম্বিনেশনটা সব থেকে বেশি ভালো ছিল ধন্যবাদ।

 2 years ago 

রং পেন্সিল দিয়ে বেশ ভালোই আপনি পদ্মা সেতুর ছবিটি এঁকেছেন। ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালো লাগছে দেখে। ছোট্ট একটি জাহাজ চোখে পড়ছে সেটা বেশ কিউট লাগছে। সবমিলিয়ে ছবিটা বেশ সুন্দর এঁকেছেন।

 2 years ago 

দারুন এঁকেছেন বউদি। চমৎকার হয়েছে ছবিটি। আপনি যে পদ্মা সেতু এতোটা খুঁটিয়ে দেখেছেন দেখে অবাক লাগছে। সেতুর নিচের অংশের রেলপথ ও বাদ দেননি। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি ছবির জন্য।

 2 years ago 

জ্বী বৌদি আমিও সম্পূর্ণরুপে আপনার সাথে সহমত পোষণ করছি আর এই কারনেই এখন পর্যন্ত আমি সেটা দেখতে যাই নাই। কারন ব্রীজতো ব্রীজই, কিন্তু আমাদের দেশে এটা নিয়ে যা হৈ চৈ হয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। অতিরিক্ত হৈ চৈ এর কারনে এর প্রতি আমার আগ্রহটা কমে গিয়েছে তাই পয়সা খরচা করে দেখতে যাওয়ার মাঝে কোন আনন্দ আছে বলে আমি মনে করি না।

আর ড্রয়িং আপনি যে না দেখে এতো সাহস করে ড্রয়িং করেছেন, সেটার জন্য আগে আপনাকে ধন্যবাদ দেয়া উচিত। আপনার ড্রয়িং নিয়ে নতুন করে কিছুই বলার নেই, বেশ সুন্দর ড্রয়িং করেছেন। ধন্যবাদ

 2 years ago 

সত্যিই রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম বৌদি আপনার এই অংকন দেখে আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে পেন্সিল ব্যবহার করে পদ্মা সেতু অঙ্কন করে শেয়ার করেছেন। আপনি বরাবরই অনেক সুন্দর অঙ্কন করেন আপনার অংকন নিয়ে আর কি প্রশংসা করবো নতুন করে। যাইহোক পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর অংকন আপনার থেকে আশা করব।

 2 years ago 

আমার আবার দেখতে ইচ্ছে না করলেও দেখা হয়ে যায়।কারণ আমার শ্বশুর বাড়ি আবার দক্ষিণ বঙ্গে তাই ঢাকা আসার পথে দেখা হয়ে যায়। বৌদি আপনার কথায় যুক্তি আছে ব্রিজ তো ব্রিজই এটা নিয়ে এত মাতামাতি করার কি আছে।যাই হোক আপনি ওপার বাংলা থেকে এবং কোনো কিছুতে এই দৃশ্য না দেখে অবাক হওয়ার মতো এই পদ্মা সেতুর ছবি অঙ্কন করেছেন। আপনার এই আর্ট অসম্ভব সুন্দর হয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রতিটা ধাপ এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চমৎকার বৌদি দেখে অনেক ভালো লাগল। পদ্মা সেতুটা চমৎকার একেছেন। অনেক সুন্দর আর্ট করেন আপনি। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59401.87
ETH 2615.39
USDT 1.00
SBD 2.40