ফটোগ্রাফি: প্রথমবার লঞ্চে করে কুঠি ঘাট যাওয়া

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি, আপনারা সবাই ভালো আছেন।আমি আগের পোস্টে বলেছিলাম প্রথমবার লঞ্চে ভ্রমণ করেছি। আমরা বেশ কিছুসময় জেটি তে লঞ্চের জন্য অপেক্ষা করছিলাম। এরপর বাবুর কাকা দুই প্যাকেট চিপস, ও জল নিয়ে আসলো। আবার আমরা সবাই মিলে ঝাল মুড়ি খেলাম। আবার কিছু ফটোগ্রাফি করলাম। এরপর লঞ্চ আসলে উঠে পরলাম। আমি লঞ্চে উঠতে প্রচন্ড ভয় পাচ্ছিলাম ঠিক তখনই স্বাগতা বুঝতে পেরে সেদিন ও আমাকে খুব সাপোর্ট দিয়েছিলো। প্রথম বার লঞ্চে উঠেছি তাই অন্য রকম একটা অনুভূতি কাজ করছিলো, আবার ভয় ও লাগছিলো। তবে ভয়ের থেকে আনন্দ হচ্ছিলো খুব।

IMG-20220812-WA0020.jpg

IMG_20220812_174140.jpg

IMG_20220812_173409.jpg
টিনটিন বাবুর ও এই প্রথম লঞ্চে ওঠা। বাবুও একটু ভয় পাচ্ছিলো আর সেদিন ওর মন খুব খারাপ ছিলো। তাই ও সেদিন খুব একটা আনন্দ করিনি। এরপর আমরা কুঠি ঘাটে নেমে গেলাম। আসলে বেলুড় মাঠ যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সন্ধ্যা হয়ে আসছিলো আবার বাড়ি ফেরার তাড়া ছিলো । তাই আর বেশি দূরে গেলাম না। তবে আর একদিন যাওয়ার ইচ্ছা আছে পরিবারের সবাই মিলে। কুঠিঘাটে নেমে কিছুক্ষন ঘুরাঘুরি করলাম। প্রায় ২০ মিনিটের মতো ঘুরাঘুরি করে আবার টিকিট কাটতে এসে দেখি সেদিন আর ফেরার লঞ্চ নেই। এখন কি করব বুঝতেই পারছি না। এদিকে আমাদের তো বাগবাজার রেখে আসছি। সে ড্রাইভার আবার এদিকে তেমন চেনে না। কারণ সেদিন নতুন এক ড্রাইভার নিয়ে গিয়েছিলাম। তারপর কিছুক্ষণ হেঁটে টোটো তে উঠলাম। এরপর টোটো থেকে নেমে বাসে করে গাড়ির কাছে পৌঁছালাম।

IMG_20220812_174140.jpg

IMG_20220812_182004.jpg

IMG_20220812_181819.jpg

IMG_20220812_181839.jpg
আসলে সেদিন বাবুর প্রথম বাসে ও ভ্রমণ হয়ে গিয়েছিলো। তবে যাই হোক সব কিছু মিলিয়ে বেশ মজাই হয়েছিলো। সেদিনের পুরো ক্রেডিট স্বাগতার। আমাকে এক মিনিটের জন্য ও মনে করতে দেই নি যে আপনাদের দাদা আমার সঙ্গে নেই। আর সেদিন ওর জন্যই আমার লঞ্চে ওঠা হয়েছিলো।আর সেদিন অনেক বেশি আনন্দও পেয়েছিলাম।আজ এই পর্যন্তই কাল নতুন কোন বিষয় নিয়ে আবার আসবো।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।

IMG-20220812-WA0040.jpg

IMG-20220812-WA0038.jpg

IMG-20220812-WA0031.jpg

IMG_20220812_171216.jpg

Sort:  
 2 years ago 

বাহ,অনেক সুন্দর জায়গায় ঘুরেছেন বৌদি।মন্দিরটি বেশ পুরোনো,তাছাড়া আমিও কখনো লঞ্চে উঠিনি।নদীতে ভ্রমন সত্যিই আনন্দের।ধন্যবাদ ও শুভকামনা রইলো আপনাদের জন্য।

 2 years ago 

বৌদি, টিনটিন বাবুর কি হয়েছিল ওর মন কেন খারাপ ছিল? দাদাকে না নিয়ে গিয়ে তোমরা তো ভালই ভ্রমণ করেছ। দাদা ব্লগটা পড়লে পরেরবার থেকে তোমাদের বলবে "তোমরাই যাও আমি আর যাব না আমাকে ছাড়া তোমরা সেদিন এত সুন্দর ভ্রমন করে এসেছো" । যাইহোক, ছোট দিদিকে অনেক অনেক ধন্যবাদ বৌদি এবং টিনটিন বাবুকে এত সুন্দর করে ঘুরিয়ে নিয়ে আসার জন্য।

 2 years ago (edited)

যাক অবশেষে এ পোস্টের মধ্যে আপনাদের সবাইকে দেখতে পেলাম। আসলেই বোঝা যাচ্ছে স্বাগত আপু আপনাকে খুব ভালো সাপোর্ট করেছিল। আর বোঝাই যাচ্ছে গোল্টুর মন খারাপ ছিল তার বাবার জন্য । আপু একটি ছবিটি খেয়াল করলাম যেখানে ছোট দাদা সেলফি তুলেছিল আপনার আর স্বাগতাদের পিছনে একজন ছেলে হাত তুলে রেখেছে 😁।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ দিদি আপনাকে। আপনার ফটোগ্রাফির মাধ্যমে কুঠি ঘাটদর্শন করতে পারলাম। নদী দিয়ে লঞ্চ বা ফেরিতে ভ্রমণ করলে এর একটা মজাই আলাদা। যাক অনেক ইনজয় করেছেন। ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক চমৎকার একটি সময় অতিবাহিত করেছেন দিদি, তবে সব স্বাগতার দিদিকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি সময় আপনাদের উপহার দেওয়ার জন্য। বিশেষ করে টিনটিন বাবুর প্রথম লঞ্চে উঠছে এবং বাসে ওঠার অনুভূতি গুলো অনেক ভাল ছিল। সেই সাথে আপনার ফটোগ্রাফি গুলো অনেক চমৎকার ছিল দিদি।।

 2 years ago 

বৌদি ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে আপনাদের সময়টা খুব ভালো কেটেছে। স্বাগতা আপুকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে সুন্দর একটি জায়গায় ঘুরতে নিয়ে ভালো একটা সময় উপহার দেওয়ার জন্য। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এভাবেই যাতে সব সময় সবাই একসাথে ভালো সময় কাটাতে পারেন।

 2 years ago 

আশা করি লঞ্চ ভ্রমন খুবই উপভোগ করেছেন বৌদি। খুব ভালো লাগে কিন্তু । আমার বাড়ি যাওয়ার সময় প্রতিবার লঞ্চ এ করেই যাওয়া হয়। তাই লঞ্চ ভ্রমন এর মজা টা আমি জানি।

 2 years ago 

দুই বোনে খুব মজা করেছ বৌদি। প্রথমবারের অনুভূতিগুলো আসলেই অনেক স্মৃতিবহুল এবং বেশ অন্যরকম হয়ে ওঠে। ৯ নম্বর ছবিটি দুর্দান্ত লাগছে। আর তোমাদের দুজনকেও ভীষণ ভালো লাগছে। ভালো থেকো।

 2 years ago 

সেদিনের পুরো ক্রেডিট স্বাগতার।

শুধু তো একটু ঘুরতেই যেতে চেয়েছো।তোমাদের খুশির জন্য এইটুকু করতেই পারি। আর সেদিন ভীষন মজা হয়েছিল।খুব তাড়াতাড়ি আরেকটা ভালো জায়গায় নিয়ে যাবো ❤️।

 2 years ago 

তুমি তো আমাদের খুশি রাখার সবসময় চেষ্টা করো।তোমার পরীক্ষা শেষ হলে চলো আবার কোথাও থেকে ঘুরে আসি।অনেকদিন হলো কোন রেস্টুরেন্টে খেতে যাওয়া হয় নি। চলো একদিন ঘুরে আসি❤️❤️❤️

 2 years ago 

প্রথমবার লঞ্চে উঠে কুঠি ঘাট যাওয়ার পথে অসাধারণ কিছু ফটোগ্রাফি করছেন। দুই দিদি ও আমাদের টিনটিন বাবুর ফটোগ্রাফিটি খুবই সুন্দর হয়েছে এবং কুঠির ঘাটে যাওয়া পথে অনেক উপভোগ করছেন যা ফটোগ্রাফি দেখলেই বোঝা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি, এত সুন্দরকরে প্রথম লঞ্চের উঠার অনুভুতির পাশাপাশি, ভ্রমনের সময় এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা দিদি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65792.18
ETH 2695.80
USDT 1.00
SBD 2.90