নিজের লেখা নতুন একটি কবিতা "রাতের নিস্তব্ধতা "

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ অনেক দিন পর আবার নতুন একটি কবিতা শেয়ার করবো।আসলে অনেক ক্ষন বসে ভাবছি কি লিখবো। আর আমার এক বোন বা বন্ধু বলতে পারেন তার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলছিলাম। ঠিক তখনই একটা কবিতা মাথায় আসলো। আর যেই ভাবা সেই কাজ।তবে আজ ছোট একটি কবিতা লিখলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20220209_164903.jpg

রাতের নিস্তব্ধতা

নিস্তব্ধতা ছেয়ে দিয়ে যায় গোটা শহরে,
সবকিছু থেমে যায় রাতের প্রহরে।
স্তব্ধতা শুধু ঘোষণা করে এ রাতে,
জেগে উঠে শহর আজ নির্ঘুম আবার।

মনের ভাঙচুরে কবিতার আঘাত,
চায় ভেঙ্গে দিতে কঠোর এ করাঘাত।
ঈর্ষাকাতর প্রার্থনায় ঝুঁকে সমাজ,
ক্ষয়ে ক্ষয়ে যায় মুখ মুখোশের অন্তরালে।

সব কিছু অর্থহীন হয় আঁধার, আসে না প্রভাত,
শক্তির নিঃশেষে জাগে আরো দীর্ঘতম রাত।
তোমার পথ ঘুরে দেখা আওয়াজ,
নেমে আসে রাতের আঁধাররূপ সমাজ।

রাতের গল্প সাজে চোখের পাতায়,
শূন্যময় সব তোমার অপেক্ষায়।
টিসিবির গাড়িতে আয় ছুটে আয়,
প্রিয়তম তোমার জন্য উন্মুক্ত চাঁদ তাই গান গায়।

পথে প্রান্তরে ঘুরবো তুমি আর আমি দু'জনে,
নাম না জানা বুনো ফুল গুঁজে দেব তোমার খোঁপার ভাঁজেতে।

Sort:  
 2 years ago 

প্রিয়তম এর উদ্দেশ্যে এতো সুন্দর চরণগুলি পড়ে বেশ ভালো লাগলো বৌদি।

 2 years ago 

রাতের গল্প সাজে চোখের পাতায়,
শূন্যময় সব তোমার অপেক্ষায়।
টিসিবির গাড়িতে আয় ছুটে আয়,
প্রিয়তম তোমার জন্য উন্মুক্ত চাঁদ তাই গান গায়।

বৌদি আজকে আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার এই কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। কবিতার মাধ্যমে রাতের সৌন্দর্য এবং রাতের প্রকৃতিও ফুটে উঠেছে। কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

পথে প্রান্তরে ঘুরবো তুমি আর আমি দু'জনে,
নাম না জানা বুনো ফুল গুঁজে দেব তোমার খোঁপার ভাঁজেতে।

বৌদি আপনার কবিতার শেষ এর লাইন টুকু বেশ ভালো লেগেছে আমার কাছে। আপনি বরাবরই খুব সুন্দর কবিতা লেখেন। আপনার কবিতাগুলো আমার কাছে সব সময় খুব ভালো লাগে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বৌদি সবসময় এমন সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।

 2 years ago (edited)

বৌদি কিছু কিছু ক্ষেত্রে আমারও আপনার মত হয়ে যায়। কিন্তু সেটা জানিনা তবে হয়ে যায়। মনের অজান্তে অনেক কিছু হয়। আপনার হঠাৎ করে মনে আশা কবিতাটি ছিল দারুণ, খুব উপভোগ করলাম। আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।

 2 years ago 

বাহ,দারুণ কবিতা লিখেছেন বৌদি।কবিতার প্রথম দিকে কিছুটা নীরবতা ও নিস্তব্ধতার আভাস থাকলেও শেষটা খুবই সুন্দর।আর স্বপ্নগুলি এক একটি গল্প হয়ে চোখের পাতায় উকি দেয়।ভালো লাগলো পড়ে, ধন্যবাদ বৌদি।

 2 years ago 

আমি কবিতা প্রেমিক। কবিতা লিখতে যেমন ভালোবাসে। ঠিক তেমনি অন্যের কবিতা পড়তে খুব বেশি ভালোবাসি। আপনার এত সুন্দর কবিতা আমাকে খুবই মুগ্ধ করেছে, তাই বারবার চেষ্টা করলাম পাঠ করার জন্য।

 2 years ago 

বৌদি আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। খুব ভালো লেগেছে। কবিতার কথা গুলো অনেক সুন্দর ছিলো। খুবই ভালো ভাবে গুছিয়ে লিখেছেন কবিতাটি। অসাধারন হয়েছে।

 2 years ago 

দিদিভাই আজকে একটু ভিন্নভাবে উপস্থাপন করেছেন সব টা। আমার তো তাই মনে হলো। লেখা গুলো পড়লে কেমন যেন ভেতরে কেদে উঠে খুব। তবু নিজেকে আড়াল করে নিয়ে যাই। অনবদ্য লিখেছেন।

 2 years ago 

রাতের গল্প সাজে চোখের পাতায়,
শূন্যময় সব তোমার অপেক্ষায়।
টিসিবির গাড়িতে আয় ছুটে আয়,
প্রিয়তম তোমার জন্য উন্মুক্ত চাঁদ তাই গান গায়।

অনেক দিন বাদে বৌদির নিকট হতে আবেগময় দারুণ একটা কবিতা পেলাম। সত্যি আপনি কবিতা দারুণ লেগেছে, ছন্দগুলোর মাঝে দারুণ একটা ভাব থাকে, যার কারনে কবিতাগুলো অনেক বেশী সুন্দর হয়।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67844.42
ETH 2429.36
USDT 1.00
SBD 2.35