নিজের স্বরচিত : একটি পাখির গল্প কবিতার ছন্দে ছন্দে ," ঘুঘু পাখির স্বাধীনতা"

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি , আপনারা সবাই ভালো আছেন। একটি পাখির ছোট গল্প কবিতার ছন্দে ছন্দে আপনাদের সাথে শেয়ার করবো।এটি ঘুঘু পাখির স্বাধীনতার গল্প। আমার একই ধরনের কিছু বেশি দিন করতে পারি না। আর এক টানা প্রেম ভালোবাসা বিরহের কবিতা লিখতে ভালো লাগে না। আমার সারাক্ষণ ভিন্ন কিছু করতে ভালো লাগে। তাই আজ একটু ভিন্ন রকম নিয়ে হাজির হলাম। চলুন শুরু করা যাক।আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG_20211027_160535.jpg

ঘুঘু পাখির স্বাধীনতা

একটি ঘুঘুর দুটি ছানা তিরিং বিড়িং নাচে
দূরের বনে বসতি তাদের শিউলী ফুলের গাছে।
হাসতো রোজই খেলতো রোজই ঘুরতো বনে বনে
বনটা তাদের মায়ের মতই ভাবনা পুষে মনে।

একদা বনে আসলে শকুন করলো আদেশ জারি
থাকতে বনে রাখতে মনে আমার হুশিয়ারি।
কিন্তু ঘুঘুর বাচ্চা দুটো ভীষণ প্রতিবাদী
থাকবো নাকো রাজার সনে এক কথা, এক দাবি,

শকুন শুনে চমকে ওঠে দেখবো বেটা নবাব
রক্ত আগুন বুলেট ছুড়ে দিবোই কথার জবাব।
দেখবি তখন বুঝবি বাছা মরার কেমন স্বাদ
ঘুঘু ছানার কন্ঠে তবু জয়ের প্রতিবাদ।

কিন্তু মায়ের হাজার বারণ হৃদয় মাঝে ভয়
ঘুঘু ছানার কন্ঠে তবু জয় বাংলা জয়।
ছেলের মায়া প্রানের মায়া আজকে মাগো থাক
বনটা জুড়ে রক্ত আগুন যুদ্ধে যাবার ডাক।

এমনি করে ঘুঘুর ছানা জয়ের মুকুট পরে
যুদ্ধ শেষে বীরের বেশে ফিরল মায়ের ঘরে।
সেদিন থেকেই স্বাধীন রাজ্যের পতাকার ছবি আঁকা
বিজয় তুমি দেশ ও জাতির স্বপ্ন কাজল মাখা।

Sort:  

একই রকম লেখা লিখতে যেমন ভালো লাগে না, পড়তেও তেমন মন বসে না। আপনার এই ভিন্নধর্মী চিন্তা ভাবনার জন্যই এত ভালো লাগে দিদিভাই। লেখাটার ভেতর একটা উদ্দীপনা ছিল। ভেতর থেকে যেন ভালো লাগা কাজ করলো। নিজের অধিকার ছিনিয়ে নিতে এভাবেই হয়তো লড়াই করে যেতে হয়। দৃঢ়প্রতিজ্ঞ না হলে কোন কিছুতেই সফলতা আসবে না।

 2 years ago 

খুবই অসাধারণ হয়েছে বৌদি আপনার স্বরচিত "ঘুুঘু পাখির স্বাধীনতা"কবিতাটি। প্রতিটি লাইনে যেন ছন্দের সমাহার। বিশেষকরে নিচের লাইনগুলো আমার কাছে খুব চমৎকার লেগেছে --

কিন্তু মায়ের হাজার বারণ হৃদয় মাঝে ভয়
ঘুঘু ছানার কন্ঠে তবু জয় বাংলা জয়।
ছেলের মায়া প্রানের মায়া আজকে মাগো থাক
বনটা জুড়ে রক্ত আগুন যুদ্ধে যাবার ডাক।



অসংখ্য ধন্যবাদ বৌদি এত সুন্দর ও চমৎকার একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমাদের সমাজে ঠিক এভাবেই শক্তিধর গোষ্ঠীরা দূর্বলদের উপর অন্যায় অত্যাচার করে চলেছে প্রতিনিয়ত।
তাদের অন্যায় অত্যাচার সহ্য না করে আমাদেরও উচিত মাথা উঁচিয়ে বীরের মতো বাচা।
পুরা কবিতাটা একদম কিলিং ছিল বৌদি🔥।শুভ কামনা রইলো 🌸☺️এমন আরো অনেক চাই।

 2 years ago 

সত্যি বলতে স্বাধীনতা অর্জনের পেছনে অনেক গল্প লুকিয়ে থাকে। সেই সাহসীকতা একসময় তাদেরকে স্বাধীনতা এনে দেয়। বৌদি আপনার লেখা কবিতাটি খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে বৌদি।

 2 years ago 

আসলেই একটানা কোন কাজ করে আরাম পাওয়া যায় না। আপনার আজকের কবিতাটি আসলেই ভিন্ন ধরনের হয়েছে। প্রেম বিরহের কবিতা থেকে সম্পূর্ণ ভিন্ন হয়েছে আজকের কবিতাটি। খুব চমৎকার লিখেছেন বৌদি আজকের কবিতাটি।

 2 years ago 

ঠিকই বলেছেন মাঝে মাঝে আমাদের ভিন্নতা নিয়ে আসা উচিত, বেশ দারুন ছিল কবিতাটি চমৎকার ছন্দে নিয়ে খেলা হয়েছে প্রতিটা লাইনে।

 2 years ago 

ছন্দের সাথে তাল মিলিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন বৌদি। আসলে আপনার ছন্দের সাথে তাল মিলিয়ে কবিতাটি পড়তে আমার অনেক ভালো লেগেছে। আসলে এরকম সুন্দর কবিতা পড়তে অনেক ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আরে না না না প্রেম ভালোবাসা ছাড়া কি কবিতা জমে? হি হি হি

বৌদি কবিতা ভালো লেখেন এটা কিন্তু শুধু আপনাকে খুশি করার জন্য বলি না, বরং সত্যি আপনার কবিতাগুলো দারুণ হয়। আজকের পুরো কবিতার মাঝে দারুণ একটা বিদ্রোহী ভাব ছিলো বিশেষ করে নিচের লাইনগুলোতে-

কিন্তু মায়ের হাজার বারণ হৃদয় মাঝে ভয়
ঘুঘু ছানার কন্ঠে তবু জয় বাংলা জয়।
ছেলের মায়া প্রানের মায়া আজকে মাগো থাক
বনটা জুড়ে রক্ত আগুন যুদ্ধে যাবার ডাক।

মনে হচ্ছে সংগ্রামী বাঙালির একটা চিত্র ফুটে উঠছে চোখের সামনে। দারুণ লেগেছে পুরো কবিতাটি।

 2 years ago 

বাহ অনেক সুন্দর হয়ছে তো। কবিতটা পড়ে প্রফেশোনাল কবিই মনে হয়েছে। অবশেষে ঘুঘুর ছানা বনকে স্বাধীন করেই ঘরে ফিরল। খুব ভাল লাগলো। ধন্যবাদ আপু।

 2 years ago 

অসাধারণ কবিতা লিখেছেন বৌদি।কবিতাটি শকুন ও ঘুঘুপাখির দারুণ এক গল্প ছন্দকারে তুলে ধরেছেন।আমার মনে হয় আপনি এই কবিতার মাধ্যমে ঘুঘু পাখি দ্বারা বাংলার নিরীহ মানুষকে ও শকুন বলতে পাক বাহিনী বা ব্রিটিশদেরকে বোঝাতে চেয়েছেন।শেষমেষ যুদ্ধ করে শকুনদের হাত থেকে বাংলার জয় নিশ্চিত হলো। খুবই অর্থপূর্ণ কবিতা লিখেছেন, ধন্যবাদ বৌদি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59401.87
ETH 2615.39
USDT 1.00
SBD 2.40