রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষ্যে একট কবিতা "বাইশে শ্রাবণ অস্তমিত রবি"

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন।১৩৪৮ বঙ্গাব্দ বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহান প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি।১৯৪১ সালের ২২ শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চলে গেলেন এক অমৃত লোকে। হাজার হাজার মানুষের অশ্রু ঝরিয়ে চলে গেলেন না ফেরার দেশে। কবি ভানুসিংহ পদাবলীতে মৃত্যুকে নিয়ে একটি বন্ধনা লিখেছিলেন। কাব্য সাহিত্যের একটি বিশাল অংশে রবীন্দ্রনাথ প্রমার্ধের সন্ধান দিয়েছিলেন আর সেই প্রমার্ধের সাথে বিলীন হয়ে যান। কবি মৃত্যুকে একাধিকবার সামনে থেকে দেখেছেন। চোখের সামনে একে একে তার প্রিয়জনদের হারিয়েছেন। কবির জীবনে বাইশে শ্রাবণ ছিল একটি মৃত্যু দিন। কবির সবথেকে প্রিয়তম দোহিত্র বিপিন্দ্রনাথ হঠাৎ এই দিনে মারা যায় বাইশে শ্রাবণে। তার মৃত্যুর আগ পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর প্রিয়জনদের হারানোর বেদনা পেয়েছেন অনেকবার। বিয়ের চার মাস অতিক্রান্ত হতে না হতেই তার নতুন বৌঠান যতীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী কাদম্বরী দেবী আত্মহত্যা করেন। মৃত্যু এসে আবারো একবার তার শিহরে দাঁড়িয়ে ছিল।মাত্র ২৮ বছর বয়সে তিনি তার স্ত্রীকে হারান। তার আগে তার প্রথম সন্তান বেলার জন্ম হয় ১৯৮৮ সালে তারপর মেজ মেয়ের রেনু ছোট মেয়ে মিরার জন্ম হয়। তার বড় মেয়ের বিয়ের পরপরই বেলা মারা যান। কবি রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুর কিছুদিন আগে একটি কবিতা রচনা করেন।

" তোমার সৃষ্টির পথ রেখেছো আকীর্ণ করি,
বিচিত্র ছলনার জালে হে ছলনাময়ী।।"

তিনি যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ওই দিন ছিল রাখি পূর্ণিমার দিন মধ্যাহ্নে। শোকস্তব্ধ হয়ে যায় দুই বাংলার মানুষ। সেই দিন থেকে আজও পর্যন্ত বাইশে শ্রাবণের দিনে তার ভক্তরা অশ্রুসিক্ত নয়নে তাকে স্মরণ করেন এবং তার তাকে শ্রদ্ধা জানান। তাই আমি তার প্রয়াণ দিবস উপলক্ষ্যে একটি কবিতা শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20220627_172856.jpg

বাইশে শ্রাবণ রবি অস্তমিত

পঁচিশে বৈশাখ উদিত রবি অস্ত যায় বাইশে শ্রাবণ
শ্রাবণের শীতল জলে তুষ্ট প্রকৃতি,
শোকের চারিদিক বিবর্ণ সকল মাটঘাট প্রান্তর।
ঠিক তখন দুপুরবেলা, থমথমে যেন আকাশ বাতাস
রবি তখন মধ্য গগনে তবুও মুখ ভার।
রবির প্রস্থানে নেমে এলো অমানিশার ঘোর অন্ধকার।
হায়, হায় ,হায় এ কি হলো?
আজ বুঝি নিবে গেল হাজার রবির আলো।
যে আলোয় সকল অজ্ঞানতার অন্ধকার দূর করে।
সারা বিশ্বের মানুষের হৃদয়ে জ্বলেছে জ্ঞানের আলো।
তোমার অক্ষরে যেন অমৃতের ধারা বয়ে গেছে সমগ্র ভূ ভাগে,
সাহিত্য জগতে রাজার রাজা মহা হিমালয় তুমি।
তুমি শুধু বুঝেছিলে মৃত্যু তো মৃত্যু নয় এ যেন আসা-যাওয়ার খেলা চলে।
পৃথিবীর এই সীমিত সময় সবাইকে কত কিছু দিতে হবে,
তাইতো সমস্ত দুঃখ বেদনা ভুলে কলমে কাটতো তোমার বেলা।
উজাড় করে সবই দিয়ে চলে গেছো অমৃত লোকে।
তোমাকে দেখার সৌভাগ্য হয়নি কখনো এ জনমে,
কল্পনার সাজানো সমুদ্রে ডুব দিয়ে দেখি তোমায় প্রাণ ভরে।
নিজের কাছে প্রশ্ন করি কুল কিনারা নাই রবীন্দ্র সমুদ্রে!
তাইতো বলি প্রাণের ঠাকুর তোমায় বোঝার আমার সাধ্য নাই।
বিশ্ব বোধে জাগ্রত মহাপ্রাণ থেমে গেল চিরতরে,
তাইতো তোমার চলে গিয়ে ও হলো না যাওয়া,
হে কবিগুরু জাগ্রত আছো তুমি এই বিশ্ব জগত জুড়ে।
দুঃখের এই দিনে প্রাণ জুড়ায় গীতাঞ্জলি ও গীতবিতান এর পাতা ছুঁয়ে,
তোমায় পূজা করি ঠাকুর তোমার কবিতা গান গেয়ে।
বাইশে শ্রাবণ এর পূর্ণ লগ্নে তোমার পুষ্পরথ পৌঁছায় অমৃত ধামে।
হে কবিগুরু, এই অশ্রুসিক্ত নয়নে জানাই তোমাকে প্রণাম।

Sort:  
 2 years ago 

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষ্যে আপনার রচিত কবিতাটি পড়ে রেখে যাওয়া বিভিন্ন কবিতাগুলো বেশ মনে পড়ে গেল। আমাদের বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি চলে গেছেন ঠিকই কিন্তু রেখে গেছেন তার অমূল্য সম্পদ। আর তার রেখে যাওয়া অমূল্য সম্পদের মধ্যে তিনি অমরত্ব লাভ করেছেন। অনেক অনেক শান্তিতে থেকো ওপারে আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর।

 2 years ago 

জাতীয় কবি মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষ্যে আপনি সুন্দর একটি কবিতা লিখেছেন। আসলেই চোখের সামনে প্রিয়জন গুলো মরতে দেখা বেশ কষ্টকর।যাই হোক কবিতা আসলেই সুন্দর। ধন্যবাদ

 2 years ago 

রবি ঠাকুর যেন সাহিত্যের রবি যিনি কোন এক শ্রাবণে অস্তমিত হয়েছেন । তবে তিনি বেঁচে আছেন তার সাহিত্যের লালিমা হয়ে যা কিছুক্ষণ আগে অস্তমিত সুর্যটাকে বার বার মনে করিয়ে দেয় । রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে মৃত্য ব্যাথা অনেকবার আঘাত দিয়েছে প্রিয়জনদের হারানোর মাঝ দিয়ে । সে মর্ম ব্যাথা ফুটে উঠেছে তার কবিতা গুলোতে । অমর হয়ে থাকুক প্রিয়, লেখক, প্রিয় কবি, প্রিয় সাহিত্যিক তার অমর সৃষ্টির মাঝে ।

 2 years ago 

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস 22 শে শ্রাবণ। যার জন্য বিশ্ব বাঙালি কে চিনে। তার জীবনের এই দুঃখময় কালো অধ‍্যায় গুলো সম্পর্কে ভালো মতো জানা ছিল না। আসলেই কত সংগ্রাম এদের।।।

 2 years ago 

মানুষ চিরদিন বেঁচে রবে না কিন্তু মানুষ তার স্মৃতি চিরদিনের জন্য রেখে যাবে তেমনি একটি মানুষ যিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রণয় দিবস উপলক্ষে আপনার রচিত কবিতাটি পড়ে আমার অনেক কথাই মনে পড়ে যাচ্ছে তার কিন্তু মুখে বলে শেষ করার মতো নয়। দোয়া কামনা করি সেই মানুষটির জন্য। এত সুন্দর একটি মানুষের পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ তাকে।

 2 years ago 

কবি গুরুকে স্মরণ করে লিখেছেন কবিতা, এটা বেশ ভালো লাগলো। সাথে কবিতার বুনোট বেশ প্রশংসনীয়, সেটা বলতেই হয়।

 2 years ago 

আজকের কবিতাটি সত্যি ভিন্ন মাত্রার ছিলো, বিশেষ করে কবিতার শুরুর কথাগুলো কবির প্রতি আকুণ্ঠ ভালোবাসার বহিঃপ্রকাশ। তবে যেটা না বললেই নয়, কবিতার ক্ষেত্রে মাঝে মাঝে আপনার কবিতাগুলো পড়ে বড্ড বেশী অবাক হয়ে যাই, দারুণ ভাবের গভীরতা দেখে।

কল্পনার সাজানো সমুদ্রে ডুব দিয়ে দেখি তোমায় প্রাণ ভরে।
নিজের কাছে প্রশ্ন করি কুল কিনারা নাই রবীন্দ্র সমুদ্রে!
তাইতো বলি প্রাণের ঠাকুর তোমায় বোঝার আমার সাধ্য নাই।

 2 years ago 

বিশ্ব বোধে জাগ্রত মহাপ্রাণ থেমে গেল চিরতরে,
তাইতো তোমার চলে গিয়ে ও হলো না যাওয়া,
হে কবিগুরু জাগ্রত আছো তুমি এই বিশ্ব জগত জুড়ে।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহান প্রয়াণ দিবস উপলক্ষে আপনার শেয়ার করা কবিতাটি পড়ে খুবই ভাল লেগেছে। আপনার কবিতার লাইন ধরেই বলতে চাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ২২ এ শ্রাবন আমাদের মাঝ থেকে চলে গেলেও তার লেখনী দিয়ে পুরো বিশ্ববাসীর হৃদয়জুড়ে তিনি ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62915.59
ETH 2542.92
USDT 1.00
SBD 2.63