আপু ঠিক বলেছেন ইফতারিতে ভাজাপোড়া খাওয়া উচিত নয় তারপরও না খেয়ে থাকা যায় না। ভাজাপোড়া খাবার না হলে যেন চলেই না। আমি তো মনে করেছিলাম আলুর চপ তৈরি করে হয়তো টাইটেলে ভুল করে বেগুনের চপ লিখেছেন। কিন্তু পরে আপনার প্রস্তুত প্রণালী দেখে বুঝতে পারলাম সত্যি বেগুনের চপ তৈরি করেছেন। আমরা সবসময় লম্বা করে তৈরি করি আর আপনার কাছে আজ একটু ভিন্ন ভাবে দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
আপু সবসময় আমরা তো বেগুনের চপ লম্বা লম্বা করে তৈরি করি তাই আজকে একটু অন্যরকম করে তৈরি করলাম।