পোকা দুটোর কাহিনি খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। প্রথম পোকা কে আমরা বল্লা বলি। এখনো এর কামড় খাওয়া হয়নি তবে আমার ভাই একবার খেয়েছিল। এই পোকা খুবই বিষাক্ত তারজন্য আমি দেখলে সাবধানে থাকি। দ্বিতীয় যে পোকার ছবি দিয়েছেন তা আমি চিনি তবে এর নাম জানিনা। গ্রামে রাতের বেলা কুপির বাতিতে এর উপদ্রব্য বেশি দেখা যায়।যখন গ্রামে ছিলাম তখন রাতের বেলা খেতে বসলেই ভাতের মধ্যে এসে পড়তো আর সেই সময় অনেক রাগ হতো।ধন্যবাদ সুন্দর একটি ব্লগ আমাদের সাথে শেয়ার করার জন্য।
এরকমটা আমার সাথে হয়েছে হয়তোবা। আমার ঠিক মনে নেই তবে মনে হচ্ছে আমার সাথেও এরকমটা হয়েছে। যাই হোক ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।