You are viewing a single comment's thread from:
RE: "বসন্ত নয় অবহেলা"// কবিতা আবৃতি//সেলিনা সাথী// ১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য।
বসন্ত নয়, আমার দরজায় প্রথম কড়া নেড়েছিলো অবহেলা
ভেবেছিলাম, অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত!
দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা
আমরা যখন বসন্তের অপেক্ষায় বসে থাকি আর সে সময় যখন জীবনে নেমে আসে অবহেলা সে কষ্ট ভুলার মতো নয়। আপু এর আগেও আপনার প্রতিটি কবিতার প্রমে পড়ে গিয়েছিলাম এবার আবার নতুন করে পড়েছি। আমার কবিতা লেখা আপনার কাছ থেকে শেখা। আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছিল বলে নিজেও চেষ্টা করি ছোট ছোট কিছু কবিতা লেখার। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য।
আপু মনি আমি নিজেকে ধন্য মনে করছি এইজন্য যে,আমায় দেখে কবিতা লেখার চেষ্টা করছেন। আমি চাই কবিতার লেখার চর্চা টি আমরা সবাই মিলে করি। তাহলে অনেক ভালো লাগবে আমার।♥♥