You are viewing a single comment's thread from:

RE: কালী পূজায় ঘোরাঘুরি -পর্ব ৯

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা আপনাদের দুর্গাপূজার থেকে কি কালী পূজার আয়োজন বেশি বড় হয়? দুর্গাপূজায় তো এত প্যান্ডেলের ছবি শেয়ার করেননি। কালী পূজা তো দেখছি অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলেন। তাছাড়া আগে যতদূর জানতাম যে কালীপূজা একদিনের হয়। এখানে তো দেখছি চার দিনব্যাপী অনুষ্ঠান।
শতদল ক্লাব ৪৪ বছর পদার্পণ করেছে। এত বছর ধরে তো আবার ঐতিহ্য সুন্দর ধরে রেখেছে। অসম্ভব সুন্দর লাইটিং এবং ডেকোরেশন করেছে। বিশেষ করে উপরের ৮ নম্বর ছবিতে ছোট ছোট গোল গোল ডিজাইন টা দেখা যাচ্ছে এটি খুবই ভালো লেগেছে আমার কাছে। এটিই কি ঝিনুক দিয়ে তৈরি করেছে? ৫০-৬০জনের লাইন তো আপনার কাছে কিছুই না যেখানে আপনি আগেকার প্যান্ডেলগুলোতে ৪০০-৫০০ জনের লাইনেও দাঁড়িয়েছেন। যাই হোক রাতের দিকে গিয়ে মনে হয় একটু ফাঁকা পেয়েছেন এবং আরামে ছবিও তুলতে পেরেছেন। খুব সুন্দর ডেকোরেশন করেছে এই প্যান্ডেলের। দেখে ভালো লাগলো। ধন্যবাদ দাদা।

Sort:  
 2 years ago 

কালী পুজো আমাদের এখানে বারাসাতে অনেক বড়ো করে হয়। এক একটা পুজো এক এক জায়গায় বিখ্যাত। আমাদের বারাসাতে যেমন কালী পুজো বিখ্যাত তেমনি দুর্গা পুজো কলকাতায় বিখ্যাত। দুর্গা পুজোয় তো একদিন বেরিয়েছিলাম 5 দিনের মধ্যে আর কালী পুজো তো বাড়ির উপরে তাই সব জায়গায় যেতে তেমন সমস্যা হয় না। তারপরেও কালী পুজোয় অনেক কিছুই দেখা হয়নি। এগুলো তো অল্প কিছু, দেখে শেষ নামেনি, হাফ দেখেছি । অনেক বড়ো করে হয়, শেষ করা যায়না দেখে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62581.77
ETH 2546.73
USDT 1.00
SBD 2.75