এটা খুব ভালো বলেছেন দাদা দামের ভয়ে দামই জিজ্ঞাসা করেন না। বাজারে ব্যাগ ভর্তি করে নিয়ে আসেন। খুব হাসি পেল এই কথাটি শুনে। শুধু মাছ নয় বর্তমানে সব জিনিসের দামই খুব চড়া । সব জিনিসের দাম প্রায় ডাবল হয়ে গিয়েছে । জিনিসপত্রের দাম জিজ্ঞাসা করে আসলেই মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা। মাছের বাজারে যাই না মাছের দামও তেমন একটা জানি না । তবে শুনি যে খুবই নাকি দাম বেড়েছে সব মাছেরই । যাইহোক ৭০০ টাকা কেজি শিং মাছ কেনার থেকে দেশের ১৫০ টাকা কেজির এই ভেটকি মাছ কিনেই ভালো করেছেন। এই মাছের স্বাদ অনেক বেশি । খুব ভালো লাগে আমার কাছেও খেতে। বড় ভেটকি মাছ হলে তো আরো বেশি সুস্বাদু হয়। তাছাড়া আপনার পছন্দের কাঁচকলা দিয়ে রান্না করেছেন খেতে তো সুস্বাদু হবেই। আজকের রেসিপিটিও কালার খুবই লোভনীয় লাগছে দেখতে। দাদা বাসায় কি আপনিই রান্না করেন। সব সময় আপনাকেই রান্না করতে দেখি । আপনার বউয়ের খুবই উপকার হবে রান্নার ঝামেলা কিছুটা কম হবে।
জিজ্ঞাসা করে আর কি হবে, কিনতে যখন এসেছি তখন কিনতে তো হবেই। দাম নাইবা শুনলাম, সোজা দেওয়ার সময় দিয়ে দিলাম, আমার শুনে আবার অত দরাদরি করতে ভালো লাগেনা।