You are viewing a single comment's thread from:

RE: দেখে এলাম কবুতরের হাট। ১০% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

ঠিক বলেছেন ভাইয়া যদি এই ব্লগকে কেউ অর্থ উপার্জনের একমাত্র মাধ্যম হিসেবে ধরে থাকে তাহলে তার জন্য এই পরিস্থিতিতে টিকে থাকা খুবই মুশকিল। আর যদি এই ব্লগকে একটি পরিবার মনে করে তাহলে স্বাচ্ছন্দে এখানে সময় পার করা সম্ভব।
কবুতর খাওয়ার কথা বলে তো লোভ লাগিয়ে দিলেন । বিভিন্ন দামের কবুতর একসঙ্গে দেখতে পেরেছেন এখানে। আমার কাছে সাদা কবুতরটিকে খুব চমৎকার লেগেছে। তাছাড়া টিয়া পাখি তো সবসময়ই ভালো লাগে।
একদম শেষের গুলো কি খরগোশ ছিল নাকি? বোঝা যাচ্ছে না ভালো মতো । যাইহোক ফরিদপুরে গেলে এই জায়গা থেকে ঘুরে আসতে হবে।

Sort:  
 2 years ago 

ওগুলো গিনিপিগ, দেখতে অনেকটা খরগোশের মতোই। আর সাদা কবুতরটি আমার কাছেও খুব পছন্দ হয়েছে। পরবর্তীতে ফরিদপুর আসলে বাচ্চাদের নিয়ে দেখে যেতে পারেন এই কবুতরের হাট। আশা করি ভালো লাগবে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.031
BTC 59117.01
ETH 2525.11
USDT 1.00
SBD 2.48