You are viewing a single comment's thread from:

RE: টিভি সিরিজ রিভিউ: ম্যানিফেস্ট - আনক্লেইমড ব্যাগেজ( পর্ব ৪-সিজন ১)

in আমার বাংলা ব্লগ2 years ago

এখানে ১৯জন প্লেনের যাত্রীকে কেন সন্দেহ করা হচ্ছে বুঝলাম না। ওরাই তো পরিস্থিতির স্বীকার। তার মধ্যে দুইজন পুলিশ অফিসার। আবার কেবিন ক্রু বেথানি কি ওলটপালট করছে? পারভীনের পাশাপাশি মেলিসার হ্যালুসিনেশন শুরু হলো। জোস আর এথেনা হাফ মিলিয়ন ডলারের লোন শোধ করতে পারবে তো। আজকের পর্বটি বেশ জটিল ছিল। সবার পাঁচ বছরে একটা এলোমেলো অবস্থা হয়ে গিয়েছে। তারপরও দাদা আপনি খুব চমৎকার ভাবে পর্বগুলো উপস্থাপন করছেন। শেষ পর্যন্ত এই রহস্যের সমাধান হয়ে যাবে এবং তখন সমস্ত বিষয়ও পরিষ্কার হয়ে যাবে। খুব ভালো লাগছে সিরিজটি পড়তে।

Sort:  
 2 years ago 

ড্যারিল এর সন্দেহ যে এই ১৯ জনের মধ্যে হয়তো কেউ এই প্লেনটি গায়েব করার পিছনে ছিল । ড্যারিল বিশেষ করে থোমাসকে বেশি সন্দেহের নজরে রেখেছে। আর বেথানি এখানে উলটপালট বলতে প্লেনে উড়ন্ত অবস্থায় যখন অন্য রুমে গিয়ে তার ছেলে থোমাসকে একটা ডিভাইস দিয়ে বলেছিলো কোনো সমস্যা হলে এখান থেকে পালাতে। কিন্তু মূল বিষয়টা আসলে বেথানিই জানতো তাই পারভীন বেথানিকে সন্দেহ করেছিল ওকে প্লেনের ভিতরে ওইসব দেখে। পরে পারভীন বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য তার বাড়িতে গিয়েছিলো এবং বেথানি তাকে সব খুলে বললে সন্দেহ দূর হয়।

 2 years ago 

ধন্যবাদ দাদা আবারো সুন্দর করে বুঝিয়ে দেয়ার জন্য। এখন বিষয়টি অনেক পরিস্কার হয়েছে আমার কাছে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 64535.04
ETH 3462.08
USDT 1.00
SBD 2.49