শীতের দিনে ফসলের মাঠে ঠান্ডা আরো বেশি থাক। তাছাড়া দিনের আলোতেই ফসলের মাঠে হাটা মুশকিল সেখানে তো রাতের অন্ধকার। সুদীপ্ত হয়তো আটটার মধ্যে তেল ভরে আসতে পারলে ভালো হতো। যাই হোক মনে হয় মেশিনের কাছে পৌঁছে গিয়েছে । গল্পটি পুরনো পর্বগুলো না পড়লেও এই পর্বটি পড়ে বেশ ভালো লাগলো। খুব সুন্দর গুছিয়ে লেখা দাদা।
আর সেই সময়ে হু হু করে হাওয়া চলে। বাপরে বাপ। ভয়ানক ঠান্ডা হয়।