You are viewing a single comment's thread from:
RE: কলকাতা বইমেলা থেকে প্রথমদিনে আমার সংগ্রহ করা বইয়ের ডালি
একদিনে বই মেলার অর্ধেক বই কিনে ফেলেছেন
দেখছি😛। আপনি এত গুলো বই পড়ার সময় কিভাবে বের করবেন তাই চিন্তা করছি। সবগুলো বই খুব ভালো হবে মনে হচ্ছে। আমারতো ঠাকুমার ঝুলি বই দুটো নিয়ে এখনই পড়তে বসতে ইচ্ছা করছে। ছোটবেলায় কত পড়েছি। বই দুটো কি আপনার জন্য না টিনটিনের জন্য?
আমার পোস্টে গিয়ে বোর্ড দেন। আর কমেন্ট করে বলে দেন তাহলে আমি আপনার পোস্টে গিয়ে বোর্ড আর কমেন্ট করে বলে দেবো। ফলো করে পাশে থাকুন আমি আপনাকে ফলো ব্যাক করব
আমার বাড়িতে কয়টি বই আছে জানেন ? প্রায় হাজার পাঁচেক । আর দশ হাজার ইবুক । বই আমি সবগুলি পড়ে ফেলবো ৪-৫ মাসের মধ্যে । আর এ তো সবে প্রথম দিন । মেলায় আরো দুই দিন যাবো । ঠাকুমার ঝুলি সহ সব বইই আমার নিজের জন্যই কিনেছি । টিনটিনের জন্য কেনা বইয়ের ফটো এখানে দেইনি ।
তাহলেতো ছোট খাটো লাইব্রেরি আপনার বাসা।একদিন যাওয়ার দরকার আপনার লাইব্রেরিতে🤫।আর ঠাকুমার ঝুলি বই দুটি পড়া হলে আমাকে পড়তে দিয়েন😛😝।
আমার পোস্টে গিয়ে বোর্ড দেন। আর কমেন্ট করে বলে দেন তাহলে আমি আপনার পোস্টে গিয়ে বোর্ড আর কমেন্ট করে বলে দেবো। ফলো করে পাশে থাকুন আমি আপনাকে ফলো ব্যাক করব
আমার পোস্টে গিয়ে বোর্ড দেন। আর কমেন্ট করে বলে দেন তাহলে আমি আপনার পোস্টে গিয়ে বোর্ড আর কমেন্ট করে বলে দেবো। ফলো করে পাশে থাকুন আমি আপনাকে ফলো ব্যাক করব