কলকাতা বইমেলা থেকে প্রথমদিনে আমার সংগ্রহ করা বইয়ের ডালি

in আমার বাংলা ব্লগlast year



হ্যালো বন্ধুরা,

শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন সব ?

কাল কলকাতা বই মেলা থেকে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিলো তাই আর কোনো কাজ টাজ তেমন করিনি । মোট ৪৪ টা বই সংগ্রহ করতে পেরেছি কাল । ১৩ই মার্চ পর্যন্ত চলবে বই মেলা । আরো দুই দিন যাবো । তবে এবার টিনটিনকে নিয়ে যাবো না । টিনটিন সাথে থাকলে ঠিকমতো ঘোরাঘুরি করা যায় না ।

কাল আমার সাথে আমাদের কমিউনিটি'র সবার প্রিয় মডারেটর @winkles গিয়েছিলো । আমি, তনুজা, টিনটিন আর উইঙ্কলেস । মেলায় কাল মোটে ১০% এর মতো অংশে ঘুরতে পেরেছি । এক গাদা বই টেনে টেনে ঘোরা সোজা কথা নয় মোটেও ।

কাল কলকাতা বইমেলা থেকে সংগ্রহ করা আমার বইয়ের একটি অংশ আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ফোটোগ্রাফির মাধ্যমে । আশা করছি ভালোই লাগবে আপনাদের ।


বইমেলার সাত নম্বর গেট


বইমেলায় দু'টি স্টলের ফোটোগ্রাফ


বই মেলায় আমাদের একটি সেলফি


বই মেলার মধ্যে এক স্থানে একটি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ফোটোগ্রাফ


বইমেলা থেকে সংগ্রহ করা বইয়ের একাংশের ফোটোগ্রাফি


সময় : বিকাল ৪ টা থেকে রাত ৮টা
তারিখ : ০২ মার্চ, ২০২২
স্থান : কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা ২০২২, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Sort:  
 last year 

বই পড়ার মাধ্যমে জ্ঞানের পরিধি বেড়ে যায়। অনেক রহস্যময় গল্পের বই কিনেছেন দেখছি।আপনি এর আগে বলেছিলেন বই পড়তে খুবই পছন্দ করেন। একবার পড়া শুরু করলে শেষ অব্দি পড়তে থাকেন। আরও দুই ডালি বই কিনবেন বুঝতে পেরেছি দাদা।টিনটিন বাবুর জন্য বই কেনা অসুবিধা হয়েছে সেটা জেনে ভালো লাগলো। মেলার কিছু দৃশ্য পটভূমি দেখতে পেরে খুবই ভালো লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।

 last year 

দাদা সুন্দর একটা পোষ্ট আমাদের মাঝে শেয়ার করেছেন সাথে ৪৪ টি যে বই কিনেছেন তার প্রত্যেকটির রিভিউ ও পাব আপনার কাছে খুবই সুন্দর ভাবে এটা কামনা করছি।

 last year 

আমার পোস্টে গিয়ে লাইক দেন। আর কমেন্ট করে বলে দেন তাহলে আমি আপনার পোস্টে গিয়ে লাইক আর কমেন্ট করে বলে দেবো

 last year 

মাত্র ১০% ঘুরতে পারলেন তার মানে এটা অনেক বড় বইমেলা। এর আগের পোস্টে বলেছিলেন। যায়হোক ৪৪ টি বই কিনেছেন। আপনার বই পড়ার আগ্রহ যে আছে দাদা বুঝা যায়। আমার কাছেও কমিকস এর বইগুলো পড়তে অনেক ভালো লাগে। তবে দাদা আপনি কিন্তু সুন্দর হয়ে গেছেন 😑। ভালো থাকবেন সবসময় দাদা

 last year 

আমার পোস্টে গিয়ে লাইক দেন। আর কমেন্ট করে বলে দেন তাহলে আমি আপনার পোস্টে গিয়ে লাইক আর কমেন্ট করে বলে দেবো

 last year 

খুবই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা, এই পোস্টিতে অনেক সুন্দর সুন্দর বইয়ের নাম দেখতে পেলাম, বেশিরভাগ বই গুলো রহস্যে ভোরপুর, বই গুলো পরতেও অনেক ভালো লাগবে, আমরা আশাবাদি অতি সিগ্রোই বই গুলোর রিভিউ পাবো আপনার কাছ থেকে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো দাদা।

 last year 

আমার পোস্টে গিয়ে লাইক দেন। আর কমেন্ট করে বলে দেন তাহলে আমি আপনার পোস্টে গিয়ে লাইক আর কমেন্ট করে বলে দেবো

 last year 

ওরে বাপরে,,,,, ৪৪ টা বই। 😱😱

দাদার বাড়িতে যে পরিমাণে বই জমা হচ্ছে অনেক লাইব্রেরীতেও এত বই নেই।

আবার যেদিন যাবেন সেদিন আগে ঘোরাঘুরি করে নেবেন। একদম শেষে বই কিনবেন। আগেই বই কিনলে ঘোরাঘুরি করতে পারবেন না। আপনার জন্য শুভকামনা দাদা।

 last year 

আমার পোস্টে গিয়ে লাইক দেন। আর কমেন্ট করে বলে দেন তাহলে আমি আপনার পোস্টে গিয়ে লাইক আর কমেন্ট করে বলে দেবো

 last year 

দাদা আপনার মত আমারও বই পড়ার ও কেনার অনেক শখ। আমি জানি বই কিনে কেউ দেউলিয়া হয় না। প্রয়োজনে আমি এক বেলা না খেয়ে থাকি তারপরও দুপুরে কি বই কেনার চেষ্টা করি। আপনার বইয়ের সংগ্রহশালা দেখে মনটা ভরে গেল। দোয়া করবেন দাদা যেন আপনার মত বই পড়ুয়া হতে পারি।

 last year 

আমার পোস্টে গিয়ে লাইক দেন। আর কমেন্ট করে বলে দেন তাহলে আমি আপনার পোস্টে গিয়ে লাইক আর কমেন্ট করে বলে দেবো। ফলো করে পাশে থাকুন আমি আপনাকে ফলো ব্যাক করব

We would like to request to vote for xpilar.witness as a witness ..
thanking you

 last year 

Already upvoted by @rme with about 8 million sp

 last year 

আশাকরি বইমেলা থেকে সংগ্রহ করা বই গুলো পড়ে সুন্দর করে রিভিউ দিবেন, এই অপেক্ষায় থাকলাম ভাই । তবে বইয়ের স্টলের নাম গুলো অনেক সুন্দর ছিল। বিশেষ করে, তুলি কলম নামটা আমার খুব ভালো লেগেছে ।

 last year 

আমার পোস্টে গিয়ে লাইক দেন। আর কমেন্ট করে বলে দেন তাহলে আমি আপনার পোস্টে গিয়ে লাইক আর কমেন্ট করে বলে দেবো। ফলো করে পাশে থাকুন আমি আপনাকে ফলো ব্যাক করব

 last year 

দাদা আপনি বই মেলায় ঘুরতে গিয়ে অনেক বই কিনেছেন। আমি জানি আপনি বই পড়তে ভালোবাসেন। তাই আপনি আপনার পছন্দের বই গুলো কিনে ফেলেছেন। অনেক ভালো লাগলো আপনার কেনা বইগুলোর ফটোগ্রাফি করে সকলের মাঝে শেয়ার করেছেন। আশা করছি এরপরে যখন আবারো বই মেলায় যাবেন তখন অনেক বই কিনবেন। অনেক সুন্দর ভাবে আপনি আপনার কেনা বইগুলোর ফটোগ্রাফি সকলের মাঝে শেয়ার করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা।

 last year 

আমার পোস্টে গিয়ে লাইক দেন। আর কমেন্ট করে বলে দেন তাহলে আমি আপনার পোস্টে গিয়ে লাইক আর কমেন্ট করে বলে দেবো। ফলো করে পাশে থাকুন আমি আপনাকে ফলো ব্যাক করব

 last year 

একদিনে এত বই কিনলেন দেখে তো আমি একদম অবাক হয়ে গেলাম। মনে হচ্ছে বইমেলার অর্ধেক বই আপনি নিয়ে এসেছেন। এত ব্যস্ততার মাঝে কত দিনে পড়ে শেষ করবেন দাদা এতগুলো বই। তবে খুব সুন্দর সুন্দর বই এনেছেন দেখে আমার ও খুব পড়তে ইচ্ছে করছে। দাদা আপনি পড়ার পার যেগুলো আপনার কাছে বেশি ভালো লাগবে সেই বইগুলো আমাদের সাথে শেয়ার করবেন বুক রিভিউ এর মাধ্যমে যদি আপনার হাতে সময় থাকে তাহলে। আপনি খুব তাড়াতাড়ি বইগুলো পড়ে শেষ করেন এই কামনা করি।

 last year 

আমার পোস্টে গিয়ে লাইক দেন। আর কমেন্ট করে বলে দেন তাহলে আমি আপনার পোস্টে গিয়ে লাইক আর কমেন্ট করে বলে দেবো। ফলো করে পাশে থাকুন আমি আপনাকে ফলো ব্যাক করব

 last year 

প্রথমেই দাদা আপনার সুস্থতা কামনা করছি এতগুলো বইয়ের ফটোগ্রাফি প্রায় ৪৪ টি । মনে হয় পুরা লাইব্রেরি হবে ।প্রতিটি বই আলাদা আলাদা অসাধারণ কাহিনী । অনেক বই আছে আমি নামও জানিনা এই বই গুলো অবশ্যই কিনে পড়বো ।বই মেলার আরও সংগ্রহ দেখার আশায় রইলাম দাদা ।ধন্যবাদ দাদা শুভেচ্ছা রইল ।

 last year 

আমার পোস্টে গিয়ে লাইক দেন। আর কমেন্ট করে বলে দেন তাহলে আমি আপনার পোস্টে গিয়ে লাইক আর কমেন্ট করে বলে দেবো। ফলো করে পাশে থাকুন আমি আপনাকে ফলো ব্যাক করব

 last year 

বাহ দাদা আপনি কলকাতা বইমেলায় দারুন সময় কাটিয়েছেন। ৪৪ টা বই কিনেছেন শুনে খুবই অবাক লাগছে ।আপনি যে ব্যস্ত মানুষ এত বই পড়বেন কখন? সে চিন্তাই করছি ।আরেকটি বিষয় আমার কাছে বেশি ভালো লাগলো আপনি বিভিন্ন রকমের বই কিনেছেন ।এখন সময় করে পড়তে পারলেই হয় ।আসলে বই মেলায় যেয়ে বই কেনার আনন্দই আলাদা । দাদা যত বই কিনেন না কেন আমার চোখ দুটো আটকে গিয়েছে ঠাকুমার ঝুলির মধ্যে। আপনি পড়বেন??

 last year 

আমার পোস্টে গিয়ে লাইক দেন। আর কমেন্ট করে বলে দেন তাহলে আমি আপনার পোস্টে গিয়ে লাইক আর কমেন্ট করে বলে দেবো। ফলো করে পাশে থাকুন আমি আপনাকে ফলো ব্যাক করব

 last year 

৪৪ টি বই, বেশ অনেকগুলো বই সংগ্রহ করেছেন দাদা। এখানে তো দেখলাম সব ধরনের বই নিয়েছেন। বইগুলো পড়া শেষ হলে আপনার পছন্দের বইটি রিভিউ দিবেন।

এবার দেখছি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আপনার বই পড়ার প্রতি এতো আগ্রহ দেখে সত্যি খুব ভালো লাগে।

 last year 

আমার পোস্টে গিয়ে বোর্ড দেন। আর কমেন্ট করে বলে দেন তাহলে আমি আপনার পোস্টে গিয়ে বোর্ড আর কমেন্ট করে বলে দেবো। ফলো করে পাশে থাকুন আমি আপনাকে ফলো ব্যাক করব

 last year 

দাদা আপনি তো দেখি এখনও আমার মত কিশোর উপন্যাস এর ভক্ত। সত্যি বলতে কি এই ধরনের বইগুলো আমার কাছে পড়তে এখনো ভীষণ ভালো লাগে। আশা করি আপনার বইয়ের রিভিউ গুলো পাবার পর আমিও পছন্দের বইগুলো কিনে ফেলব।

 last year 

আমার পোস্টে গিয়ে বোর্ড দেন। আর কমেন্ট করে বলে দেন তাহলে আমি আপনার পোস্টে গিয়ে বোর্ড আর কমেন্ট করে বলে দেবো। ফলো করে পাশে থাকুন আমি আপনাকে ফলো ব্যাক করব

 last year 

দাদা আপনার বইয়ের বোঝার কথা শুনে ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল। বইয়ের বোঝা টানতে কষ্ট হয় দেখে পড়ালেখায় ছেড়ে দিয়েছিলাম। আর আজকের এই দিনে আপনার কষ্টের কথা শুনে মন চাইছিলো যে আপনার সাথে যদি যেতে পারতাম অন্তত আপনার বইগুলোতে নিতে পারতাম। অসাধারণ দারুন দারুন অনেকগুলো বইকিনেছেন, দেখে খুবই ভালো লাগলো এবং আশা রাখি এই বইয়ের এর মধ্যে যতগুলো গল্প কমিকস আছে সবগুলোই আপনার কাছ থেকে উপহার স্বরূপ আমরা পাব। আর আমাদের সাথে এত সুন্দর করে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম দাদা।

 last year 

আমার পোস্টে গিয়ে বোর্ড দেন। আর কমেন্ট করে বলে দেন তাহলে আমি আপনার পোস্টে গিয়ে বোর্ড আর কমেন্ট করে বলে দেবো। ফলো করে পাশে থাকুন আমি আপনাকে ফলো ব্যাক করব

সত্যি দাদা বই গুলোর ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। আমার কাছে এক সাথে এত বই দেখে নিজেকে অনেক ভাগ্যবান লাগতাছে। আমি আপনার অনুমতি ছাড়া সব বই এর এক একটা করে স্কিন সর্ট দিয়ে রেখেছি কারন আমি বই পড়তে অনেক ভালোবাসি তবে নাম জানি না বেশি তাই।খুব ভালো একটি দিন কাটিয়েছেন দাদা।🌺

 last year 

আমার পোস্টে গিয়ে বোর্ড দেন। আর কমেন্ট করে বলে দেন তাহলে আমি আপনার পোস্টে গিয়ে বোর্ড আর কমেন্ট করে বলে দেবো। ফলো করে পাশে থাকুন আমি আপনাকে ফলো ব্যাক করব

 last year (edited)

একদিনে বই মেলার অর্ধেক বই কিনে ফেলেছেন
দেখছি😛। আপনি এত গুলো বই পড়ার সময় কিভাবে বের করবেন তাই চিন্তা করছি। সবগুলো বই খুব ভালো হবে মনে হচ্ছে। আমারতো ঠাকুমার ঝুলি বই দুটো নিয়ে এখনই পড়তে বসতে ইচ্ছা করছে। ছোটবেলায় কত পড়েছি। বই দুটো কি আপনার জন্য না টিনটিনের জন্য?

 last year 

আমার পোস্টে গিয়ে বোর্ড দেন। আর কমেন্ট করে বলে দেন তাহলে আমি আপনার পোস্টে গিয়ে বোর্ড আর কমেন্ট করে বলে দেবো। ফলো করে পাশে থাকুন আমি আপনাকে ফলো ব্যাক করব

 last year 

আমার বাড়িতে কয়টি বই আছে জানেন ? প্রায় হাজার পাঁচেক । আর দশ হাজার ইবুক । বই আমি সবগুলি পড়ে ফেলবো ৪-৫ মাসের মধ্যে । আর এ তো সবে প্রথম দিন । মেলায় আরো দুই দিন যাবো । ঠাকুমার ঝুলি সহ সব বইই আমার নিজের জন্যই কিনেছি । টিনটিনের জন্য কেনা বইয়ের ফটো এখানে দেইনি ।

 last year 

তাহলেতো ছোট খাটো লাইব্রেরি আপনার বাসা।একদিন যাওয়ার দরকার আপনার লাইব্রেরিতে🤫।আর ঠাকুমার ঝুলি বই দুটি পড়া হলে আমাকে পড়তে দিয়েন😛😝।

 last year 

আমার পোস্টে গিয়ে বোর্ড দেন। আর কমেন্ট করে বলে দেন তাহলে আমি আপনার পোস্টে গিয়ে বোর্ড আর কমেন্ট করে বলে দেবো। ফলো করে পাশে থাকুন আমি আপনাকে ফলো ব্যাক করব

 last year 

আমার পোস্টে গিয়ে বোর্ড দেন। আর কমেন্ট করে বলে দেন তাহলে আমি আপনার পোস্টে গিয়ে বোর্ড আর কমেন্ট করে বলে দেবো। ফলো করে পাশে থাকুন আমি আপনাকে ফলো ব্যাক করব

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 last year 

দাদা আপনি বইমেলা থেকে দারুন দারুন সব বইগুলো সংগ্রহ করেছেন দেখে খুবই ভালো লাগলো। আশা করছি এই বইগুলো পড়ার পর সেই মজার মজার গল্পগুলো আমাদের মাঝে শেয়ার করবেন। বইমেলায় অনেক সুন্দর সময় কাটিয়েছেন এটা বোঝাই যাচ্ছে। আরো সুন্দর সুন্দর বই সংগ্রহ করুন এই প্রত্যাশাই করছি দাদা। শুভকামনা রইলো আপনার জন্য।

 last year (edited)

কলকাতা বিশাল বড় বই মেলার আয়োজন দেখে খুবই ভালো লাগলো। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মরণে মেলার আয়োজন। এটা জেনে আমার খুবই ভালো লাগছে। আপনি প্রথম দিনেই ৪৪ টি বই কিনেছেন, সত্যিই অসাধারণ। আপনি বইপ্রেমী এটা আগে থেকে জানতাম।সারাদিন মিলিয়ে মেলার মাত্র ১০ শতাংশ জায়গায় ঘুরতে পেরেছেন। সত্যিই এটা জেনে মনে হচ্ছে মেলা বিশাল বড় আয়োজন। পরবর্তীতে আপনি টিনটিন বাবুকে রেখে আবারো মেলায় যাবেন তখন হয়তো সম্পূর্ণ মেলা ঘুরে দেখবেন। আসলেই ছোট বাচ্চাদের নিয়ে মেলার মধ্যে খুবই কষ্টকর হয়ে যায়। পরবর্তীতে আপনি আরো মজার মজার বই কিনবেন সেই ফটোগ্রাফি গুলো দেখার আশায় রইলাম। আজকের প্রত্যেকটা বই আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য রইল শুভকামনা।

 last year 

ওরে বাবা মেলা বই কিনেছেন তো দাদা, এবার জমবে খেলা। সেরা প্রেমের গল্পগুলো শুনতে, আবার নতুন করে প্রেমে ভাসতে চাই। আমি হারিয়ে যাবো প্রেমের রাজ্যে, যেখাই থাকবো সুখে ডুবে।

there are quite a few books, it would be necessary to manage the time for reading them, successes, enjoy them

 last year 

কলকাতার বইমেলা দেখে ভীষণ ভালো লাগলো ☺️
দাদা আপনাকে আর উইঙ্কলেস দাদাকে দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো 😍
দাদা এত্তোগুলো বই কিনেছেন দেখে ভীষণ ভালো লাগছে 💐
বই রিভিউ দেবেন আমরাও বইগুলোর গল্পগুলো উপভোগ করতে পারবো☺️
শুভ কামনা সবসময়ই রয়েছে ❣️

দাদা দারুন একটা পোস্ট এখানে লিখেছেন

 last year 

কমিক্স ও সাইন্স ফিকশন এখনো অনেক ভালো লাগে। আরেকবার গেলে আরো অনেক বই সংগ্রহ করা হবে নিশ্চই দাদা। নামগুলো বেশ আকর্ষণীয় সবগুলো বইয়ের ই। দেখলেই পড়তে ইচ্ছে করে ভেতরে কি আছে।

গেইটে ১৯৭১ এর মুক্তিযোদ্ধাদের
স্মরণে লেখাটি দেখে অনেক ভাল লেগেছে।

 last year 

বাহ,অনেকগুলো বই সংগ্রহ করেছেন দাদা।খুবই সুন্দর সুন্দর ও মজার রহস্যভরা বই।আমার ও বই পড়তে খুব ভালো লাগে, বিশেষ করে গল্পের বই।তাছাড়া বইয়ের নতুন পাতার মিষ্টি গন্ধ আমার কাছে খুবই ভালো লাগে।আশা করি এইবার সুন্দর সুন্দর গল্প শুনতে পাব আপনার থেকে।ধন্যবাদ দাদা।

 last year 

বই পড়তে আমিও খুব ভালোবাসি দাদা। সুযোগ বুঝে মাকে নিয়ে যাব একদিন। ভালো লাগলো এটা দেখে যে আপনি অনেক ধরণের বই কিনেছেন। তবে ৪৪ টা কিন্তু অনেক বই সত্যি। আমার এটা দেখে ভালো লাগছে যে, দাদা এর পরেও আরো বই কেনার ইচ্ছে প্রকাশ করেছেন। আবারো বই মেলাতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। এটা সত্যি অনেক অনেক দারুন একটা ব্যাপার । বই আমাদের জ্ঞান , মেধা ও সৃজশীলতা কে যেমন বৃদ্ধি করে , তেমন ভাবে আমাদের মনটা কেও বড় করে এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে। অনেক অনেক ভালো থাকবেন দাদা। প্রণাম রইলো।

 last year 

অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। বইমেলার সবচেয়ে মজাদার বই হচ্ছে ঠাকুরমার ঝুলি। ছোটবেলায় টিভিতে ঠাকুরমার ঝুলি দেখতাম। আর মোটামুটি এই বয়সে এসে রোমান্টিক প্রেমের গল্পের বই গুলো পড়তে বেশি ভালো লাগে। আপনার সুবাদে কলকাতার বইমেলার কিছুটা দৃশ্য দেখতে পেলাম। শুভ কামনা রইল দাদা 💚

 last year 

দাদা,আপনি এতগুলো বই নিয়ে এসেছেন।আমারও ইচ্ছে হচ্ছে বইমেলায় গিয়ে ঘুরে আসতে। বই মেলায় গেলে বই দেখতে দেখতে সময় কিভাবে পার হয়ে যায় তা বোঝাই যায় না। বইগুলো দেখে আমার ভালোই লাগতেছে৷ অনেক ধন্যবাদ দাদা আমাদের মাঝে এই বই মেলায় বই সংগ্রহের একাংশ শেয়ার করার জন্য।

 last year 

ওয়াও দাদা আপনি অনেক বই ক্রয় করেছেন। আপনার বাড়িতে থেকে লাইব্রেরী তৈরি হয়ে গেছে। আপনার বইগুলো দেখে বই পড়ার ইচ্ছা জাগ্রত হচ্ছে। বইমেলায় অনেক সুন্দর এবং আনন্দ প্রবন মুহূর্ত কাটিয়েছেন। শুভকামনা রইল আপনার জন্য।

মেলা করা নিদর্শনের, একগাদা বই দেখে, যে কাউকে পাঠক মনা ভাবা যেতে পারে। সত্যি যা অসাধারণ আগ্রহের প্রতিক। প্রসংশা করছি।

 last year 

দাদা বইমেলা থেকে আপনি বেশ অনেকগুলো বই সংগ্রহ করেছেন। এখানে বিভিন্ন ধরনের বই দেখতে পেলাম। বইগুলো দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে‌ ভুতুড়ে গল্পের বই গুলো দেখে খুব আগ্রহ জাগছে গল্প গুলো জানার জন্য। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর বইয়ের কালেকশন আমাদের মাঝে‌ শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

দাদা আপনার এই ব্লগে নানান সব দারুন দারুন গল্পের বই। সব বইয়ের কাভার দেখে ইচ্ছে করতেছে সব কিনে নিয়ে পড়তে বসি। তবে এটা আশা রাখি আপনি প্রতিটি বইয়ের রিভিউ কাভার করবেন, আশায় রইলাম দাদা। শুভকামনা আপনার জন্য

 last year 

দাদা ছবিতে অনেক গুলো বই দেখতে পেলাম। তবে এর মধ্যে বেশিরভাগ এই রহস্য আর ভুতুড়ে গোয়েন্দার গল্পের বই।

এক গাদা বই টেনে টেনে ঘোরা সোজা কথা নয় মোটেও ।

আমার মনে হয় আপনি সামনে যে বই দেখছেন সেগুলোই কিনছেন। মাত্র ১০ % ঘুরেই ৪৪ টি বই কিনলেন আর ১০০% ঘুরলে কয়টি বই কিনবেন এটা চিন্তার বিষয়। আমার একটা প্রশ্ন এই বই কি আপনি পড়বেন ? সেই সময় কি আপনার হবে ?

 last year 

দাদা, এত এত বই কিনেছেন যা দেখে সত্যিই অবাক হয়ে গেলাম। এই বইগুলোর ভাগ্য খুবই ভালো। আপনার মত বই প্রেমিকের বাসায় গিয়ে থাকতে পারবে। বিভিন্ন ধরনের বইগুলো কিনতে আপনার যতটুকু সময় লেগেছে তার চেয়ে ঢের বেশি সময় লাগবে বইগুলোকে পড়তে। দাদা আপনি যত ব্যস্ত মানুষ এই বইগুলোকে কত দিনে পড়তে পারবেন বুঝতে পারছিনা। তবে দাদা যতদিনেই গল্পগুলো পরা হোক না কেন তা আমাদের মাঝে অবশ্যই শেয়ার করবেন এই প্রত্যাশা করছি।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.06
JST 0.026
BTC 28168.67
ETH 1797.41
USDT 1.00
SBD 2.95