জীবন দাঁতের ডাক্তারের চেম্বারময় হয়ে গিয়েছে

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।


আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। কি ছবি আর ক্যাপশন দেখে সবাই ভাবছেন যে আবারো কেন এই ক্যাপশন দিয়েছি বা এই ছবি দিয়েছি। কিছুদিন আগেই তো দাঁতের বড় একটা অপারেশন করে আসলাম। আমিও তাই ভেবেছিলাম যে যাক এই আক্কেল দাঁতের ঝামেলা কষ্ট করে হলেও মিটিয়ে ফেলেছি। এখন দাঁত নিয়ে আর কোনো ঝামেলা নেই। বেশ ভালোই থাকতে পারবো এখন। কিন্তু তা আর ভাগ্যে হলো না। বাবার বাড়িতে যখন গিয়েছি তখন হঠাৎ করেই সামনের একটি দাঁতে খুব সমস্যা হচ্ছিল। কিছু কামড় দিলে প্রচন্ড রকম ব্যথা হচ্ছিল। প্রথমে ভেবেছিলাম যে শীতের জন্য এমন হচ্ছে কিনা। দুই একদিন দেখলাম। একবার ভাবলাম যে ফরিদপুরেই ডাক্তারের কাছে যাই। আবার ভাবলাম যে যদি বেশ কয়েকবার যেতে হয় তাহলে তো যেতে পারবো না। কারণ কয়েকদিনের মধ্যে আমাকে ঢাকায় ফিরতে হবে। তাই কয়েকদিন কষ্ট করে কাটিয়ে দেই ঢাকায় গিয়ে একবারই ডাক্তার দেখাবো।


photoCollageMaker_20230107_112207474.jpg


প্রতিবার উত্তরা গিয়ে দাঁতের ডাক্তার দেখিয়েছি ভালো ডাক্তারের জন্য। এইবার ভাবলাম যে আর অত দূরে যাব না। কারণ বারবার অত দূরে যাওয়া খুবই কষ্টকর। তাছাড়া পরিচিত এক ডাক্তারও পেয়েছি বসুন্ধরায়। তার কাছে যাব ভাবলাম। ভেবেছিলাম যে ছোটখাটো প্রবলেম হবে গিয়ে সমাধান করে আসতে পারবো। কিন্তু যাওয়ার পর ডাক্তার প্রথমে দেখে বলছিল যে কোন সমস্যা তো দেখতে পাচ্ছি না। পরে সে একটি এক্সরে করলো। এক্সরে করার পর দেখে যে দাঁতের অবস্থা খুবই খারাপ। রুট ক্যানেল করতে হবে। যেহেতু দাঁতের ব্যথা হচ্ছিল এবং রুট ক্যানেল করতেই হবে তাই আর দেরি না করে কাজ শুরু করে দিলাম। কেন যে ঢাকায় দাঁতের ডাক্তার এত এক্সপেন্সিভ বুঝিনা। এই একই কাজ ঢাকা ছাড়া অন্য জায়গায় করতে গেলে অর্ধেক খরচে করা যেত। এবার অবশ্য ভালো করেছি উত্তরাতে না গিয়ে। কারণ রুট ক্যানেল করতে হলে চার পাঁচ দিন যেতে হয়। আমার বাসা থেকে প্রতিদিন উত্তরা যাওয়া সম্ভব নয়। তাই এই ডাক্তারের কাছে রুট ক্যানেল করার সিদ্ধান্ত নিলাম। আমাকে ৫ দিন মোট যেতে হয়েছে রুট ক্যানেল করার জন্য । ডাক্তারের ফি ৮ হাজার টাকা, আর ক্যাপ পরানোর জন্য আরো ৮ হাজার টাকা। তাছাড়া আমার দাঁতে খুব পাথর জমে গিয়েছিল জন্য স্কেলিং করতে হলো। ডাক্তার আরেকটি ক্যাপের কথা বলছিল সেই একটি ক্যাপ এর দাম ১৭ হাজার টাকা আমার হাজবেন্ড বারবার বলছিল যে ভালোটাই লাগানোর জন্য। কিন্তু আমার কেন যেন মন থেকে চাচ্ছিল না যে একটা দাঁতের ক্যাপ লাগাব 17 হাজার টাকা দিয়ে। এজন্য আর এত দামি ক্যাপ লাগাইনি আমি ৮ হাজার টাকার ক্যাপটি লাগিয়েছি। গত এক দেড় মাসে দাঁতের পিছনে টাকা দিতে দিতে আমার অবস্থা খারাপ। এর আগে ১০ হাজার টাকা দিয়ে দাঁত তুলে আসলাম। এবার আবার ১৮ হাজার টাকা গেল এইবার দাঁত দেখানোর সময়। ১ হাজার টাকা কম রেখেছে ডাক্তার। ডাক্তারকে বলেছি যে সবগুলো দাঁত চেক করতে যাতে কিছুদিনের মধ্যে আবার নতুন দাঁত নিয়ে সমস্যা না হয়। সব দাঁত চেক করার পরে ডক্টর বলল যে বাকি দাঁতগুলো ভালো আছে। আশা করি সামনে বেশ কিছুদিন দাঁত নিয়ে আর কোন সমস্যা হবে না। বাকিটা আল্লাহ ভরসা। সবাই দোয়া করবেন আমার জন্য।

ধন্যবাদ সময় নিয়ে এতক্ষণ আমার পোস্টটি দেখার জন্য। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

জীবন যেখানে যেমন। রুট ক্যানেল করে প্রতি দাঁতে, আমি সর্বোচ্চ সাড়ে তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত পেয়ে ছিলাম পারিশ্রমিক হিসেবে, তাও সঙ্গে পোরসেলিনের ক্যাপ করে দিতে হয়েছিল। আর রুট ক্যানেলের দাঁত প্রতি চার হাজার টাকার খরচের কথা শুনলেই রুগী বলতো দুই-তিনশো টাকার ভিতরে কোন চিকিৎসা থাকলে দেন নইলে অন্য ডাক্তার দেখাবো।

সত্যি বলতে কি, প্রফেসর লেভেলের ডাক্তার ছাড়া, জুনিয়র দাঁতের ডাক্তারদের অবস্থা করুন, আমার দৃষ্টিতে যতোটুকু মনেহয়। তাছাড়াও এখন আর হতাশ হই না। বহুত শ্রম দিয়ে ছিলাম ডাক্তারি পেশাতে, তবে পারিপার্শ্বিক জটিলতার কারণে ছেড়ে দিতে বাধ্য হয়েছি। তবে অতীত মনে পড়লে বেশ আবেগপ্রবণ হয়ে যাই।

আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।
আপনি চাইলে,আমাকে মেসেজে আপনার এক্সরে রিপোর্ট ও প্রেসক্রিপশন দেখাতে পারেন। দেখি আপনার কোন উপকারে আসতে পারি কি না?

 2 years ago 

ভাইয়া আপনার চেম্বার এলাকার লোকজনের অবস্থা মনে হয় খারাপ ছিল। তা না হলে অন্যান্য জায়গায় এত বেশি এত কম দেয়ার পরেও কেন লোকজন রাজি হতো না। ঠিক বলেছেন ভাইয়া আমরাও সবসময় যে কোন ডাক্তার দেখাতে গেলে প্রফেসর লেভেলের ডাক্তারের কাছে যাই জুনিয়র ডাক্তারদের কাছ থেকে যেতে ভয় লাগে।
এখন সমস্যার সমাধান করিয়ে কিছুটা ভালো আছি। আর পরবর্তীতে সমস্যা হলে আপনার সঙ্গে আলাপ করে নেব। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আসলে আপু উত্তরবঙ্গের মানুষজনের অর্থনৈতিক সংকটটা একটু বেশিই।

 2 years ago 

আহা আপু আমি তো ভাবলাম আগের ডাক্তার নিয়ে পোস্ট করেছেন এখন আবার আরেকটা দাঁতে সমস্যার জন্য আবার গিয়েছেন।আসলে দাঁতের ডাক্তার বাসার পাশেই দেখানো ভালো কতবার যে যেতে হয়।আসলেই দাঁতের চিকিৎসা বেশ এক্সপেন্সিভ। একে তো দাঁত উঠিয়ে নিবে তার উপর সাথে কতগুলো করে টাকাও নিয়ে যায়।যাই হোক দাঁতের শীতে ধরেছে তাই দাঁত ও ক্যাপ পরবে😉।বাকি দাঁত গুলো ভালো আছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ

 2 years ago 

না আপু আগেরটা তো সমাধান করে ফেলেছি নতুন আবার সমস্যা হয়েছিল। এটা সমাধান করেছি আশা করি এখন কিছুটা ভালো থাকতে পারবো। আমারও তাই মনে হয় যে শীতের জন্য দাঁতের সমস্যা বৃদ্ধি পেয়েছে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

দাত ব্যাথা খুব বিরক্তিকর এবং অসহ্য একটি ব্যাপার। আপনি দ্রুত চিকিৎসা করিয়েছেন ভাল করেছেন। আগে দাতের ডাক্তারের এত খরচ ছিল না। এখন মানুষের দাতে অনেক সমস্যা তাই দাতের ডাক্তারের ডিমান্ড ও বেড়েছে। যাই হোক শেষ পর্যন্ত বাকি দাত ভাল বলেছে এটা একটি সস্তির বিষয়। ধন্যবাদ আপু।

 2 years ago 

ঢাকার বাইরে দাঁতের চিকিৎসার খরচ একটু কম হলেও ঢাকায় অত্যধিক পরিমাণ বেশি। কেন যে এমন পার্থক্য বুঝতে পারি না। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি। আপনার দাঁতের সমস্যা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় সেই কামনা করি। এরকম সমস্যায় অনেক টাকা খরচ হয় কিন্তু টাকা খরচ করে হলেও আমাদের সেই সমস্যা গুলোকে মিটিয়ে নিতে হবে না হলে পরে অনেক বড় ইনফেকশন হয়ে যাবে। যার ফলে আমরা গুরুতরভাবে অসুস্থ হয়ে যেতে পারি। আপনি এখন মোটামুটি সুস্থ আছেন এটা জেনেই ভালো লাগলো। এখন বেশিরভাগ মানুষের দাঁতের সমস্যা। যাইহোক ভালো থাকবেন ধন্যবাদ।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু টাকা নিয়ে চিন্তা করলে হয় না। সমস্যাতো মিটাতেই হবে। না হলে পরে আরো বেশি সমস্যা হয়ে যায়। এখন সমস্যা কিছুটা কমেছে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

দাঁতে সমস্যা গুলো খুব বড় সমস্যা। কিছুদিন আগে আমি আমার মাকে নিয়ে ডাক্তারের কাছে কয়েক দিন পর গিয়েছি। অবশেষে আমার মা এখন দাঁতের সমস্যা থেকে মুক্তি পেয়েছেন আল্লাহর রহমতে। আপু আপনার জন্য দোয়া রইল তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ।

 2 years ago 

আপনি আপনার মায়ের ডাক্তার দেখানো নিয়ে পোস্ট করেছিলেন। দেখছিলাম ভাইয়া। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

এটি খুবই ডেঞ্জারাস হয়ে থাকে। দাঁতের সমস্যা হলে খুবই বেশি খারাপ লাগে আমার কাছে। আপনার বাকিগুলোর দাঁতের অবস্থা এখন ভালো এটা জেনে খুবই ভালো লাগলো। সত্যি দাঁতের চিকিৎসা বেশ এক্সপেন্সিভ। দাঁতের সমস্যা খুবই বিরক্তিকর আমার মনে হয়। আপনি যেন সব সময় ভালো থাকেন সেই কামনা করি আর দাঁতের সমস্যা থেকে যেন ভালো থাকেন ওটাই একটু বেশি কামনা করি।

 2 years ago 

দাঁতের চিকিৎসা যে কি এক্সপেন্সিভ তা দাঁতের সমস্যা না হলে বোঝা যায় না। আমার সমস্যা হয়ে আমি বুঝতে পেরেছি যে কত এক্সপেন্সিভ। যাইহোক কিছু তো করার নেই করতে তো হবেই। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.041
BTC 98102.63
ETH 3490.00
USDT 1.00
SBD 3.42