You are viewing a single comment's thread from:

RE: জীবন দাঁতের ডাক্তারের চেম্বারময় হয়ে গিয়েছে

in আমার বাংলা ব্লগ2 years ago

জীবন যেখানে যেমন। রুট ক্যানেল করে প্রতি দাঁতে, আমি সর্বোচ্চ সাড়ে তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত পেয়ে ছিলাম পারিশ্রমিক হিসেবে, তাও সঙ্গে পোরসেলিনের ক্যাপ করে দিতে হয়েছিল। আর রুট ক্যানেলের দাঁত প্রতি চার হাজার টাকার খরচের কথা শুনলেই রুগী বলতো দুই-তিনশো টাকার ভিতরে কোন চিকিৎসা থাকলে দেন নইলে অন্য ডাক্তার দেখাবো।

সত্যি বলতে কি, প্রফেসর লেভেলের ডাক্তার ছাড়া, জুনিয়র দাঁতের ডাক্তারদের অবস্থা করুন, আমার দৃষ্টিতে যতোটুকু মনেহয়। তাছাড়াও এখন আর হতাশ হই না। বহুত শ্রম দিয়ে ছিলাম ডাক্তারি পেশাতে, তবে পারিপার্শ্বিক জটিলতার কারণে ছেড়ে দিতে বাধ্য হয়েছি। তবে অতীত মনে পড়লে বেশ আবেগপ্রবণ হয়ে যাই।

আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।
আপনি চাইলে,আমাকে মেসেজে আপনার এক্সরে রিপোর্ট ও প্রেসক্রিপশন দেখাতে পারেন। দেখি আপনার কোন উপকারে আসতে পারি কি না?

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনার চেম্বার এলাকার লোকজনের অবস্থা মনে হয় খারাপ ছিল। তা না হলে অন্যান্য জায়গায় এত বেশি এত কম দেয়ার পরেও কেন লোকজন রাজি হতো না। ঠিক বলেছেন ভাইয়া আমরাও সবসময় যে কোন ডাক্তার দেখাতে গেলে প্রফেসর লেভেলের ডাক্তারের কাছে যাই জুনিয়র ডাক্তারদের কাছ থেকে যেতে ভয় লাগে।
এখন সমস্যার সমাধান করিয়ে কিছুটা ভালো আছি। আর পরবর্তীতে সমস্যা হলে আপনার সঙ্গে আলাপ করে নেব। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আসলে আপু উত্তরবঙ্গের মানুষজনের অর্থনৈতিক সংকটটা একটু বেশিই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60352.73
ETH 2410.03
USDT 1.00
SBD 2.44