রঙিন কাগজের ডেকোরেশন বেল তৈরি
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে রঙিন কাগজ দিয়ে ডেকোরেশন বেল তৈরি শেয়ার করবো। রঙিন কাগজ দিয়ে যে কত কিছু বানানো যায় তার কোন ঠিক নেই। এই ব্লগে জয়েন হওয়ার পর থেকে রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানানো শিখেছি। আগে রঙ্গিন কাগজের তেমন একটা জিনিস বানাতে পারতাম না। এখন যতই বানাই ততই যেন নতুন নতুন জিনিস চোখে পড়ে। আর এগুলো বানাতে ইচ্ছা করে। এগুলো বানানোর পর খুব সুন্দর লাগে দেখতে। কিন্তু সব সময় এগুলো বানাতে বসা হয় না। কিন্তু যখন বসি একসঙ্গে বেশ কয়েকটি বানিয়ে রাখি। আজকে রঙিন কাগজের ডেকোরেশন বেলটি দেয়ালে ঝুলিয়ে রাখার পর খুব সুন্দর লাগছিল দেখতে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
রঙিন কাগজ
পেন্সিল
কম্পাস
কাঁচি
আঠা
কলম
প্রথমে লম্বা একটি কাগজ কেটে নিয়েছি। তারপর কাগজের এক প্রান্তে আঠা লাগিয়েছি।
কাগজটি গোল করে মুড়িয়ে লাগিয়ে দিয়েছি।তারপর আরেকটি কাগজ নিয়ে কম্পাস দিয়ে বৃত্ত এঁকেছি।
বৃত্তটির চারপাশের গোল গোল করে ফুলের মত এঁকেছি। তারপর কাঁচি দিয়ে দুটি কাগজ একই রকম ভাবে কেটে নিয়েছি।
এখন দুটি কাগজ চিকন করে কেটে নিয়েছি। তারপর গোল কাগজটির উপরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
আরেকটি কাগজ লম্বা করে কেটে নিয়েছি। তারপর কাগজটির এক সাইডে চিকন চিকন করে কেটেছি। তারপর চিকন যেই কাগজ আগে কেটে রেখেছিলাম তার উপরে এই কাগজটি গোল করে মুড়িয়ে লাগিয়ে দিয়েছি নিচের ছবির মত করে।
এই অংশ আগের বানিয়ে রাখা অংশের সঙ্গে লাগিয়ে দিয়েছি। তারপর গোল ফুলের মত কাগজটির দুইপাশে লাগিয়ে দিয়েছি। তারপর এর উপরে ইমোজি এঁকেছি।
এভাবে আমার রঙিন কাগজের ডেকোরেশন বেলটি তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
Photographer | @tania |
---|---|
Phone | oppo reno5 |
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু বেল টি অনেক সুন্দর হয়েছে। আর তৈরি পদ্ধতি ও অনেক সুন্দর করে তুলে ধরেছেন। এটি র চোখ দুটো অনেক কিউট হয়েছে। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।
তৈরি পদ্ধতি সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
রঙ্গিন কাগজের ডেকোরেশন বেল চমৎকার সুন্দর বানিয়েছেন আপু।ভীষণ সুন্দর ও আকর্ষণীয় লাগছে।ধাপে ধাপে রঙ্গিন কাগজ দিয়ে বেল বানানো পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ডেকোরেশন বেল তৈরি পদ্ধতি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমার ডেকোরেশন বেলটি আপনার কাছে আকর্ষণীয় লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।
আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে রঙিন কাগজের ডেকোরেশন বেল তৈরি করে শেয়ার করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন পোস্ট তৈরি করতে হলে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে আমাদের মাঝে প্রত্যেকটি স্টেপ ধারাবাহিকভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
ঠিক বলেছেন ভাইয়া রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু বানালে সুন্দর লাগে দেখতে। ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়ে তৈরি ডেকোরেশন বেলটা আসলেই দারুন লাগছে দেখতে। বিশেষ করে চোখ মুখ অংকন করার কারণে বেশ কিউট লাগছে জিনিসটা দেখতে। ভালো লাগলো আপনার আজকের এই ডাই প্রজেক্ট দেখে। খুব সুন্দর এবং কিউট একটা জিনিস তৈরি করেছেন। ধন্যবাদ আপু সুন্দর এই ডেকোরেশন বেলটা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ইমোজি আকার কারণে আমার কাছেও বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।
বেশ ভালো লাগার একটি পোস্ট নিয়ে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এ জাতীয় সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি নতুন কিছু করার উৎসাহ প্রদান করে। কে আপনি কিছু একটা তৈরি করে দেখিয়েছেন কালকে আপনার মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে হয়তো আমিও একটা কিছু তৈরি করব আর এভাবেই একজনার মাধ্যমে আরেকজনের অগ্রসর হয় নতুন কিছু করার প্রতি।
ঠিক বলেছেন ভাইয়া একজনের টা দেখে আরেকজনের উৎসাহ বেড়ে যায়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
অনেক সুন্দর দেখতে একটা ডেকোরেশন বেল আপনি তৈরি করেছেন। রঙিন কাগজ ব্যবহার করে আপনার তৈরি করা বেলটা আমার অনেক পছন্দ হয়েছে। রঙিন কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করলে আমার কাছে অনেক সুন্দর লাগে। এই ডেকোরেশন বেল দেয়ালের মধ্যে ঝুলিয়ে রাখার কারণে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আর এটার মধ্যে ইমোজি আঁকার কারণে আরো ভালো লাগছে দেখতে। আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা জিনিসগুলো সত্যি খুব সুন্দর হয়। তেমনি এটাও অনেক সুন্দর ছিল।
আসলেই ডেকোরেশন বেলটি দেয়ালে ঝুলিয়ে রাখার পর খুব সুন্দর লাগছিল দেখতে। ধন্যবাদ আপনাকে।
ঠিকই বলেছেন এখন রঙিন কাগজের অনেক নতুন নতুন জিনিস চোখে পড়ে আর সেগুলো দেখলেই বানাতে ইচ্ছা করে । আপনি আজকে রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ডেকোরেশন বেল তৈরি করেছেন দেখতে খুব ভালো লাগলো ।
এগুলো বানাতে ইচ্ছা করলেও সময়ের অভাবে বসা হয় না। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
আপু আপনি নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ডেকোরেশন বেল তৈরি করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করা দেখলে এবং তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আপনার এই ডেকোরেশন বেল রুমের দেয়ালে ঝুলিয়ে রাখলে অনেক সুন্দর লাগবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু রঙিন কাগজ দিয়ে ডেকোরেশন বেল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এগুলো নিয়ে বানালে নিজের প্রতিভার বিকাশ ঘটে। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।