বাগানের জন্য প্রস্তুতি ৬ পর্বঃ 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বাগানের প্রস্তুতির পর্ব নিয়ে। বর্তমানে এখন ঘরে কোন চারা নেই, সবগুলো চারা বাগানে নিয়ে গিয়েছি। নতুন আরেকটি চারা পেয়ে গিয়েছি, ঢেড়স আর পেঁপে বাকি ছিল শুধু গজানোর। এখন দেখা যাচ্ছে ঢেড়স আস্তে আস্তে করে গজাচ্ছে। বাংলাদেশের মতো এখানে কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, সেই সাথে প্রচণ্ড বাতাস বয়ে চলছে। চারাগুলোর ভালোভাবে যত্ন নেওয়া যাচ্ছে না, কিছু কিছু চারা মোটেও বাড়ছে না। এবছরের ওয়েদার ভেজিটেবল এর জন্য মোটেও অনুকূল নয়, শুধুমাত্র ফুল ও কিছু কিছু ফলের জন্য ঠিক আছে। তারপরও কিছু কিছু চারার ভালো বৃদ্ধি হচ্ছে , যেমন মিষ্টি কুমড়া, শসা, সিম , টমেটো , ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, লেটুস । এগুলো দেখলে মনে অনেক শান্তি আসে । এবছর বেশিরভাগ চারা টবে করেছি, মাটিতে খুব কম লাগিয়েছি। আমার কাছে মাটিতে না লাগিয়ে টবে লাগালে অনেক সুন্দর লাগে ।কথা না বাড়িতে চলুন দেখে নেওয়া যাক আমার বাগানের বর্তমান অবস্থা।

0DD66B24-D329-4ADA-8918-776F78778581.jpeg

প্রথমেই ফুল দিয়ে শুরু করা যাক, এই ফুলগুলোর চারা লাগিয়ে ছিলাম।ফুলগুলো অনেক ছোট ছোট, টবে লাগিয়েছি ।রং বে রঙের বাহারি ফুল গুলো দেখলে আনন্দে ভরে উঠে মনটা। এর মধ্যে কিছু কিছু জানা ও অজানা ফুলের গাছ রয়েছে।

4016230F-5C07-4ACF-A3CB-8223C8E65437.jpeg

0E57A753-22EE-4B5C-B225-27A91DE7726A.jpeg

2482EF45-45C9-448F-937F-E64189210A64.jpeg

F9410D98-7EE9-436E-A208-DC5B7F98545D.jpeg

B665A500-C06D-49B8-BFB1-592C2E39CFCF.jpeg

BDC47E57-B6E7-4729-8A17-D3A624585CD5.jpeg

4EFE33F3-3085-4D9B-8B51-3DCC541FE6CC.jpeg

BC9D6722-BBA4-44EF-8312-CB03471074A8.jpeg

বৃষ্টি ভেজা গোলাপের কুড়ি দেখতে কতই না সুন্দর লাগছে। বর্তমানে বাগানে ৬টি গোলাপের গাছ রয়েছে, তার মধ্যে চারটি গাছে কুড়ি এসেছে, নতুন দুইটি গাছে এখনো আসেনি।

BC727EC2-42F8-4572-8F86-C20CB25B6157.jpeg

3C98FF32-F8FD-4479-898D-BD5C78D52E5D.jpeg

উপরের ফুলের গাছ গুলো আজকে আবার নতুন করে আনা হয়েছে, এই গাছগুলো বেশি বড় হয় না, অনেক ছোট ছোট থাকে ।খুব চমৎকার লাগে ফুলগুলো দেখতে।

D3226092-F38B-423D-8E00-53A7B73D2E94.jpeg

এটিও নতুন আনা হয়েছে, মরিচসহ গাছটি দেখতে খুবই চমৎকার ছিল, তাই আমার হাসব্যান্ড না কিনে পারে নি। আর আমি মরিচের যে চারা গুলো বানিয়েছিলাম সেগুলো এখনও অনেক ছোট রয়েছে।

CFCEE076-27F9-4152-AAA7-80CC02F8F92B.jpeg

দেখুন লাউ গাছ কত বড় হয়েছে, বড় একটি টবে রেখেছি।

17A2B2A5-A951-458A-A329-CD348DF72E8A.jpeg

এটি আমার প্রিয় শশা গাছ, গাছটি অনেক বড় হয়ে গিয়েছে , এমন কি ফুলও এসে গিয়েছে!

0C3F12C0-7B76-4930-9970-7988B454340A.jpeg

বাকি চারাগুলো এখানে রয়েছে।

CAE4BFCD-BD4A-40C2-B678-F6242A701538.jpeg

F3C2DA7C-F45F-4D65-A8F1-A9D3B2BF8AE3.jpeg

আপেল গুলো ধীরে ধীরে বড় হচ্ছে, স্ট্রবেরি গাছে ষ্ট্রবেরি চলে এসেছে।

19B40C93-6845-4790-B82C-E76621CC0876.jpeg

একনজরে ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি ও লেটুস গাছগুলো।

9114ECB8-0066-445B-BACD-EC1337F394CC.jpeg

দেখুন লেটুস গাছগুলো কত তরতাজা লাগছে!

94646E61-FDF8-4D06-839A-A7994DAF9B6E.jpeg

সিম গাছটিও দারুন সতেজ হয়ে বাড়ছে।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটি ছিল আমার আজকের আয়োজন, আশাকরি আপনাদের ভাল লেগেছে ।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 2 years ago 

আপনার বাগানের কোন তুলনা হয়না আপু। আমি কখনোই এভাবে বাগান তৈরি করতে পারিনি। আপনি কি সুন্দর রংবেরঙের ফুলের গাছ ফুটিয়ে তুললেন। তার সাথে আপেল, স্ট্রবেরি এই গাছগুলো দেখে বেশ ভালো লাগলো। তাছাড়া সিম গাছ, ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি এই সকল গাছগুলি আপনি লাগিয়েছেন দেখে বেশ ভালো লাগলো। আমরা তো এখানে এরকম ভাবে তৈরি করতেই পারি না। আপনি বিদেশে থাকা সত্বেও এইরকম গাছের পরিচর্যা এমনকি সকল ধরনের গাছ লাগানো দেখে অনেকটা অবাক লাগলো। শুরু থেকে আপনার বাগানের বিষয়গুলো দেখে আসছি। দেখতে যেন অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয়েছে।

 2 years ago 

সত্যি আপু আমি খুব উপভোগ করি, মনে আসলে অনেক তৃপ্তি পাওয়া যায়। অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

 2 years ago 

ছোট বেলায় প্রাইমারি লেভেলে পড়াকালীন সময় ফুল বাগান করার ভীষণ শখ ছিল। কিন্তু তখন বাগান বিষয়ক জ্ঞান তেমন একটি না থাকায় গাছ লাগাইতাম ঠিকই কিন্তু পর্যাপ্ত পরিচর্যা না থাকার কারণে গাছ গুলো অল্প দিনেই নষ্ট হয়ে যেত।
এখন বড় হয়েছি যথেষ্ট জ্ঞানর্জন করেছি কিন্তু শখটা আর আগের মত নেই। তাই এখন ফুল গাছ আর লাগানো হয়না। তবে সবজি চাষ করি মাঝে মধ্যে।
আপনি সু - দূর বিদেশের মাটিতে যেভাবে নিজের বাগান গড়েছেন তা আমাদের জন্য সত্যিই অনুপ্রেরণা দায়ক।
ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।
তবে নাম না জানা ফুল গুলোর ব্যাপারে জানতে আগ্রহ বেড়ে গেলো। ভীষণ সুন্দর লাগছে এগুলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার বাগানের অনেক ফুল এবং অনেক সবজির গাছ দেখলাম । আপনি আপনার বাগানে অনেক ভালো ভালো সবজির গাছ লাগিয়েছেন । বাগানের ফুলের গাছ গুলো খুব সুন্দর ভাবে ফুটেছে। আমি আপনার বাগানের ছবি দেখে এক পর্যায়ে অবাক হলাম। যেখানে আপনি আমার দেখে অনেক সবজি লাগিয়েছেন। অনেক ভালো

 2 years ago 

জি ভাইয়া আমার বাগানটি অনেক বড়, এখানে নানা ধরনের সবজি,ফলমূল এবং ফুলের চাষাবাদ করে থাকি যা সত্যিই আমি খুব উপভোগ করি। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার বাগানের প্রত্যেকটি ফটোগ্রাফি পোস্ট আমি ভিজিট করেছি, সেই ধারায় আজকের পোস্টটি দেখতে পাচ্ছি এবং আপনার এই বাগানে ফুলে-ফলে ভরপুর হয়ে উঠেছে। ধন্যবাদ আপনাকে আশা করি আরো পর্ব আপনার কাছ থেকে দেখতে পাবো।

 2 years ago 

অবশ্যই পরবর্তী পোস্টগুলো দেখতে পারবেন ভাইয়া,অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাগানের চমৎকার চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন দারুন হয়েছে। দেখতে অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

আপু আপনার বাগানের চিত্র দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। খুবই সুন্দর লাগলো আপনার বাগানের রংবেরঙের ফুল এবং বিভিন্ন ধরনের সবজির গাছ গুলো দেখে। আপনি এত সব চারা রোপণ করে তার পরিচর্যা করে গাছগুলোকে ধীরে ধীরে বড় করে তুলেছেন আর সেই গাছগুলো দেখে আমার খুবই ভালো লাগলো আপু। আপনার বাগানের অসাধারণ সব সুন্দর ফুলগুলো এবং বিভিন্ন ধরনের সবজিগুলো অত্যন্ত সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

আমারও অনেক শক ছোট্ট একটি বাগান লাগাবো, যেখানে রং বে রংয়ের ফুল গাছ থাকবে, কিন্তু সময় না থাকার কারণে বাগান লাগানো হয়নি, তবে আপনার বাগানটি দেখে খুবই ভালো লাগলো আপু মনি, যেখানে অনেক জানা অনেক ফুল রয়েছে আবার অনের ধরনের ফল হাগ রয়েছে, দেখতে বেশ চমৎকার লাগতেছে, বিশেষ করে ফুল গুলো থাকার কারণে বাগানটি ফুটিয়ে উঠেছে, খুবই ভালো একটি কাজ করেছেন আপু মনি আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

আসলে বাগান করলে মনে অনেক তৃপ্তি পাওয়া যায়, একারণেই বাগান করা।অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আমার নিজের বাগান করা যেমন পছন্দ ঠিক তেমনি কাউকে সুন্দর বাগান করতে দেখলে আমার খুব ভালো লাগে। আমার নিজের ছাদে এমন শাকসবজি, ফুল-ফলের অনেক গাছ লাগিয়েছি। যদিও খুব ব্যস্ততায় দিন কাটে তবুও চেষ্টা করি সময় করে একবার হলেও ছাদে গিয়ে তাদের কিছুটা যত্ন নেওয়ার। আমাদের সকলেরই আসলে বাগানের শখ রাখা উচিত। আশা করছি আপনার পোস্টটি দেখে অনেকে অনুপ্রাণিত হবে। এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আসলে আপু বাগান করলেই হয়না, বাগানে অনেক যত্ন নিতে হয় আর এ কাজ শুধু আমার একার পক্ষে সম্ভব হতো না। আমার হাসব্যান্ডও অনেক যত্ন করে, ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

আপু আপনার বাগানের জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। আপনি খুব ভালোভাবে আপনার বাগানের গাছের পরিচর্যা করেন।তাই আপনার ফুলগুলো খুব সুন্দর ভাবে ফুটে এবং গাছগুলো খুব ভালোভাবে বেড়ে ওঠে। আপনাকে ধন্যবাদ আপু এত সুন্দর করে গাছ এবং ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 2 years ago 

ঠিক বলেছেন আপু বাগানের পরিচর্যা না করলে সুন্দর ভাবে বেড়ে ওঠে না, এর জন্য অনেক পরিশ্রম করতে হয়।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনার বাগানটি তো রীতিমতো ফুলে ফলে ভরে উঠেছে। এমন সুন্দর একটি বাগান করার শখ আমার বহুদিনের কিন্তু কিছুতেই পেরে উঠি না। ভালো লাগলো আপনার বাগান করার শখ দেখে। বহুদিন থেকেই দেখলাম প্রস্তুতিপর্ব চলছে। শেষ হলে নিশ্চয়ই আরো অনেক ভালো হবে। ততদিন পর্যন্ত অপেক্ষায় রইলাম। ধন্যবাদ

 2 years ago 

জি ভাইয়া এখন মোটামুটি প্রস্তুতি শেষ। এখন শুধু আপনাদেরকে বাগানের আপডেট দিব। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.034
BTC 63228.07
ETH 3244.71
USDT 1.00
SBD 3.90