।।সত্যি মিথ্যে মিশে যায়।।
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাই শুভেচছা জানিয়ে শুরু করছি।আজকে আমি একটা কবিতা শেয়ার করতে চলেছি।আশা করি আপনাদের ভালো লাগবে।
গোধূলির আলিঙ্গনের নিভৃতে যেখানে ছায়ারা খেলা করে,
একটি ট্রেন নিজ গতিতে ধেয়ে আসে,স্টিলের উপর ইস্পাত আরো কঠিন হয়ে আসে।
একবার একটু আলোর ঝলকানি একটি মেয়ে আলোতে ভীষণ একা হয়ে গেছে।
একটি আত্মা মুক্ত হতে চায় এবং বন্য ইচ্ছের সমাধিতে।
তার হাসি ভোরের সুর হয়ে জীবনের অদম্য শিশু।
তবু আকাশে ঝড় ওঠে একবার সূর্যকে অন্ধকার করে,
পারিবারিক বন্ধন, ভালবাসার উষ্ণ আলিঙ্গন, তার কাছ থেকে সব কিছু হারিয়ে গেছে।
একাকী কানাঘুষার সাগরে ভেসে ভেসে কোথাও নোঙ্গর ফেলার উপায় নেই।
মেয়েটি দুঃখের তরঙ্গের সাথে লড়াই করে
তুফান এর সাথে বাজি ধরে এই রেল লাইনে।
পৃথিবী বেদনার ক্যানভাস হয়ে যায় ধূসর একটি ছবি,
দিনের আলোয় ম্লান হয়ে যাচ্ছে আগামী দিনের কত প্রতিশ্রুতি।
সেই ফুটফুটে মেয়েটি একসময় প্রাণবন্ত রঙে অনেক স্বপ্ন দেখেছিল এখন কেবল রাত এর অন্ধকার মাপে।
তার হৃদয় প্রতিধ্বনিত হয় দুঃস্বপ্নের প্রতিফলনে।
আত্মার নীরবতায় যেখানে একবার স্বপ্ন উড়েছিল,
একটি দুর্গ ধ্বংসাবশেষ রাখা, অন্তহীন রাতে হারিয়ে গেছে।
ট্রেন একটি ক্ষণস্থায়ী জীবন রথ, দীর্ঘশ্বাসের সাথে সব ছাপিয়ে যাচ্ছে।
তার কান্নার সাক্ষী তার চোখের জলের দাম
সত্যি কি আছে?
তবুও মৃত শ্লোকটি একটি বাতিঘরে তার আত্মার কাছে গাইতে আবদার করে,
ছাই থেকে প্রস্ফুটিত প্রেমের ফিনিক্স পাখি আসে,
এমনকি অন্ধকার রাতেও তারারা দেখা দেয়,
ফিসফিস করে বলে, "আপনি একা নন, এবং ভালবাসা সবসময় কাছাকাছি আছে।"
জীবন-মৃত্যুর নৃত্যে যেখানে সত্যি মিথ্যে মিশে যায়,
সেখানে আরেকটা ধমকা হাওয়া জীবন খুঁজে পায়।
কেননা পৃথিবী জেলখানা হয়ে চারিদিকে ছড়িয়ে,
জীবনের অন্তহীন গানে প্রতিটি সমাপ্তি কেবল হৃদয়ের কথা বলে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন দিদি ৷ আপনার লেখা সত্যি মিথ্যে মিশে যায় কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো ৷ খুবই সুন্দর হয়েছে কবিতাটি এবং কবিতার প্রত্যেকটা লাইন ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ৷
এটা একদম দিদি। আমাদের জীবনটাও এমন। এই জীগনরথে অনেক কিছুই ত্যাগ করতে হয় একটা মেয়েকে। নিজের পরিবার, স্বপ্ন সব! দিনশেষে তার কান্নার দাম কি থাকে! হয়তো বা না। তবে জীবন মৃত্যুর মাঝে সত্য মিথ্যা মিশে গেলে সেখানে জীবনের অন্য মানে খুজেঁ নেয় মন। যাক, কবিতার ভাবার্থ ভালো ছিল দিদি। চেষ্টা করেছি বুঝতে। অসংখ্য ধন্যবাদ দিদি চমৎকার কবিতাটি শেয়ার করার জন্য। আশা করছি এমন কবিতা আরও শেয়ার করবেন। 🌼
দিদি আজকের লেখা কবিতার মাঝে যেটা পেয়েছি ৷ সেটা হলো জীবনে চলার পথে কতকিছু তবুও দিনশেষে সবই মিশে মায়ায় মিশে যায় ৷ দিদি কবিতার প্রতিটি লাইন ছিল অনেক গম্ভির আর লুকানো জমানো কথা ৷ এই কবিতায় অনেক বোঝার রযেছে তবে আমি কতটা পেরেছি জানি না ৷ তবে বেশ ভালোই অনুপ্রাণিত করেছে ৷ অসংখ্য ধন্যবাদ দিদি দারুন একটি সাজানো গোছানো কবিতা উপস্থাপন করার জন্য ৷ ভালো থাকবেন দিদি ৷
দিদি আপনার লেখা সত্য মিথ্যা মিশে চাই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে এই কবিতার মাধ্যমে আপনি খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন, কবিতার গভীরতা অনেক আর এই কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ। যার কারণে কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। সমাজের বাস্তব কিছু কথা আপনি এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। অসাধারণ একটি কবিতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
সত্য মিথ্যে মিশে যায় এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে দিদি আপনি খুবই সুন্দর সুন্দর কবিতা লেখেন। আপনার কবিতার ভাষাগুলো অনেক গভীরতা রয়েছে। যার কারণে কবিতা গুলো পড়ে ভালো লাগে।
বাহ্! চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন বৌদি। প্রতিটি মেয়ে বিয়ের আগে নিজের বাড়িতে রাজকন্যার মতো থাকে। নিজের পরিবারের কাছ থেকে কতো আদর পায় এবং রঙিন স্বপ্ন দেখে যে,জীবনটা অনেক সুন্দর হবে। কিন্তু বিয়ের পর কিছু কিছু মেয়ের কপালে একেবারেই সুখ হয় না। শত কষ্ট করেও শ্বশুর বাড়ির মানুষদের মন জয় করতে পারে না। যাইহোক কবিতার প্রতিটি লাইন এককথায় দুর্দান্ত হয়েছে বৌদি। সবমিলিয়ে কবিতাটি ভীষণ ভালো লাগলো। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।
অসাধারণ একটি কবিতা লিখেছেন দিদি। এরকম কবিতা গুলো পড়লে মনের মধ্যে একটা ভালো লাগার কাজ করে। প্রতিটি লাইন যেন একটা নির্দিষ্ট করে অর্থ বহন করে চলেছে। আসলেই পৃথিবীটা হচ্ছে একটা জেলখানা এবং এখানে চলমান ট্রেন হচ্ছে ক্ষণস্থায়ী। এরকম সুন্দর একটি কবিতা পড়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ দিদি।
মানুষ আশায় বাঁচে মানুষ ভালবাসায় বাঁচে। তবুও মানুষের মন ভাঙ্গে আবার ঘুরে দাঁড়ায়। প্রতিটি মানুষের জীবনে হার-জিত রয়েছে। প্রতিটি মানুষের জীবনে দুঃখ কষ্ট আনন্দ বেদনা রয়েছে। মানুষ এমন একটি পরিস্থিতির স্বীকার হয় যখন নিজের জীবনটা শেষ করে দিতে চেষ্টা করে। কিন্তু এমন কিছু কিছু শক্তি আছে যা মানুষকে আবারও বাঁচিয়ে তুলে। মানুষকে আবারও সত্য মিথ্যার কাছে মিশে যেতে হয়। আপনার লেখাগুলো পড়ে খুবই ভালো লেগেছে।