ট্রেন একটি ক্ষণস্থায়ী জীবন রথ
এটা একদম দিদি। আমাদের জীবনটাও এমন। এই জীগনরথে অনেক কিছুই ত্যাগ করতে হয় একটা মেয়েকে। নিজের পরিবার, স্বপ্ন সব! দিনশেষে তার কান্নার দাম কি থাকে! হয়তো বা না। তবে জীবন মৃত্যুর মাঝে সত্য মিথ্যা মিশে গেলে সেখানে জীবনের অন্য মানে খুজেঁ নেয় মন। যাক, কবিতার ভাবার্থ ভালো ছিল দিদি। চেষ্টা করেছি বুঝতে। অসংখ্য ধন্যবাদ দিদি চমৎকার কবিতাটি শেয়ার করার জন্য। আশা করছি এমন কবিতা আরও শেয়ার করবেন। 🌼