গড়ের মাঠে একদিন

in আমার বাংলা ব্লগlast year (edited)

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে ময়দানে ঘোরার কিছু মুহূর্ত ভাগ করে নিচ্ছি ।আশা করি সকলের ভালো লাগবে।


বেশ কিছুদিন আগে হঠাৎ করেই ব্ল্যাকস এর ইচ্ছে হলো হেঁটে কলকাতা দেখবে । হেঁটে কথাটা এই কারণেই বলছি বেশিরভাগ সময়ই আমাদের কোথাও ঘুরতে যাওয়ার হলে নয় বাইক আর না হলে গাড়ি করেই যাই ।আর সত্যি কথা বলতে আমি যেহেতু কলকাতায় থাকি আমার কিন্তু সব থেকে ভালো লাগে মেট্রো, ট্রামে,বসে যেতে। আর কলকাতা ঘুরে দেখতে হলে পায়ে হেঁটে মজাই সবচেয়ে বেশি যেটা আমার মনে হয়। তবুও যাই হোক, আমি অনেক দিন ধরে বলছিলাম কোথাও একটা ওকে নিয়ে ঘুরতে যাবো। কারণ আমার ঘুরতে খুব ভালো লাগে আর সেটা যদি নিজের মানুষের সাথে হয় তখন আরও বেশি ভালো লাগে ।


WhatsApp Image 2023-02-12 at 11.48.00 PM.jpeg

তাছাড়া আর একটা জিনিস ব্ল্যাকসের সব সময় গ্রাম্য পরিবেশ ভালো লাগে ,আর আমার গ্রাম্য পরিবেশ ভালো লাগলেও যেহেতু কলকাতায় গ্রামের পরিবেশ পাওয়া সম্ভব না সেইজন্য কলকাতার মধ্যে ঘুরতেই আমার ভালো লাগে। তাই হঠাৎ করেই একদিন বেরিয়ে পড়লাম প্রথমেই আমরা রিক্সা করে অটোস্ট্যান্ডে গেলাম, সেখান থেকে অটো করে মেট্রো স্টেশনে নেমে ,সেখান থেকে মেট্রো করে ময়দানে নামলাম। আর এই ময়দানের কাছেই হল ভিক্টোরিয়া মেমোরিয়াল ,ময়দান আর নন্দন। কলকাতা ঘুরে দেখতে হলে প্রধান কিছু দর্শনীয় স্থানের মধ্যে এই জায়গাগুলিই সবার প্রথমে স্থান নিয়েছে ।

WhatsApp Image 2023-02-12 at 11.48.01 PM (1).jpeg

WhatsApp Image 2023-02-12 at 11.48.01 PM.jpeg

WhatsApp Image 2023-02-12 at 11.48.00 PM (2).jpeg

WhatsApp Image 2023-02-12 at 11.48.00 PM (1).jpeg


আমরা সবার প্রথমে ময়দানে গিয়েছিলাম । যেহেতু আমরা শীতকালের গিয়েছিলাম তাই শীতকালের বিকেলে প্রচুর মানুষের ভিড় ছিল, কিন্তু যতই ভীড় থাকুক না কেন এই ময়দানে গড়ের মাঠ এতটাই খোলামেলা আর এতটাই জায়গা জুড়ে যে আসলেই মন আরো ভালো হয়ে যাবে ।এখানে এত গাছপালা এবং এত খোলামেলা জায়গা যে এই গড়ের মাঠকে 'কলকাতার ফুসফুস' বলা হয়। এক কথায় ময়দানের গড়ের মাঠ কলকাতার অন্যতম প্রধান সংস্কৃতি কেন্দ্র । এখানে সবথেকে সকালের দিকে এবং বিকেলের দিকে আসলেই খুব ভালো লাগে ।এখানে অনেক ছেলেরা এই বিকেলবেলা সময়টাতে ফুটবল, ক্রিকেট খেলে ।আবার অনেকে এখানে এসে নিজেদের মধ্যে সময় কাটায় এক কথায় ভীষণ সুন্দর জায়গা এটি।

WhatsApp Image 2023-02-12 at 11.48.01 PM (3).jpeg

WhatsApp Image 2023-02-13 at 12.03.49 AM.jpeg

WhatsApp Image 2023-02-13 at 12.03.49 AM (1).jpeg



এই ময়দানে আসার পরেই আমরা সবার প্রথমে দু কাপ মাটির ভাঁড়ে চা নিয়েছিলাম। তারপর এখানে মাঠে বসে আড্ডা দিতে দিতে পাপড়ি চাট খেয়েছিলাম ।খুবই সুন্দর একটা সময় কেটেছিল সেদিন কিন্তু যেহেতু আমরা শীতের মধ্যে গেছিলাম তাই এত তাই খোলামেলা জায়গায় বেশিক্ষণ বসিনি। প্রায় ৩০ মিনিট সময় কাটানোর পর আমরা ওখান থেকে বেরিয়ে নন্দনে গিয়েছিলাম। সেখানেও অনেক সুন্দর কিছু সময় কাটিয়েছিলাম। তার ছবি আপনাদের সাথে পরে ভাগ করে নেব ।

WhatsApp Image 2023-02-13 at 12.03.50 AM.jpeg

WhatsApp Image 2023-02-12 at 11.47.59 PM.jpeg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Sort:  

This post was selected for Curación Manual (Manual Curation)

@tipu curate

 last year 

গড়ের মাঠ নিয়ে ছোট দাদা আরেক দিন বলেছিলো।আসলে মাঝে মাঝে দুইজন মিলে পায়ে হেঁটে বেড়াতে বেশ ভালোই লাগে।আর এত বড় মাঠ হলে তো কথাই নেই। যে যার মত গল্প,আড্ডা,ফুটবল ইত্যাদি খেলছে।ছবি দেখেই মনে হচ্ছে বেশ ভালো সময় কাটিয়েছেন। ইশ আপু ভাঁড়ে চা দেখে বেশ লোভ হচ্ছে। এই রকম পরিবেশে চা খাওয়ার মজাই আলাদা।ভালো লাগলো।ধন্যবাদ

 last year 

আপু আজকে আপনার মনের অনুভূতি গুলো পড়ে অনেক ভাল লাগলো। আর ময়দানের গড়ের মাঠকে যে “কলকাতার ফুসফুস” বলে সেটা শতভাগ সত্য। আপনার ছবিতে দেখলাম বিশাল বড় মাঠ। অনেক গাছ পালা আছে। ধন্যবাদ আপু।

 last year 

গড়ের মাঠ নিয়ে দাদাও একদিন একটি ব্লগ লিখেছিল ৷ যা হোক দাদা-সহ বেশ সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন ৷ সত্যি বলতে দিদি আমার কাছেও গ্রামের পরিবেশটা বেশি ভালো লাগে ৷ কেমন যেন একটা শান্তি কাজ করে৷
যা হোক মাটির ভাড়েঁ বসে চা খাওয়া আর আড্ডা ৷ সব মিলে অনেক ভালো লাগলো দিদি ৷ অনেক ধন্যবাদ দিদি সবসময় দাদাকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ৷ আর ভালোবাসার বন্ধন টুকু থাকুক চির অটুট ৷

 last year 

কিছুদিন আগেই আমি ময়দান এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ঘুরে আসলাম। যদিও নন্দন যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু সেখানে আর যাওয়া হয়নি সেই দিন। ময়দানের মাঠকে কলকাতার ফুসফুস বলা হয় এটা আমি আগে ঠিক জানতাম না। এই গড়ের মাঠে শীতকালে একটু বেশ ভিড় দেখা যায় কারণ বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে একটু খোলামেলা পরিবেশের সময় কাটাতে চায়। গড়ের মাঠে বসে মাটির ভাঁড়ে চা খেতে সত্যি দারুন লাগে। তুমি আর ব্ল্যাকস দাদা এখানে গিয়ে সুন্দর একটা সময় কাটিয়েছো জেনে বেশ ভালো লাগলো দিদি।

 last year 

আমাদের এখানেও এমন একটা জায়গা আছে,যার নাম সি আর বি,এটাকেও চট্টগ্রামের ফুসফুস বলা হয় শুধুমাত্র গাছপালা,খোলামেলা পরিবেশের জন্যে।

 last year 

ছোট দাদার পোষ্ট হতে এই মাঠটা সম্পর্কে আগেই আইডিয়া পেয়েছিলাম। আর দাদার সাথে আমার একটা মিল আছে সেটা হলো সুযোগ পেলেই আমরা গ্রামীন পরিবেশে ঘুরতে পছন্দ করি। অবশ্য আপনি বেশী দৃশ্য শেয়ার করেছেন আজ, পুরো মাঠজুড়ে দেখলাম বেশ মানুষজন আড্ডা দিচ্ছে, এই রকম পরিবেশে ঘুরতে সত্যি ভালো লাগবে। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61358.50
ETH 3378.70
USDT 1.00
SBD 2.52