ঝালং বিন্দুর কিছু জায়গার ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আপনাদের সাথে আমার তোলা কিছু ফটো ভাগ করে নিচ্ছি।আশা করি সকলের ভালো লাগবে।



আলোকচিত্র: ১

WhatsApp Image 2022-11-16 at 10.48.39 PM.jpeg

WhatsApp Image 2022-11-17 at 1.07.46 AM.jpeg

লাভা



উত্তপ্ত গলিত তরল লাভা নয়, পাহাড় ও অরণ্যে ঘেরা শীতল জনপদ। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, মেঘ ও নীলের লুকোচুরি, আর কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ। বৌদ্ধ মনাস্ট্রি শান্ত সম্মোহনেই লাভা অনন্যা।



আলোকচিত্র: ২

WhatsApp Image 2022-11-16 at 10.49.43 PM.jpeg

মূর্তি নদী


আমি আগস্ট মাসের প্রথম দিকে ঝালং ঘুরতে গেছিলাম । সেখানে তিন দিন মতো থেকেছিলাম। আমরা তিনদিনই লাটাগুড়িতে থেকে ছিলাম। আর সেখানে থেকেই পারিপার্শ্বিক সমস্ত জায়গাগুলো দেখেছিলাম । লাটাগুড়ি ফরেস্ট থেকে ৪৫ মিনিট দূরত্বে মূর্তি নদীর রয়েছে । সেখান থেকে এই মূর্তি নদীর ছবিটি তোলা ।উত্তরবঙ্গের ঘন অরণ্যভেদ করে প্রবাহিত হয়ে চলেছে মূর্তি নদী। অদম্য প্রাণশক্তিতে ভরপুর।পাথর ও নুড়ির ওপর স্ফটিক-স্বচ্ছজল এক রূপকথার পরিবেশ গড়ে তোলে।


আলোকচিত্র: ৩

WhatsApp Image 2022-11-16 at 10.48.43 PM.jpeg

রকি আইল্যান্ড

রকি আইল্যান্ড সামসিং থেকে মাত্র ২ কিলোমিটার দূরে মুর্তি নদীর তীরে অবস্থিত। রকি আইল্যান্ড শব্দটার মানে দাড়ায় পাথুরে দ্বীপ আর দ্বীপতো প্রধানত সমুদ্রেই হয়। আদতে রকি আইল্যান্ড হচ্ছে একটি পাহাড়ী ও বাহারি ছোট্ট গ্রাম। মূর্তি নদী পাহাড় থেকে আছড়ে পড়েছে যেখানে ঠিক তার পারে গড়ে উঠেছে এই ছোট্ট গ্রাম। এই রকি আইল্যান্ডের সৌন্দর্য যে কতটা সুন্দর নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না।


আলোকচিত্র: ৪

WhatsApp Image 2022-11-17 at 1.14.11 AM.jpeg

WhatsApp Image 2022-11-16 at 10.48.40 PM (1).jpeg

লাভা মনাস্ট্রি

এই জায়গাটি বৌদ্ধ সম্প্রদায় নিয়ে গঠিত হয়েছে ।শত শত সন্ন্যাসী এখানে বাস করে।লাভা মনাস্ট্রি বিশুদ্ধ প্রশান্তি এবং কাছাকাছি পাখির কিচিরমিচির পরিবেশের সাথে, এই অবস্থানের সৌন্দর্য কেবল অতুলনীয়।


আলোকচিত্র: ৫

WhatsApp Image 2022-11-16 at 10.48.44 PM.jpeg


আলোকচিত্র: ৬

WhatsApp Image 2022-11-16 at 10.48.42 PM.jpeg

WhatsApp Image 2022-11-16 at 10.48.43 PM (1).jpeg

চা বাগান


মূর্তি থেকে লাটাগুড়ি যাওয়ার পথে যতদূর চোখ যায় তত দূরই শুধু চা বাগান আর চা বাগান ।


আলোকচিত্র: ৭

WhatsApp Image 2022-11-17 at 1.22.54 AM.jpeg

চা বাগানে কর্মরত শ্রমিক



এই ডুয়ার্সে যতদূর চোখ রাখা যায়, ততদূর শুধু চা বাগান দেখতে পাওয়া যায় । যেহেতু আমরা সাড়ে তিনটার দিকে হোটেলের দিকে ফিরছিলাম তখন দেখছিলাম চা বাগানে এই কর্মরত শ্রমিকরা কত সুন্দর ভাবে নিজের দক্ষতার দ্বারা চা পাতাগুলোকে সংরক্ষণ করছিল।

ডিভাইসredmi note 9
লোকেশনকোলকাতা
ক্রেডিট@swagata21

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

বাহ❤️ ফটোগ্রাফিগুলো একদম হৃদয়জুড়ানো।দেখে মনে হচ্ছে একদম নিখুঁত হাতের কাজ☺️।
পুরাই কিলিং ছিল🔥।
শুভ কামনা জানাই, ভালো থাকবেন।

 2 years ago 

কতই না সুন্দর সুন্দর জায়গা রয়েছে এই পৃথিবীতে। তবে আপনার এই জায়গাগুলোর ফটোগ্রাফি দেখি আমাকে এখনই যেতে ইচ্ছা করছে। যাই হোক আল্লাহ যদি বাঁচায়ে রাখে তাহলে অবশ্যই একদিন ঘুরে আসবো এই জায়গাগুলোতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বেশ সুন্দর জায়গাটা ছবি দেখেই মনে হচ্ছে। রকি আইসল্যান্ড নামটাও বেশ সুন্দর। ৫ নং ছবিটার দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর। মনে হচ্ছে এখানে গেলে আর ফিরে আসতে মন চাবে না।ভালো লাগলো।ধন্যবাদ

 2 years ago 

রকি আইল্যান্ড অনেক সুন্দর লেগেছে। প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক ভালো হয়েছে, বিশেষ করে যে ৪,৫ নাম্বার ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে আমার।

 2 years ago 

প্রথম আর দ্বিতীয় ছবি দুটি দেখে আমি সত্যিই আটকে গেছিলাম। এই ধরনের দৃশ্য আমার স্বপ্নের মত। ভীষণ রোমান্টিক লাগে আমার কাছে।

দেবের একটা মুভি আছে না?? "সেদিন দেখা হয়েছিল"
শ্রাবন্তী যখন সকালে জঙ্গলে যায় আর তার পিছে পিছে নায়ক ও গিয়েছিল সেখানে। ওই দৃশ্যটা আমার কাছে খুবই প্রিয়। ধোঁয়াটে কুয়াশাচ্ছন্ন পরিবেশ ❄️🌨️

 2 years ago 

দাদা এই লাভাতে আমরা যখন গিয়েছিলাম সেটা একদম অফ সিজনে আর সেই সময় তখন কোনো লোকই ছিল না।
সেই সময়টা শুধু আমরাই ছিলাম ,আর এখানকার পরিবেশটা এত সুন্দর এত সুন্দর যে ওখান থেকে আসতেই ইচ্ছা করবে না ।দাদা ঘুরে আসুন একবার ।

আর দাদা একটা জিনিস কিন্তু অবাক হয়ে গেলাম,একটা জিনিস আপনি ঠিকই বলেছেন, আমার ফটোগ্রাফির ৬ নম্বর ছবিটা যেখানে তোলা, সেখানে শ্রাবন্তীর' সেদিন দেখা হয়েছিল 'মুভিটার শুটিং হয়েছিল 🤭🤭।

 2 years ago 

এইভাবে মিলে গেলো!!🤭..ওই মুভির এই জায়গাটা আর দৃশ্যগুলো আমার ভীষণ ভাল লেগেছিল। আপনার ফটোগ্রাফির মধ্যে আকস্মিকভাবে এই স্থানটা আমার নজরে চলে আসবে সেটা বুঝতেই পারিনি। জায়গাটা কিন্তু সত্যিই দারুন।

 2 years ago 

হাহাহা 🤭। তার মানে কত মন দিয়ে এই মুভির জায়গা আর দৃশ্যগুলো দেখেছেন। তাহলে আর দেরি না করে ঘুরে আসুন, খুব ভালো লাগবে।

 2 years ago 

হুম দিদি আসবো। দেখি সামনের বছরে যাওয়া যায় কিনা।

 2 years ago 

পৃথিবীর অনেক সুন্দর সুন্দর জায়গা গুলোকে আপনার ফটোগ্রফের মাধ্যমে আমাদের সাথে তুলে ধরেছেন। এগুলো শুধু সিনেমায় বা ছবিতেই দেখা যায়। বাস্তব এত সুন্দর ফটোগ্রাফি করা যায় তা জানা ছিল না।

 2 years ago 

আমাদের দাদা যেমন ভালো ফটোগ্রাফি করেন তেমনি আপনিও কিন্তু ফটোগ্রাফি করতে শিখে গিয়েছেন দিদি। সব ক্রেডিট দাদার😍😍।এরকম একটা জায়গায় যদি কখনো যেতে পারতাম তাহলে নিজের জীবন সার্থক হয়ে যেত দিদি। আসলে এই জায়গা গুলো কতই না সুন্দর। প্রকৃতির অপরূপ সৌন্দর্য সেখানে ধরা দিয়েছে। পাহাড়ের গা ঘেষে বয়ে চলা ঝরনা দেখতে খুবই সুন্দর লাগে। শ্রমিকরা চা পাতা সংগ্রহ করছে ছবিটি অসাধারণ হয়েছে। আপনি দারুন ফটোগ্রাফি করেছেন দিদি। অনেক ধন্যবাদ দিদি আপনার ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

রকি আইল্যান্ড টা তো দুর্দান্ত সুন্দর জায়গা। দেখে মনে হচ্ছে এই জায়গাটাতে ছোট্ট একটি বাড়ি বানিয়ে থাকতে পারলে জীবনটা শান্তিতে কেটে যেতো। ৫ নম্বর ছবির ঝর্ণা টাও দেখতে অনেক সুন্দর লাগছে। অসম্ভব সুন্দর সব জায়গা রয়েছে ইন্ডিয়াতে। ইচ্ছা আছে কখনো সময় করে জায়গাগুলো দেখার। চমৎকার সব ছবি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

শুধু একটাই কথা বলবো ঘুরে আসুন। অসম্ভব সুন্দর জায়গা।

 2 years ago 

আপু, এত সুন্দর জায়গার ফটোগ্রাফি দেখিয়ে তো মনকে চঞ্চল করে দিলেন। বিভিন্ন জায়গায় ভ্রমণ করে বেড়ানো আমার একপ্রকার শখ। আর তাই তো সুন্দর সুন্দর জায়গা দেখলে আমি কেমন যেন ব্যাকুল হয়ে যাই। আপনার ফটোগ্রাফি গুলো দেখে ভিশন আফসোস হচ্ছে, মনে হচ্ছে এই মুহূর্তে যদি এত সুন্দর জায়গা গুলো পরিদর্শন করতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। যেহেতু সেরকম কোনো ব্যবস্থা নেই, তাই আপনার ফটোগ্রাফি গুলো দেখে চোখ জুড়িয়ে নিলাম। ঝালং বিন্দুর কিছু জায়গার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ঝালং এর প্রথম পর্ব আমি পড়ে ছিলাম দিদি, সেখানে সুন্দর একটা রিসোর্টে ছিলেন আপনারা এবং বলেছিলেন সেখানে প্রায় নাকি বন্য হাতি আসতো। তবে এখন একটু হলেও অনুমান করতে পারছি আপনার প্রথম পর্বের কথা গুলো একদম শহর থেকে অদূরে যান্ত্রিক কোলাহল ছাড়া প্রকৃতির মাঝে তিনটা দিন একদম বেশ শান্তিপূর্ণ ভাবে কাটিয়ে ছিলেন। এ পর্বের প্রকৃতির ফটোগ্রাফি গুলো বেশ ভালোই উপভোগ করলাম।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 63935.74
ETH 2749.19
USDT 1.00
SBD 2.65