মহান একুশে ফেব্রুয়ারি নিয়ে স্বরচিত কবিতা 'মাতৃভাষার মর্যাদা'

in আমার বাংলা ব্লগ2 years ago

কবিতা

আজ - বুধবার

২৫ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
০৮ ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ




আসসালামু আলাইকুম

IMG_20230207_092607948_BURST0006.jpg




আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম



হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। সকলেই জানেন আমি মাঝেমধ্যে বিভিন্ন বিষয়ে কবিতা লিখে থাকি। তবে তার মধ্যে সবচেয়ে বেশি বিরহের কবিতা লিখে থাকে। তবে আজকে আমি বিরহ বা প্রেম নিয়ে কবিতা না লিখে উপস্থিত হয়েছি শহীদদের প্রতি শ্রদ্ধা ও মাতৃভাষার সম্মানার্থে কবিতা নিয়ে। যেহেতু এখন ফেব্রুয়ারি মাস। আর কিছুটা দিন গেলেই একুশে ফেব্রুয়ারি। আর সেই দিনকে স্মরণ রেখেই আমার আজকের এই কবিতা লেখা।




একুশের কবিতা

মাতৃভাষার মর্যাদা
রচয়িতাঃ
নাজিদুল ইসলাম (সুমন)


একুশ আমার গর্ভ

সে তো গর্জে ওঠা হুংকার।
একুশ মানে প্রাণের ভাষা
কথা বলার অধিকার।

দেখেছে স্বপ্ন মাতৃকামি
দেশ মাতারি সন্তান।
একুশ মানে মুক্তির চেতনা
শত্রু নিপাতের জয়গান।

ডেকেছে দুর্বার গণ জোয়ার
মাতৃভাষার জন্য।
মাতৃভাষাকে রক্ষা করে
তখনই হবে ধন্য।

মিথ্যা মামলা প্রতিহত করে
কত বাংলার বীর সন্তান।
ভাষা রক্ষাতে রাজপথে নেমে
বিলিয়ে দিয়েছেন তাজা প্রাণ।

তোমার স্লোগানে মুখরিত ভুবন
মুখরিত সারা বিশ্ব।
তোমায় না পেলে রয়ে যেতাম মোরা
স্বদেশ বাসেও নিঃস্ব।

তোমায় পেতে লাখো বীর
গর্জে উঠেছে দেশে।
সেই শ্রদ্ধায় পুষ্প বিলাই
শহীদ মিনারে এসে।






সমা
প্ত



বিশেষ মন্তব্যঃ

আপনারা অনেকেই জানেন আমি একটি ক্যাডেট মুখি প্রাইভেট বিদ্যালয় শিক্ষকতা করি। আর কিছুদিন পর একুশে ফেব্রুয়ারি। একুশে ফেব্রুয়ারী দিন আমাদের বিদ্যালয়ে ছবি অংকন আর কবিতা প্রতিযোগিতা চলবে। আর অনেকেই হয়তো জেনে থাকবেন আমাদের বিদ্যালয়ে একদম সক্রিয় একটি youtube চ্যানেল আর ফেসবুক আইডি রয়েছে যেখানে সব সময় স্কুলের যাবতীয় বিষয় তুলে ধরা হয়। আর এই বিষয়টা আমি আর মুস্তাফিজুর চালু করেছি নিজ উদ্যোগে। তাই কিছুদিন ধরে মুস্তাফিজুর আমাকে বলছে ভাই আপনি অনেক কবিতা লিখে থাকেন। একুশে ফেব্রুয়ারি নিয়ে কিছু কবিতা লিখে ছেলেমেয়েদের কাছে দিন। যেহেতু এই একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের বিদ্যালয়ে কবিতা প্রতিযোগিতা চলবে, সেই ক্ষেত্রে আপনার নিজের লেখা কবিতা সবাই মুখস্ত করুক। অন্যদের কবিতা বা ইউটিউব দেখে কবিতা না শিখে নিজেদের লেখা কবিতা হলে সবচেয়ে বেশি ভালো হয়। ভেবে দেখলাম সত্যি তো একুশে ফেব্রুয়ারি নিয়ে নিজের তো কবিতা লেখা একান্ত প্রয়োজন। ছোট ছাত্রছাত্রী তাই তাদের জন্য ছোট আকারে লেখার চেষ্টা করেছে কিছু কবিতা। আর ভেবে দেখলাম নিজের ছাত্রছাত্রীরা যদি আমার নিজের লেখা কবিতা আবৃত্তি করে তাহলে অন্যরকম একটা খ্যাতি সৃষ্টি হবে বিদ্যালয়ের জন্য, তাই আমার এই কবিতা লেখা।


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

কবিতাটি কেমন লেগেছে? কবিতা পড়ে আপনাদের অনুভূতি কেমন? কেমন কবিতা আমার থেকে প্রত্যাশা করেন? প্রেম বা বিরহের, বিশেষ কোনোদিন বা আনন্দঘন মুহূর্ত সমস্ত বিষয় গুলো কমেন্ট বক্সে জানাবেন। তবে আজ আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি , আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1YGaRHjGNgt5Rer5B6F4g7irPGQYc8fWEfZqTANQMkujbw3BpuQhuZF9sFJriW5xg7LMsDDq4d4bcThss.gif

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

কবিতা পড়ে খুব ভালো লাগলো ভাই। আমার মনে হয় কবিতার মাঝে কিছুটা বানান ভুল রয়েছে। ভাষা শহীদদের প্রতি ভালোবেসে খুব সুন্দর কবিতা লিখেছেন আপনি। সত্যি বাংলা ভাষা আমাদের গৌরব আমাদের অহংকার। কবিতার প্রতিটি ছন্দ বেশ দুর্দান্ত ছিলো। এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আমার এই কবিতাটি পড়া জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

সত্যি ভাই অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ৷ আসলে ফেব্রুয়ারি মাস হলো ভাষার মাস ৷ যে মাসে মাতৃভাষা বাংলার জন্য মানুষ মিসিল বের করেছিল ৷ ১৯৫২ সালের সেই ঘটনা ৷ সালাম রফিক বরকত সহ অনেক প্রান দিয়েছেন ৷
যা হোক ভাই অনেক ভালো লাগলো এমন সুন্দর একটি কবিতা পড়ে৷ অসংখ্য ধন্যবাদ ভাই

 2 years ago 

আশা করে নতুন কবিতাটি আবার পড়বেন

 2 years ago 

মাতৃভাষার মর্যাদা কবিতাটি খুব সুন্দর হয়েছে ভাইয়া। আর কয়েকদিন পর-ই ২১শে ফেব্রুয়ারী, আর আপনি মহান ভাষা শহীদদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানাতে অসাধারণ একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে কবিতাটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আবারো নতুন কবিতা পাবেন একুশে ফেব্রুয়ারি উপলক্ষে।

 2 years ago 

ঠিক আছে ভাইয়া,নতুন কবিতার অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68650.88
ETH 2429.74
USDT 1.00
SBD 2.37