আসলে বর্তমান সময়টা এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে মানুষ যেন ভালোমন্দ দিকগুলো বিবেচনা করতে জানে না। এত এক্সিডেন্ট হচ্ছে এত কিছু জানার পরেও যেন মানুষ নিয়ন্ত্রণের মধ্যে গাড়ি চালায় না। গাড়িতে উঠলে যেন মনে হয় দিশেহারা হয়ে গেছে, তাই ফুল স্পিডে গাড়ি চালায়। এদিকে এক্সিডেন্ট ঘটলে পিছনে ফিরে তাকায় না। তবে দোয়া করি সেই মানুষটার জন্য যেন সুস্থ হয়ে যান। আর এই সমস্ত বিষয়ে আমাদের সত্যি সজাগ ও সচেতন হওয়া প্রয়োজন রয়েছে। এতে করে হয়তো অনেকের প্রাণ বেঁচে যেতে পারে অনেক দুর্ঘটনা।
আসলেই বর্তমান সময়ের মানুষ এত স্পিডে বাইক চালায় যে তার আশেপাশে কি হচ্ছে কি না হচ্ছে সেটা দেখার অপেক্ষায় রাখে না। মানুষটাকে অ্যাক্সিডেন্ট করে তার জন্য বিন্দুমাত্র দাঁড়িয়ে সমবেদনা জানায়নি এটা সত্যিই খুবই দুঃখজনক। মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।