পুকুর পাড়ের সরিষা ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year


আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সরিষা ফুলের সুন্দর সব ফটোগ্রাফি নিয়ে। যে সরিষা ফুল দেখে আপনাদের অনেক অনেক ভালো লাগবে।

IMG_20231231_163813_632.jpg


ফটোগ্রাফি সমূহ:


পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করার অন্যতম মাধ্যম হচ্ছে ফুল। আর এই ফুল আমাদের আশেপাশে সব জায়গায় লক্ষ্য করা যায়। কিছু কিছু ফুল রয়েছে আমরা শখের বসে চাষ করে থাকি। নিজের বাগান বাসা বাড়ি অথবা যে কোন জায়গায় গাছ লাগিয়ে ফুল ফোটায়। এমন কিছু ফুল রয়েছে আমরা সবজি উৎপাদন করতে গিয়ে সেখানে হয়ে থাকে। আবার এমন কিছু ফুল রয়েছে যেখানে ফসলের মাঠে ফসল ফলাতে গিয়ে ফুল হয়ে থাকে। আবার বন জঙ্গলে আমরা এত সুন্দর সুন্দর কিছু ফুল দেখতে পাই যে সমস্ত ফুলগুলোর যত্ন নেওয়া দেখাশোনা করার কোন লোক নেই তার পরেও দারুণভাবে ফুটে থাকে। তবে সব ফুলের মধ্যে নিজস্ব সৌন্দর্য রয়েছে। আর এই বিভিন্ন পর্যায়ের ফুল গুলোর মাধ্যমে আমাদের প্রাকৃতিক পরিবেশ বেশ মনোরমভাবে সেজে ওঠে। ঠিক তেমনি ফসলের মাঠে সরিষার ফুল যেন ফসলের মাঠ কে নতুন রূপ দিয়ে থাকে। তবে দুঃখের জন্য বিষয় হলে আমাদের মাঠে তেমন বেশি একটা ফসলের জমি নেই বললে চলে আর বিশেষ করে শীতকালীন কোন ফসলের মাঠ নেই বললেই চলে। তাই আমাদের মতো অনেকেই রয়েছে শখের বসে অথবা চাষ করার জন্য সরিষা ফসলটা পুকুরপাড় অথবা বিশেষ কোনো পরিত্যক্ত জায়গাগুলো কি কাজে লাগিয়ে এ সমস্ত ফসল উৎপাদন করার চেষ্টা করে পাশাপাশি ফসল উৎপাদন হতে গিয়ে এমন সুন্দর ফুল ফুটে থাকে।

IMG_20231121_071334_361.jpg

IMG_20231121_071327_672.jpg

IMG_20231121_071326_090.jpg

IMG_20231121_071325_241.jpg


এ মুহূর্তে আমি যে সমস্ত সরিষা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করছি এই সরিষা ফুলের বেশিরভাগ আমি ধারণ করেছিলাম শীতকালীন ধান অর্থাৎ বর্তমান মাঠে যেই ধান গাছগুলো রয়েছে খুব শীঘ্রই শিষ বের হয়ে পাকবে, আর পাকতে প্রায় শীতকাল চলে আসবে সে ধান কাটার মুহূর্তে লক্ষ্য করেছিলাম বেশ কিছু পুকুর পাড়ে এই সরিষা গাছ হয়েছে এবং ফুল ফুটে রয়েছে। আমি প্রায় মাঝেমধ্যে আমাদের এলাকার পুকুর পাড়গুলো ঘুরতে যায়। তবে ভালো লাগার মুহূর্তে ঘোরাঘুরি করতে যায় যখন চারিপাশে ফাঁকা থাকে মাঠে অতিথি পাখি আসে ফসল কাটা জন্য মানুষ আসে। কারণ ওই সময়টা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরিবেশটা দারুন সেজে ওঠে। তবে এখানে আপনারা যে ফসলের মাঠ লক্ষ্য করছেন এটা আমাদের পাশের গ্রামের ফসলের মাঠ আর যেখান থেকে সরিষা ফুলের ফটো ধারণ করেছিলাম সেটাও পাশের গ্রামের পুকুরপাড়। তার মানে বুঝতে পারছেন আমি পুকুর হতে পুকুর ঘুরতে ঘুরতে অনেক দূর অতিক্রম করে ভ্রমণ করে বেরিয়েছি এবং এখনো যা আশা করে থাকি মাঝেমধ্যে। আর সেই থেকে ধারণ করেছিলাম এত সুন্দর সুন্দর ফটো গুলো।

IMG_20231121_071430620_BURST0005.jpg

IMG_20231121_071342_947.jpg

IMG_20231121_072126_584.jpg

IMG_20231121_071917_360.jpg


আমি যখন ফসলের পাশ থেকে পুকুর পাড়ে এই ফটো ধারণ করছিলাম, তখন লক্ষ্য করে দেখেছিলাম অনেক অতিথি পাখি এসেছে আমাদের এলাকায়। বিভিন্ন গ্রাম থেকে ধান কাটার জন্য এসেছে পাশের গ্রামের এই মাঠে অনেক মানুষ। সকাল ভোরবেলা কুয়াশাচ্ছন্ন পরিবেশ। হালকা হালকা শীত অনুভব। আকাশে সূর্য উঠবে এমন মুহূর্ত। শিশির ভেজা ঘাস চারিপাশে। কি সুন্দর মনোরম সতেজ পরিবেশ তা বলে বোঝাতে পারবো না। আমি মূলত আমাদের পুকুরপাড়ে পাখি তাড়ানোর উদ্দেশ্যে গিয়েছিলাম। সকালে বিভিন্ন মাছ ভেসে থাকে আর পাখিতে ধরে খেয়ে যায়। তাই পানকৌড়ি বক মাছরাঙ্গা এগুলো তাড়াতে হয়। এই কাজ শেষ করে আমি ঘুরতে ঘুরতে অনেক দূর অতিক্রম করেছিলাম। আর সেখান থেকে বিভিন্ন সরিষা ফুলের ফটো ধারণ করে বেশ উৎসাহিত হয়ে নিজের পুকুরপাড়েও সরিষা বুনে ফুল উৎপাদন করেছিলাম। যাই হোক এই সরিষা ফুলের ফটো ধারণ করা একটি অন্যরকম ভালো লাগার বিষয়। যেন অতীতের অনেক কথা মনে পড়ে সেই মুহূর্তে। আমি তো ছোটবেলার অনেক স্মৃতি স্মরণ করেছিলাম। যখন আমাদের এই সমস্ত মাঠগুলোতে বিভিন্ন জায়গায় শীতকালীন শাকসবজি উৎপাদন হতো ফসল উৎপাদন হতো। কিন্তু এখন পুকুরে রূপান্তর হয়ে। আর সে সমস্ত জমিগুলো শীতকালীন ফসল হয় না আবার অনেক জমিতো পুকুর হয়ে গেছে। আর এভাবেই সাজানো গোছানো আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য ও ফসলের মাঠ।

IMG_20231121_071925_802.jpg

IMG_20231121_072046_539.jpg

IMG_20231121_072056_048.jpg

IMG_20231121_082933_190.jpg


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

পোস্ট বিবরণ


বিষয়সরিষা ফুলের ফটোগ্রাফি
ফটোগ্রাফি ডিভাইসInfinix Hot 11s
লোকেশনগাংনী-মেহেরপুর
ব্লগার@sumon09
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year (edited)

পুকুর পাড়ের সরিষা ফুলের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। আপনি খুবই দক্ষতার সাথে এই সুন্দরময় দৃশ্যগুলো ফুটিয়ে তুলেছেন ফটোগ্রাফির মাধ্যমে।

 last year 

মন্তব্য করার জন্য ধন্যবাদ

 last year 

শীতকালে ক্যাপচার করা ফটোগ্রাফি গুলা এখন শেয়ার করেছেন তাহলে। বেশ ভালো লাগলো আপনার ক্যাপচার করা ফটোগ্রাফি গুলো দেখে। শীতকালে সরিষা ফুলের সৌন্দর্য সত্যি মনমুগ্ধকর। ‌ পুকুর পাড় থেকে আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ আপু পুকুরপাড় থেকে সরিষা ফুলের ফটো ধারণ করেছিলাম।

 last year 

এই ধরনের সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরাতে আর ইচ্ছে করেনা। ইচ্ছে করে শুধু এক নজরে তাকিয়ে থাকি ফটোগ্রাফি গুলোর দিকে। তেমনি আপনার আজকের ফটোগ্রাফি গুলো ও অনেক বেশি সুন্দর ছিল। যেগুলো আমি যত দেখছিলাম ততই ভালো লাগছিল। সুন্দর সুন্দর ফটোগ্রাফি যেমন শেয়ার করেছেন, তেমনি বর্ণনা ও শেয়ার করেছেন। যার কারণে এগুলো সম্পর্কে অনেক ধারণা নিতে পারলাম। নিশ্চয়ই আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এই ফটোগ্রাফি গুলো করেছেন।

 last year 

পোস্ট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই

 last year 

বাহ ভাইয়া আপনি দেখতেছি পুকুরপাড়ে থেকে খুব চমৎকার সরিষা ফুলের ফটোগ্রাফি করেছেন। সরিষা ফুল গুলো দেখলে এমনিতে বেশ ভালো লাগে। যদিও এখন বর্ষাকাল সরিষা ফুল খুব কমে দেখা যায়। তবে সরিষা ফুলের মধ্যে আলাদা একটা ঘ্রাণ আছে। তবে আপনার ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার হয়েছে সরিষা ফুলের। এবং সুন্দর করে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

অনেক সুন্দর মন্তব্য করেছেন

 last year 

অনেক অনেক ভালো লাগলো ভাইয়া সরিষা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে। সরিষা ফুল আমার খুবই ভালো লাগে। ফসলের মাঠে ঘুরতে গেলেই শরীর স্বাস্থ্যদের কথা মনে পড়ে। সামনের শীতে আশেপাশের সরিষা ফুল দেখলে অবশ্যই ঘুরতে যাব।

 last year 

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 last year 

বাহ্ অসময়ে এতো সুন্দর সুন্দর সরিষা ফুল দেখে খুবই ভালো লাগলো। আমার কাছে সরিষা ফুলের ঘ্রাণ টা খুবই ভালো লাগে।আপনার ফটোগ্রাফি অসাধারণ হয়েছে, তার সাথে সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 11 months ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ

 last year 

ফুল আমি অনেক বেশি পছন্দ করি৷ আর সেটি যদি সরিষা ফুল হয় তাহলে তো আর কোন কথাই নেই৷ আজকে আপনি সরিষা ফুলের খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন৷ এখানে একের পর এক ফটোগ্রাফি গুলো যখন দেখছিলাম তখন অনেক ভালো লাগছিল৷ আপনি খুবই দক্ষতার সাথে এই ফটোগ্রাফিগুলো এখানে শেয়ার করেছেন৷ ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 11 months ago 

ভালো লেগেছে আপনার মন্তব্য দেখে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 111049.82
ETH 4297.44
SBD 0.84