স্বরচিত অনুভূতিমূলক কবিতা || ফেলে আসা স্মৃতির, ব্যর্থ অনুভূতি
আজ - বুধবার
কবিতা
তোমার সে ঠিকানায়।
যেথায় তুমি রয়েছো
পথ চেয়ে আমার পানে।
আজও যেন মনে হয় এ কথাটা
মিছে নয় চেয়ে রয়েছো দু নয়নে
তবে তুমি আর থাকো না
আমার পথ চেয়ে।
অন্য মানুষ হয়ে গেছো
নতুন কাউকে পেয়ে।
ভাবতে যেন চোখে আসে জল
হৃদয়ের আঘাতে করে টলোমল।
হয়ে নিষ্ফল ব্যর্থ
ছুটে যায় না আমি আর পথের দিকে।
আগের সে চলাচল হয়ে গেছে
আধারে পারাপার নিষ্ফল।
দুঃখ কষ্ট গুলো শুধু বারবার
মিছে যন্তনা দেয় আমার।
এখনো রয়েছে আগের মত
আকাশের সেই চাঁদ।
আধার কে অতিক্রম করে
ফিরে আসে জোৎস্না মাখা রাত।
ফিরে আসো না তুমি
বাড়াও না দুই হাত।
মনে পড়ে কত স্মৃতি
একসাথে পথ চলা জোৎস্না মাখা রাত।
যে রাতে হাতে হাত রেখে
চলতে আমার সাথে।
যেন স্বর্গের সুখ সব সময়
থাকতো তোমায় ভালোবেসে।
হারিয়ে ফেলেছি সেই স্বর্গটা
যা দিয়েছিলে আমায়।
সত্যি ভাল লাগার মুহূর্তটা
নিমিষে হারিয়ে যায়।
হারিয়ে যায় বেইমানের ভালোবাসা
হারিয়ে যাই তার দেওয়া প্রতিশ্রুতি।
ভেঙ্গে চুরমার হয়েছে হৃদয়
আছি আমি আজ নিষ্ফল নিরাশাই।
যেন হতাশ করা এক ব্যর্থ অনুভূতি
কান্না জাগিয়ে তোলে প্রতি দিবারাতি।
অশ্রু সিক্ত হৃদয় বলে যায় বারবার
সুখে থাক সুখে থাক অন্যের বুকে প্রিয় সাথী।
সমা প্ত |
---|
বিশেষ্য মন্তব্য
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ, দারুন কবিতা লিখেছেন। প্রতিটি লাইনের সাথে অনেক সুন্দর ভাবে লাইন মিলিয়ে কবিতা লিখেছেন। কবিতাটি যতই পড়ছিলাম ততই ভালো লাগছিল। এত সুন্দর একটি বিরহের কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
মন্তব্য দেখে ভালো লাগলো
ভাই আপনার স্বরচিত কবিতা সবসময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে অনেক সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন পড়ে মুগ্ধ হয়ে গেলাম। আপনার শেয়ার করা কবিতার প্রতিটি লাইন অনবদ্য হয়েছে। এটা সত্যি বলেছেন যারা প্রিয়জনের কাছ থেকে দুঃখ পেয়ে ভুলে যেতে পারে তাদের ভেতরে বেদনা কখনো বাসা বাঁধতে পারে না। অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ
ভাইয়া আপনার স্বরচিত অনুভূতিমূলক কবিতা "ফেলে আসা স্মৃতির, ব্যর্থ অনুভূতি"
শিরোনামের কবিতাটি দারুন লিখেছেন। খুবই চমৎকার কাব্যশৈলী।
উৎসাহ প্রদান করার জন্য ধন্যবাদ